
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল হয়েছে।
গতকাল রোববার রাত ১০টার দিকে জিয়া মোড় থেকে ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মিছিলটি বের হয়। এটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডায়না চত্বরে গিয়ে শেষ হয়।
বিক্ষোভে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট, সহসমন্বয়ক নাহিদ হাসান, গোলাম রাব্বানী, সাজ্জাতুল্লাহ শেখ, নাহিদ জোয়ার্দারসহ অর্ধশতাধিক শিক্ষার্থী। তাঁরা ‘ওয়ান টু থ্রি ফোর, ছাত্রলীগ নো মোর’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ ইত্যাদি স্লোগান দেন।
এ সময় সহসমন্বয়ক নাহিদ বলেন, ‘আমরা এর আগেও খেয়াল করেছি, জুলাই আন্দোলনের অন্যতম নেতৃত্বে থাকা সারজিস আলমের ওপর কয়েক দফায় হামলা করা হয়েছে। এভাবে ব্যক্তি থেকে ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। আমরা এই হামলার প্রতিবাদ অবশ্যই করব। কিন্তু আমাদের একটাই দাবি, এই জুলাই আন্দোলনে স্বৈরাচার হাসিনার নেতৃত্বে যে আওয়ামী লীগ হাজার হাজার ভাইদের আহত ও শহীদ করেছে, সেই আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে।’
সমন্বয়ক সুইট বলেন, ‘আওয়ামী লীগ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে ব্যবসা হিসেবে ব্যবহার এবং পুরো বাংলাদেশের জনতার সঙ্গে নাটক করেছে। এখন আওয়ামী লীগ নিষিদ্ধের কথা উঠলেই একটি বা কোনো গোষ্ঠীর হিংসা হয়। তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না। কারণ, যদি আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের জোর দাবি করা হয় তাহলে তারা হয়তো ভোটে হেরে যেতে পারে। কিন্তু পতিত স্বৈরাচারের গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সব সময় তাদের সর্বোচ্চটুকু দেবে।’
গাজীপুরে হাসনাতের গাড়িতে হামলা হয়। রোববার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় হাসনাতের গাড়ির একটি কাচ ভেঙে যায়। এতে তিনি আঘাতপ্রাপ্ত হন।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
৬ মিনিট আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
৩১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
৩৬ মিনিট আগে