ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘অফিস সহকারী কাম-কম্পিউটার টাইপিস্ট’ পদে নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন অনিবার্য কারণ দেখিয়ে সকল টাইপ টেস্ট পরীক্ষা স্থগিত করেছে।
আজ বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ আলী বিজ্ঞান ভবনের তৃতীয় তলায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ‘অফিস সহকারী কাম-কম্পিউটার টাইপিস্ট’ পদে পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষা শুরু হওয়ার আগেই ফটকে তালা মেরে দেয় একদল শিক্ষার্থী। সকাল থেকেই চাকরি প্রত্যাশীরা ওখানে উপস্থিতি ছিলেন। পরীক্ষার্থীরা বিল্ডিংয়ের ভেতরে ঢুকতে চাইলে বাধা দেন তাঁরা। পরে ঘটনাস্থলে যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। একপর্যায়ে বাধার মুখে প্রথমে ওই বিভাগের এবং পরে সব নিয়োগ বোর্ড স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
টাইপ টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে আশা এক ব্যক্তি নাম না প্রকাশ করার শর্তে বলেন, ‘সকাল থেকেই ভেতরের গেটে উপস্থিত ছিল ছাত্রলীগের কর্মীরা। তাঁদের নজর এড়িয়ে ভবনে ঢুকে পরীক্ষার হলে পৌঁছে দেখি, আগে থেকেই শাখা ছাত্রলীগের কর্মীরা সেখানেও অবস্থান করছে। পরে পরীক্ষায় অংশগ্রহণকারীদের উপস্থিতি বাড়তে থাকলে, ছাত্রলীগের কর্মীরা হট্টগোল শুরু করে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘উপাচার্য স্যার জরুরি কাজে ঢাকায় গিয়েছে, স্যার আসলে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘অফিস সহকারী কাম-কম্পিউটার টাইপিস্ট’ পদে নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন অনিবার্য কারণ দেখিয়ে সকল টাইপ টেস্ট পরীক্ষা স্থগিত করেছে।
আজ বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ আলী বিজ্ঞান ভবনের তৃতীয় তলায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ‘অফিস সহকারী কাম-কম্পিউটার টাইপিস্ট’ পদে পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষা শুরু হওয়ার আগেই ফটকে তালা মেরে দেয় একদল শিক্ষার্থী। সকাল থেকেই চাকরি প্রত্যাশীরা ওখানে উপস্থিতি ছিলেন। পরীক্ষার্থীরা বিল্ডিংয়ের ভেতরে ঢুকতে চাইলে বাধা দেন তাঁরা। পরে ঘটনাস্থলে যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। একপর্যায়ে বাধার মুখে প্রথমে ওই বিভাগের এবং পরে সব নিয়োগ বোর্ড স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
টাইপ টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে আশা এক ব্যক্তি নাম না প্রকাশ করার শর্তে বলেন, ‘সকাল থেকেই ভেতরের গেটে উপস্থিত ছিল ছাত্রলীগের কর্মীরা। তাঁদের নজর এড়িয়ে ভবনে ঢুকে পরীক্ষার হলে পৌঁছে দেখি, আগে থেকেই শাখা ছাত্রলীগের কর্মীরা সেখানেও অবস্থান করছে। পরে পরীক্ষায় অংশগ্রহণকারীদের উপস্থিতি বাড়তে থাকলে, ছাত্রলীগের কর্মীরা হট্টগোল শুরু করে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘উপাচার্য স্যার জরুরি কাজে ঢাকায় গিয়েছে, স্যার আসলে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
২ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২ ঘণ্টা আগে