কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘যারা কখনো এ দেশকে চায় নাই, তাদের কাছে এ দেশ কখনোই নিরাপদ নয়।’ আজ বুধবার কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০০ শয্যায় উন্নীত করতে নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা বিএনপি-জামায়াত জোটের কথা ভুলি নাই। তারা যখন ক্ষমতায় ছিল, দেশের সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল। কারণ ক্লিনিকগুলো শেখ হাসিনা করেছিল। ওই ক্লিনিকে সেবা নিলে, ভোট সবাই আওয়ামী লীগে দেবে। এখন তারাই আবার মাঠে নামছে, দেশের অরাজকতা সৃষ্টি করতে।’
জাহিদ মালেক বলেন, ‘তাদেরকে ভোটে আসার জন্য, বারবার আহ্বান করা হচ্ছে। তাদেরকে সভা সমাবেশ করার অধিকার দেওয়া হয়েছে। তবে আমাদের নীতিতে আছে, দেশের মানুষের ক্ষতি হোক, জানমালের ক্ষতি হোক, এটা সরকার হতে দেবে না। আমরা তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবিলা করব।’
তিনি আরও বলেন, ‘আপনারা অনেক ভাগ্যবান। আর আপনাদের এমপি অনেক কর্মঠ, যে কারণে আজ আপনাদের এ স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত হয়েছে।’
উদ্বোধনী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন—ঝিনাইদহের সিভিল সার্জন শুভ্রা রানি দেবনাথ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খাঁন চঞ্চল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব সাইফুল্লাহিল আজম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত সচিব রাশেদা সুলতানা, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডাইরেক্টর মো. রিজাওয়ানুল রহমান।
আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য বিভাগ খুলনার পরিচালক মনজুরুল মরশিদ, ঝিনাইদহের জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, ঝিনাইদহের পুলিশ সুপার আজিম-উল আহসান, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মোছা. শরিফুন্নেছা মিকি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উঠছে মে, কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন—উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রশিদ।

বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘যারা কখনো এ দেশকে চায় নাই, তাদের কাছে এ দেশ কখনোই নিরাপদ নয়।’ আজ বুধবার কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০০ শয্যায় উন্নীত করতে নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা বিএনপি-জামায়াত জোটের কথা ভুলি নাই। তারা যখন ক্ষমতায় ছিল, দেশের সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল। কারণ ক্লিনিকগুলো শেখ হাসিনা করেছিল। ওই ক্লিনিকে সেবা নিলে, ভোট সবাই আওয়ামী লীগে দেবে। এখন তারাই আবার মাঠে নামছে, দেশের অরাজকতা সৃষ্টি করতে।’
জাহিদ মালেক বলেন, ‘তাদেরকে ভোটে আসার জন্য, বারবার আহ্বান করা হচ্ছে। তাদেরকে সভা সমাবেশ করার অধিকার দেওয়া হয়েছে। তবে আমাদের নীতিতে আছে, দেশের মানুষের ক্ষতি হোক, জানমালের ক্ষতি হোক, এটা সরকার হতে দেবে না। আমরা তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবিলা করব।’
তিনি আরও বলেন, ‘আপনারা অনেক ভাগ্যবান। আর আপনাদের এমপি অনেক কর্মঠ, যে কারণে আজ আপনাদের এ স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত হয়েছে।’
উদ্বোধনী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন—ঝিনাইদহের সিভিল সার্জন শুভ্রা রানি দেবনাথ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খাঁন চঞ্চল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব সাইফুল্লাহিল আজম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত সচিব রাশেদা সুলতানা, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডাইরেক্টর মো. রিজাওয়ানুল রহমান।
আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য বিভাগ খুলনার পরিচালক মনজুরুল মরশিদ, ঝিনাইদহের জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, ঝিনাইদহের পুলিশ সুপার আজিম-উল আহসান, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মোছা. শরিফুন্নেছা মিকি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উঠছে মে, কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন—উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রশিদ।

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে খুলনা নগরীর সোনাডাঙ্গার গুহা রেস্টুরেন্টের ম্যানেজার নাজমুল হাসানকে। গতকাল বুধবার রাতে তাঁকে ডুমুরিয়া থেকে উদ্ধার করা হয়। অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
২৮ মিনিট আগে
খাদ্য নিরাপত্তা ও ধান গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনে গাজীপুরে ছয় দিনব্যাপী ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫’ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করা হয়।
১ ঘণ্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সম্পর্ক থাকার অভিযোগ তুলে এক গৃহবধূ ও যুবককে গাছের সঙ্গে বেঁধে চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে নির্যাতন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
১ ঘণ্টা আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মো. জালাল উদ্দিন ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে খেলাফত মজলিসের দলীয় প্রার্থী তোফায়েল আহমদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বরত পৃথক দুই সিভিল জজ।
১ ঘণ্টা আগে