মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে সরাসরি মোংলা বন্দর জেটিতে ভিড়েছে এমভি ইউনিউইসডম জাহাজ। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে জাহাজটি বন্দর জেটিতে ভিড়েছে। রাত ১০টার পর থেকে জাহাজটি থেকে মালামাল খালাসের কাজ শুরু করা হয়। খালাসের সঙ্গে সঙ্গেই তা সড়কপথে বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপসচিব মুন্সী মোহাম্মদ কামরুজ্জামান ও বিদেশি জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ম্যাক শিপিংয়ের খুলনার ব্যবস্থাপক আবুল হাশেম শামীম জানান, গতকাল সন্ধ্যা ৭টার দিকে রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক কেন্দ্রের মূল্যবান বৈদ্যুতিক মালামাল নিয়ে বিদেশি জাহাজ এমভি ইউনিউইসডম সরাসরি মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে। রাত ১০টার পর থেকে জাহাজটি থেকে মালামাল খালাসের কাজ শুরু করা হয়েছে। তবে সম্পূর্ণ মালামাল খালাস করতে সময় লাগবে চার দিন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তৃতীয় চালান। এ চালানে রয়েছে ১ হাজার ৪২১ টনের ২৮০ প্যাকেজ মেশিনারি পণ্য।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম মুসা বলেন, ‘মোংলা বন্দরের বিদ্যমান অত্যাধুনিক সুযোগ-সুবিধার কারণেই দেশের বেশির ভাগ মেগা প্রকল্পের মালামাল এ বন্দর দিয়েই আমদানি ও পরিবহন করা হচ্ছে। এতে বন্দর ব্যবহারকারীদের যেমন অর্থের সাশ্রয় হচ্ছে, তেমনি নিরাপদে ও দ্রুততম সময়ে মালামাল প্রকল্প এলাকায় নিতে পারছেন। পদ্মা সেতুর কারণে ঢাকার সঙ্গে দূরত্ব কমে যাওয়ায় মোংলা বন্দরের প্রতি ব্যবসায়ীদের আগ্রহ ক্রমেই বেড়ে চলেছে।’
চেয়ারম্যান আরও বলেন, ‘শুধু রূপপুর পারমাণবিক কেন্দ্রের মালামাল নয়, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র ও বঙ্গবন্ধু রেলসেতুসহ দেশের বিভিন্ন স্থানের সর্ববৃহৎ মেগা প্রকল্পের সব মালামাল আসছে এই বন্দর দিয়ে। আর এটি সম্ভব হচ্ছে সম্প্রতি মোংলা বন্দর চ্যানেলের আউটারবার খনন সম্পন্নের হওয়ার কারণে। আর চলমান ইনারবার ড্রেজিং প্রকল্প সম্পন্ন হলে বড় জাহাজ বন্দরের জেটিতে সহজে ভিড়তে পারবে।’
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার এমভি কামিল্লা ও ৫ আগস্ট এমভি ড্রাগনবল রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক কেন্দ্রের মালামাল নিয়ে এ বন্দরে এসেছিল।

রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে সরাসরি মোংলা বন্দর জেটিতে ভিড়েছে এমভি ইউনিউইসডম জাহাজ। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে জাহাজটি বন্দর জেটিতে ভিড়েছে। রাত ১০টার পর থেকে জাহাজটি থেকে মালামাল খালাসের কাজ শুরু করা হয়। খালাসের সঙ্গে সঙ্গেই তা সড়কপথে বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপসচিব মুন্সী মোহাম্মদ কামরুজ্জামান ও বিদেশি জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ম্যাক শিপিংয়ের খুলনার ব্যবস্থাপক আবুল হাশেম শামীম জানান, গতকাল সন্ধ্যা ৭টার দিকে রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক কেন্দ্রের মূল্যবান বৈদ্যুতিক মালামাল নিয়ে বিদেশি জাহাজ এমভি ইউনিউইসডম সরাসরি মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে। রাত ১০টার পর থেকে জাহাজটি থেকে মালামাল খালাসের কাজ শুরু করা হয়েছে। তবে সম্পূর্ণ মালামাল খালাস করতে সময় লাগবে চার দিন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তৃতীয় চালান। এ চালানে রয়েছে ১ হাজার ৪২১ টনের ২৮০ প্যাকেজ মেশিনারি পণ্য।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম মুসা বলেন, ‘মোংলা বন্দরের বিদ্যমান অত্যাধুনিক সুযোগ-সুবিধার কারণেই দেশের বেশির ভাগ মেগা প্রকল্পের মালামাল এ বন্দর দিয়েই আমদানি ও পরিবহন করা হচ্ছে। এতে বন্দর ব্যবহারকারীদের যেমন অর্থের সাশ্রয় হচ্ছে, তেমনি নিরাপদে ও দ্রুততম সময়ে মালামাল প্রকল্প এলাকায় নিতে পারছেন। পদ্মা সেতুর কারণে ঢাকার সঙ্গে দূরত্ব কমে যাওয়ায় মোংলা বন্দরের প্রতি ব্যবসায়ীদের আগ্রহ ক্রমেই বেড়ে চলেছে।’
চেয়ারম্যান আরও বলেন, ‘শুধু রূপপুর পারমাণবিক কেন্দ্রের মালামাল নয়, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র ও বঙ্গবন্ধু রেলসেতুসহ দেশের বিভিন্ন স্থানের সর্ববৃহৎ মেগা প্রকল্পের সব মালামাল আসছে এই বন্দর দিয়ে। আর এটি সম্ভব হচ্ছে সম্প্রতি মোংলা বন্দর চ্যানেলের আউটারবার খনন সম্পন্নের হওয়ার কারণে। আর চলমান ইনারবার ড্রেজিং প্রকল্প সম্পন্ন হলে বড় জাহাজ বন্দরের জেটিতে সহজে ভিড়তে পারবে।’
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার এমভি কামিল্লা ও ৫ আগস্ট এমভি ড্রাগনবল রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক কেন্দ্রের মালামাল নিয়ে এ বন্দরে এসেছিল।

বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৯ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
১৪ মিনিট আগে
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জেটিঘাটে জাহাজ থেকে নামতেই মাইকিংয়ের শব্দ কানে ভেসে আসে। পরিবেশ অধিদপ্তরের এক কর্মীকে পর্যটকদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘সম্মানিত পর্যটকবৃন্দ, প্রতিবেশ সংকটাপন্ন ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ করবেন না, পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সরকার ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ...
১৯ মিনিট আগে
নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে