ভেড়ামারা (কুষ্টিয়া)প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে হাতুড়িপেটা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার বেলা দেড়টায় হাসপাতাল সড়কের টেম্পোস্ট্যান্ডে এ হামলার ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর নাম সোহানুর রহমান সিজান (২০)। তিনি ভেড়ামারার পূর্ব নওদাপাড়া গ্রামের বাবু মণ্ডলের ছেলে ও মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদে বিজয় দিবসের অনুষ্ঠান দেখে সোহানুর রহমান সিজান বাড়িতে ফিরছিলেন। হাসপাতাল সড়কের ওভার ব্রিজ টেম্পোস্ট্যান্ডের কাছে পৌঁছালে সাত-আটজনের একটি দুর্বৃত্তের দল হাতুড়ি ও লোহার পাইপ দিয়ে সিজানের ওপর হামলা করে। এ সময় মাথাসহ তাঁর শরীরের বিভিন্ন জায়গায় পিটিয়ে রক্তাক্ত করে তারা। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে সিজানের চাচা উপজেলা যুবলীগের সহসভাপতি আনোয়ার হোসেন গামা বলেন, ‘সোহানুর রহমান সিজানকে সাত-আটজনের একটি দল হাতুড়ি ও লোহার পাইপ দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। মাথার আঘাতটা খুবই গুরুতর। সে মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের ছাত্র। গত মঙ্গলবার ইনস্টিটিউট থেকে ছুটিতে বাড়িতে এসেছে। কেন কী কারণে হামলা করেছে, এ মুহূর্তে বলতে পারছি না। সিজান একটু সুস্থ হলেই হামলাকারীদের চিহ্নিত করে থানায় অভিযোগ দেওয়া হবে।’
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়ার ভেড়ামারায় পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে হাতুড়িপেটা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার বেলা দেড়টায় হাসপাতাল সড়কের টেম্পোস্ট্যান্ডে এ হামলার ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর নাম সোহানুর রহমান সিজান (২০)। তিনি ভেড়ামারার পূর্ব নওদাপাড়া গ্রামের বাবু মণ্ডলের ছেলে ও মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদে বিজয় দিবসের অনুষ্ঠান দেখে সোহানুর রহমান সিজান বাড়িতে ফিরছিলেন। হাসপাতাল সড়কের ওভার ব্রিজ টেম্পোস্ট্যান্ডের কাছে পৌঁছালে সাত-আটজনের একটি দুর্বৃত্তের দল হাতুড়ি ও লোহার পাইপ দিয়ে সিজানের ওপর হামলা করে। এ সময় মাথাসহ তাঁর শরীরের বিভিন্ন জায়গায় পিটিয়ে রক্তাক্ত করে তারা। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে সিজানের চাচা উপজেলা যুবলীগের সহসভাপতি আনোয়ার হোসেন গামা বলেন, ‘সোহানুর রহমান সিজানকে সাত-আটজনের একটি দল হাতুড়ি ও লোহার পাইপ দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। মাথার আঘাতটা খুবই গুরুতর। সে মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের ছাত্র। গত মঙ্গলবার ইনস্টিটিউট থেকে ছুটিতে বাড়িতে এসেছে। কেন কী কারণে হামলা করেছে, এ মুহূর্তে বলতে পারছি না। সিজান একটু সুস্থ হলেই হামলাকারীদের চিহ্নিত করে থানায় অভিযোগ দেওয়া হবে।’
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৮ ঘণ্টা আগে