কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘যারা কখনো এ দেশকে চায় নাই, তাদের কাছে এ দেশ কখনোই নিরাপদ নয়।’ আজ বুধবার কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০০ শয্যায় উন্নীত করতে নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা বিএনপি-জামায়াত জোটের কথা ভুলি নাই। তারা যখন ক্ষমতায় ছিল, দেশের সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল। কারণ ক্লিনিকগুলো শেখ হাসিনা করেছিল। ওই ক্লিনিকে সেবা নিলে, ভোট সবাই আওয়ামী লীগে দেবে। এখন তারাই আবার মাঠে নামছে, দেশের অরাজকতা সৃষ্টি করতে।’
জাহিদ মালেক বলেন, ‘তাদেরকে ভোটে আসার জন্য, বারবার আহ্বান করা হচ্ছে। তাদেরকে সভা সমাবেশ করার অধিকার দেওয়া হয়েছে। তবে আমাদের নীতিতে আছে, দেশের মানুষের ক্ষতি হোক, জানমালের ক্ষতি হোক, এটা সরকার হতে দেবে না। আমরা তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবিলা করব।’
তিনি আরও বলেন, ‘আপনারা অনেক ভাগ্যবান। আর আপনাদের এমপি অনেক কর্মঠ, যে কারণে আজ আপনাদের এ স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত হয়েছে।’
উদ্বোধনী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন—ঝিনাইদহের সিভিল সার্জন শুভ্রা রানি দেবনাথ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খাঁন চঞ্চল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব সাইফুল্লাহিল আজম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত সচিব রাশেদা সুলতানা, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডাইরেক্টর মো. রিজাওয়ানুল রহমান।
আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য বিভাগ খুলনার পরিচালক মনজুরুল মরশিদ, ঝিনাইদহের জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, ঝিনাইদহের পুলিশ সুপার আজিম-উল আহসান, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মোছা. শরিফুন্নেছা মিকি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উঠছে মে, কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন—উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রশিদ।

বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘যারা কখনো এ দেশকে চায় নাই, তাদের কাছে এ দেশ কখনোই নিরাপদ নয়।’ আজ বুধবার কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০০ শয্যায় উন্নীত করতে নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা বিএনপি-জামায়াত জোটের কথা ভুলি নাই। তারা যখন ক্ষমতায় ছিল, দেশের সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল। কারণ ক্লিনিকগুলো শেখ হাসিনা করেছিল। ওই ক্লিনিকে সেবা নিলে, ভোট সবাই আওয়ামী লীগে দেবে। এখন তারাই আবার মাঠে নামছে, দেশের অরাজকতা সৃষ্টি করতে।’
জাহিদ মালেক বলেন, ‘তাদেরকে ভোটে আসার জন্য, বারবার আহ্বান করা হচ্ছে। তাদেরকে সভা সমাবেশ করার অধিকার দেওয়া হয়েছে। তবে আমাদের নীতিতে আছে, দেশের মানুষের ক্ষতি হোক, জানমালের ক্ষতি হোক, এটা সরকার হতে দেবে না। আমরা তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবিলা করব।’
তিনি আরও বলেন, ‘আপনারা অনেক ভাগ্যবান। আর আপনাদের এমপি অনেক কর্মঠ, যে কারণে আজ আপনাদের এ স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত হয়েছে।’
উদ্বোধনী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন—ঝিনাইদহের সিভিল সার্জন শুভ্রা রানি দেবনাথ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খাঁন চঞ্চল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব সাইফুল্লাহিল আজম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত সচিব রাশেদা সুলতানা, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডাইরেক্টর মো. রিজাওয়ানুল রহমান।
আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য বিভাগ খুলনার পরিচালক মনজুরুল মরশিদ, ঝিনাইদহের জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, ঝিনাইদহের পুলিশ সুপার আজিম-উল আহসান, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মোছা. শরিফুন্নেছা মিকি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উঠছে মে, কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন—উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রশিদ।

নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২৩ মিনিট আগে
নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ওরফে শামিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
২ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে