খুলনা প্রতিনিধি

অচলাবস্থার মধ্যেই কর্মস্থল ত্যাগ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তীকালীন উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. হযরত আলী। অপরদিকে শিক্ষক লাঞ্ছনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে কর্মবিরতিতে থাকা শিক্ষকেরাও ক্লাসে ফেরেননি। পূর্বঘোষণা অনুযায়ী আজ সোমবার দুপুরে উপাচার্য কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা।
কুয়েট সূত্র জানায়, খুলনা থেকে ঢাকায় যাওয়ার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের একজন জ্যেষ্ঠ ডিনকে মোবাইল ফোনে জানিয়েছেন উপাচার্য। বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে উপাচার্যের মোবাইল ফোনে আজকের পত্রিকা থেকে যোগাযোগ করা হয়। কিন্তু তিনি রিসিভ করেননি।
৪ মে থেকে কুয়েটের একাডেমিক কার্যক্রম শুরু হলেও শিক্ষক লাঞ্ছনায় জড়িত ব্যক্তিদের বিচারসহ পাঁচ দফা দাবিতে ক্লাস বর্জন শুরু করেন শিক্ষকেরা। তাঁদের দেওয়া প্রথম দফার সাত দিনের আলটিমেটাম গত বৃহস্পতিবার বিকেলে শেষ হয়।
এরপর গতকাল রোববার ফের ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। পাশাপাশি উপাচার্যের দপ্তরের সামনে আজ অবস্থান কর্মসূচি ঘোষণা করে শিক্ষক সমিতি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুরে শিক্ষকেরা অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষক সমিতির নেতারা উপাচার্যের সঙ্গে দেখা করার চেষ্টা করে জানতে পারেন, তিনি খুলনায় নেই।
পরে এক ব্রিফিংয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. ফারুক হোসেন সাংবাদিকদের বলেন, ‘যেহেতু ভিসিকে পাওয়া যায়নি, সেহেতু মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত সময় দিয়ে অচলাবস্থা নিরসনের আহ্বান জানাচ্ছি। এর মধ্যে শিক্ষকদের দাবি পূরণ না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’
মো. ফারুক হোসেন বলেন, ‘ক্লাসে ফেরার জন্য শিক্ষকেরা উদগ্রীব। ছাত্ররাও আশ্বাস দিয়েছে, তারা শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। কিন্তু এরপরও শিক্ষকদের দাবি পূরণে কেন দেরি হচ্ছে?’
কুয়েটের রেজিস্ট্রারের বরাতে ড. মো. ফারুক হোসেন বলেন, ‘মঙ্গলবার ভিসি ঢাকা থেকে কুয়েটে আসবেন বলে জানানো হয়েছে। তবে অফিসিয়াল কোনো পত্র এখনো পাওয়া যায়নি। এমনকি ভিসি অস্থায়ীভাবে কার ওপর দায়িত্ব দিয়ে গেছেন, সেটিও জানা যায়নি।’
তবে বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন এবং গণিত বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম আজাদ বলেন, ‘রোববার ভিসি আমাকে মোবাইলে জানান যে, তিনি ঢাকায় যাবেন। ভিসি বলেন, রূপসা সেতু পার হচ্ছেন। মঙ্গলবার তিনি খুলনা ফিরবেন বলেও জানিয়েছেন। যদিও আমার ওপর দায়িত্ব অর্পণের কোনো কাগজ পাইনি।’
এদিকে শিক্ষকদের কর্মসূচিতে উপস্থিত হয়ে কুয়েটের ১৯ ব্যাচের কয়েকজন শিক্ষার্থী বলেন, ‘আমরা দ্রত ক্লাস শুরুর দাবি জানাই। এ বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছি আমরা ১৯ ব্যাচের শিক্ষার্থীরা। ইতিমধ্যে আমাদের দুটি পরীক্ষা আটকে গেছে। ১ হাজার শিক্ষার্থী সেশনজটে পড়েছে।’
কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা সাবেক ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ মাছুদের আমলে গঠিত তদন্ত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে অটল—এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাঁরা বলেন, ‘আমরা নতুন কমিটির পক্ষে নই। তাহলে আরও পিছিয়ে যাবে। আমরা চাই বর্তমান কমিটিই তদন্ত কার্যক্রম শেষ করে দ্রত অচলাবস্থার অবসান করুক।’

