বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে সুন্দরবনের দস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্যকে আটক করেছেন মোংলা কোস্ট গার্ডের (পশ্চিম জোন) সদস্যরা। পরে তাঁদের হেফাজত থেকে একটি একনলা বন্দুক, দুটি তাজা কার্তুজ ও একটি ফাঁকা কার্তুজ জব্দ করা হয়। এ ছাড়া অপহৃত দুই জেলেকে উদ্ধার করেন কোস্ট গার্ডের সদস্যরা।
আজ রোববার রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য জানান।
আটক ব্যক্তিরা হলেন খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা মো. শাজাহান মোল্লা (৪৮) এবং বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা মো. সুমন হাওলাদার (৩০)। আর উদ্ধার হওয়া জেলেরা হলেন পাইকগাছা উপজেলার বাসিন্দা আজিজুল শেখ (৫৫) ও আলম গাজী (৩৭)।
লে. কমান্ডার সিয়াম-উল-হক বলেন, শনিবার রাতে কোস্ট গার্ড এবং পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে পরিচালনা করে সুন্দরবনসংলগ্ন কামারখোলা এলাকা থেকে একটি একনলা বন্দুক, দুটি তাজা কার্তুজ, একটি ফাঁকা কার্তুজসহ মো. শাজাহান মোল্লাকে এবং পরে সুন্দরবনসংলগ্ন নলিয়ান ঠাকুরবাড়ি খেয়াঘাট এলাকা থেকে মো. সুমন হাওলাদারকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দস্যু করিম শরীফের সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে আসছেন।
অপর দিকে আজ ভোর ৫টায় সুন্দরবনের আড়শিবসা নদীসংলগ্ন এলাকা হতে করিম শরীফ বাহিনীর কাছে জিম্মি থাকা দুই জেলেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার জেলেরা ৮ এপ্রিল থেকে করিম শরীফ বাহিনীর কাছে জিম্মি ছিলেন।
সিয়াম-উল-হক আরও বলেন, উদ্ধার হওয়া অবৈধ অস্ত্র, গোলাবারুদসহ আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন এবং জেলেদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাগেরহাটে সুন্দরবনের দস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্যকে আটক করেছেন মোংলা কোস্ট গার্ডের (পশ্চিম জোন) সদস্যরা। পরে তাঁদের হেফাজত থেকে একটি একনলা বন্দুক, দুটি তাজা কার্তুজ ও একটি ফাঁকা কার্তুজ জব্দ করা হয়। এ ছাড়া অপহৃত দুই জেলেকে উদ্ধার করেন কোস্ট গার্ডের সদস্যরা।
আজ রোববার রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য জানান।
আটক ব্যক্তিরা হলেন খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা মো. শাজাহান মোল্লা (৪৮) এবং বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা মো. সুমন হাওলাদার (৩০)। আর উদ্ধার হওয়া জেলেরা হলেন পাইকগাছা উপজেলার বাসিন্দা আজিজুল শেখ (৫৫) ও আলম গাজী (৩৭)।
লে. কমান্ডার সিয়াম-উল-হক বলেন, শনিবার রাতে কোস্ট গার্ড এবং পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে পরিচালনা করে সুন্দরবনসংলগ্ন কামারখোলা এলাকা থেকে একটি একনলা বন্দুক, দুটি তাজা কার্তুজ, একটি ফাঁকা কার্তুজসহ মো. শাজাহান মোল্লাকে এবং পরে সুন্দরবনসংলগ্ন নলিয়ান ঠাকুরবাড়ি খেয়াঘাট এলাকা থেকে মো. সুমন হাওলাদারকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দস্যু করিম শরীফের সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে আসছেন।
অপর দিকে আজ ভোর ৫টায় সুন্দরবনের আড়শিবসা নদীসংলগ্ন এলাকা হতে করিম শরীফ বাহিনীর কাছে জিম্মি থাকা দুই জেলেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার জেলেরা ৮ এপ্রিল থেকে করিম শরীফ বাহিনীর কাছে জিম্মি ছিলেন।
সিয়াম-উল-হক আরও বলেন, উদ্ধার হওয়া অবৈধ অস্ত্র, গোলাবারুদসহ আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন এবং জেলেদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
২ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে