Ajker Patrika

খুলনায় ব্যবসাপ্রতিষ্ঠান লক্ষ্য করে গুলি, স্থানীয়দের মধ্যে আতঙ্ক

খুলনা প্রতিনিধি
খুলনায় ব্যবসাপ্রতিষ্ঠান লক্ষ্য করে গুলি, স্থানীয়দের মধ্যে আতঙ্ক
খুলনা নগরের বসুপাড়া কবরখানা গেটসংলগ্ন এলাকায় গতকাল বুধবার রাতে দোকান থেকে উদ্ধার গুলির খোসা। ছবি: আজকের পত্রিকা

খুলনায় ব্যবসাপ্রতিষ্ঠানকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ১০টার দিকে নগরের বসুপাড়া কবরখানা গেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে গুলিতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে পুলিশ জানিয়েছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে বসুপাড়া কবরস্থান গেটসংলগ্ন এন এন ফার্মেসি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি করে। গুলির শব্দে আশপাশের লোকজন আতঙ্কে দৌড়াতে থাকে। গুলিটি দোকানের গ্লাস ভেঙে দেয়ালে গিয়ে লাগে। এতে দেয়াল ছিদ্র হয়ে যায়। দোকানটি হাজি ইসমাইল লিংক রোডের বাসিন্দা আতিকুর রহমানের।

সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই গুলির বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, রাতে গুলির সংবাদ শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সন্ত্রাসীরা ব্যবসাপ্রতিষ্ঠান লক্ষ্য করে পিস্তল দিয়ে একটি গুলি করেছে। তবে কারা গুলি করেছে এবং কোন দিক দিয়ে তারা বের হয়ে গেছে, এলাকাবাসী তা নিশ্চিত করে বলতে পারেনি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত