খুবি প্রতিনিধি

পরিকল্পনা করে মারামারি ও সহপাঠীকে মেরে রক্তাক্ত করা এবং নারী সহপাঠীর গায়ে হাত তোলার দায়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পাঁচ শিক্ষার্থীকে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁদের মধ্যে চারজনকে জরিমানাসহ অভিভাবকের উপস্থিতিতে মুচলেকা এবং একজনকে একই শাস্তিসহ দুই টার্মের ফলাফল স্থগিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. শরীফ হাসান লিমন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথমে মারামারি শুরু করা ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনের মেহেদী হাসান জুবায়েরকে মেরে রক্তাক্ত করা ও অর্ণবকে মারধরের অপরাধে বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের আরিফুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা এবং অভিভাবকের উপস্থিতিতে মুচলেকা নেওয়া হয়েছে।
মারামারিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার অপরাধে ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের আলি হোসেন ইমন ও জিহাদ হাওলাদার এবং ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের আদনান বিন আলমকে ১০ হাজার টাকা জরিমানা ও অভিভাবকের উপস্থিতিতে মুচলেকা নেওয়া হয়েছে।
এ ছাড়া ভিন্ন ঘটনায় নারীকে সহপাঠীকে শারীরিকভাবে আঘাত করার অপরাধে বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিনের মো. রিমন আলিকে আগামী দুই টার্মের ফলাফল স্থগিত ও ২৫ হাজার টাকা জরিমানা এবং অভিভাবকের উপস্থিতিতে মুচলেকা দেওয়ার শাস্তি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী এক মাসের মধ্যে মুচলেকা ও জরিমানার টাকা জমা দিতে হবে। তবে শাস্তির বিষয়ে নিয়মানুযায়ী একাডেমিক কাউন্সিলে আপিল করা যাবে।
উল্লেখ্য, শৃঙ্খলা বোর্ডের সভায় সংশ্লিষ্ট তদন্ত কমিটির প্রতিবেদন ও অভিযুক্ত শিক্ষার্থীদের কারণ দর্শানো নোটিশের জবাব পর্যালোচনা করে তাঁদের বিরুদ্ধে অপরাধের মাত্রানুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

পরিকল্পনা করে মারামারি ও সহপাঠীকে মেরে রক্তাক্ত করা এবং নারী সহপাঠীর গায়ে হাত তোলার দায়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পাঁচ শিক্ষার্থীকে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁদের মধ্যে চারজনকে জরিমানাসহ অভিভাবকের উপস্থিতিতে মুচলেকা এবং একজনকে একই শাস্তিসহ দুই টার্মের ফলাফল স্থগিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. শরীফ হাসান লিমন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথমে মারামারি শুরু করা ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনের মেহেদী হাসান জুবায়েরকে মেরে রক্তাক্ত করা ও অর্ণবকে মারধরের অপরাধে বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের আরিফুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা এবং অভিভাবকের উপস্থিতিতে মুচলেকা নেওয়া হয়েছে।
মারামারিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার অপরাধে ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের আলি হোসেন ইমন ও জিহাদ হাওলাদার এবং ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের আদনান বিন আলমকে ১০ হাজার টাকা জরিমানা ও অভিভাবকের উপস্থিতিতে মুচলেকা নেওয়া হয়েছে।
এ ছাড়া ভিন্ন ঘটনায় নারীকে সহপাঠীকে শারীরিকভাবে আঘাত করার অপরাধে বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিনের মো. রিমন আলিকে আগামী দুই টার্মের ফলাফল স্থগিত ও ২৫ হাজার টাকা জরিমানা এবং অভিভাবকের উপস্থিতিতে মুচলেকা দেওয়ার শাস্তি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী এক মাসের মধ্যে মুচলেকা ও জরিমানার টাকা জমা দিতে হবে। তবে শাস্তির বিষয়ে নিয়মানুযায়ী একাডেমিক কাউন্সিলে আপিল করা যাবে।
উল্লেখ্য, শৃঙ্খলা বোর্ডের সভায় সংশ্লিষ্ট তদন্ত কমিটির প্রতিবেদন ও অভিযুক্ত শিক্ষার্থীদের কারণ দর্শানো নোটিশের জবাব পর্যালোচনা করে তাঁদের বিরুদ্ধে অপরাধের মাত্রানুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

ড্রাইভিং পরীক্ষায় পাস ও লাইসেন্স দেওয়ার নামে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নওগাঁ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) বিরুদ্ধে। পরীক্ষায় পাস করিয়ে দিতে জনপ্রতি ২ হাজার করে টাকা নেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাসনগরে সোমেশ্বরী নদীর ওপর গার্ডার সেতুর নির্মাণকাজের মেয়াদ শেষ হয়েছে প্রায় দুই বছর আগে। এখন পর্যন্ত সেতুর খুঁটি (পিলার) নির্মাণ সম্পন্ন হয়েছে। অন্য কাজ আর হয়নি।
৬ ঘণ্টা আগে
ইটভাটার আগ্রাসনে চাঁদপুরে ফসলি জমির উর্বরতা শক্তি ক্রমে কমছে। প্রতিবছর শীত মৌসুমে ভাটাগুলো চালুর সময় জেলার বিভিন্ন এলাকায় অবাধে কাটা হয় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি। এতে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি নিচু হয়ে যাচ্ছে মাটির স্তর।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারিত রয়েছে ২১ জানুয়ারি। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ওই তারিখের আগে কোনো রাজনৈতিক দল, প্রার্থী কিংবা তাঁদের পক্ষে কেউ প্রচারে অংশ নিতে পারবেন না।
৬ ঘণ্টা আগে