অচলাবস্থার মধ্যেই কর্মস্থল ত্যাগ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তীকালীন উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. হযরত আলী। অপরদিকে শিক্ষক লাঞ্ছনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে কর্মবিরতিতে থাকা শিক্ষকেরাও ক্লাসে ফেরেননি। পূর্বঘোষণা অনুযায়ী আজ সোমবার দুপুরে উপাচার্য কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা।
কুয়েট সূত্র জানায়, খুলনা থেকে ঢাকায় যাওয়ার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের একজন জ্যেষ্ঠ ডিনকে মোবাইল ফোনে জানিয়েছেন উপাচার্য। বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে উপাচার্যের মোবাইল ফোনে আজকের পত্রিকা থেকে যোগাযোগ করা হয়। কিন্তু তিনি রিসিভ করেননি।
৪ মে থেকে কুয়েটের একাডেমিক কার্যক্রম শুরু হলেও শিক্ষক লাঞ্ছনায় জড়িত ব্যক্তিদের বিচারসহ পাঁচ দফা দাবিতে ক্লাস বর্জন শুরু করেন শিক্ষকেরা। তাঁদের দেওয়া প্রথম দফার সাত দিনের আলটিমেটাম গত বৃহস্পতিবার বিকেলে শেষ হয়।
এরপর গতকাল রোববার ফের ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। পাশাপাশি উপাচার্যের দপ্তরের সামনে আজ অবস্থান কর্মসূচি ঘোষণা করে শিক্ষক সমিতি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুরে শিক্ষকেরা অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষক সমিতির নেতারা উপাচার্যের সঙ্গে দেখা করার চেষ্টা করে জানতে পারেন, তিনি খুলনায় নেই।
পরে এক ব্রিফিংয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. ফারুক হোসেন সাংবাদিকদের বলেন, ‘যেহেতু ভিসিকে পাওয়া যায়নি, সেহেতু মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত সময় দিয়ে অচলাবস্থা নিরসনের আহ্বান জানাচ্ছি। এর মধ্যে শিক্ষকদের দাবি পূরণ না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’
মো. ফারুক হোসেন বলেন, ‘ক্লাসে ফেরার জন্য শিক্ষকেরা উদগ্রীব। ছাত্ররাও আশ্বাস দিয়েছে, তারা শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। কিন্তু এরপরও শিক্ষকদের দাবি পূরণে কেন দেরি হচ্ছে?’
কুয়েটের রেজিস্ট্রারের বরাতে ড. মো. ফারুক হোসেন বলেন, ‘মঙ্গলবার ভিসি ঢাকা থেকে কুয়েটে আসবেন বলে জানানো হয়েছে। তবে অফিসিয়াল কোনো পত্র এখনো পাওয়া যায়নি। এমনকি ভিসি অস্থায়ীভাবে কার ওপর দায়িত্ব দিয়ে গেছেন, সেটিও জানা যায়নি।’
তবে বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন এবং গণিত বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম আজাদ বলেন, ‘রোববার ভিসি আমাকে মোবাইলে জানান যে, তিনি ঢাকায় যাবেন। ভিসি বলেন, রূপসা সেতু পার হচ্ছেন। মঙ্গলবার তিনি খুলনা ফিরবেন বলেও জানিয়েছেন। যদিও আমার ওপর দায়িত্ব অর্পণের কোনো কাগজ পাইনি।’
এদিকে শিক্ষকদের কর্মসূচিতে উপস্থিত হয়ে কুয়েটের ১৯ ব্যাচের কয়েকজন শিক্ষার্থী বলেন, ‘আমরা দ্রত ক্লাস শুরুর দাবি জানাই। এ বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছি আমরা ১৯ ব্যাচের শিক্ষার্থীরা। ইতিমধ্যে আমাদের দুটি পরীক্ষা আটকে গেছে। ১ হাজার শিক্ষার্থী সেশনজটে পড়েছে।’
কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা সাবেক ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ মাছুদের আমলে গঠিত তদন্ত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে অটল—এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাঁরা বলেন, ‘আমরা নতুন কমিটির পক্ষে নই। তাহলে আরও পিছিয়ে যাবে। আমরা চাই বর্তমান কমিটিই তদন্ত কার্যক্রম শেষ করে দ্রত অচলাবস্থার অবসান করুক।’

পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২৪ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
৩৫ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
১ ঘণ্টা আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
১ ঘণ্টা আগে