রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে খেলোয়াড়দের স্লেজিং করাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে।
শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জিমনেসিয়ামে রাষ্ট্রবিজ্ঞান ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে একজন শিক্ষক আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আহত শিক্ষকের নাম ড. এস এম মোখলেসুর রহমান। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি চোখে আঘাত পেয়ে একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, অন্তবিভাগ বাস্কেটবল-২০২৩ প্রতিযোগিতার ফাইনালে রাষ্ট্রবিজ্ঞান ও মার্কেটিং বিভাগ মুখোমুখি হয়। শনিবার সন্ধ্যা ৬টায় ফাইনাল খেলা শুরু হয়। খেলার প্রথমার্ধ শেষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ২১-১৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের খেলা চলাকালে দুই পক্ষের শিক্ষার্থীরা নিজেদের দলের হয়ে ‘স্লেজিং’ করতে থাকেন। এতে অপর পক্ষ উত্তেজিত হয়ে পড়লে একপর্যায়ে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। এ সময় দুই পক্ষের শিক্ষকেরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসেন। একপর্যায়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক এস এম মোখলেসুর রহমান চোখে আঘাত পান।
ঘটনার সময় কয়েকজন শিক্ষার্থীর হাতে লাঠিসোঁটা দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও অন্য শিক্ষকদের সহায়তায় প্রায় আধা ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বিষয়টি মীমাংসার আশ্বাস দিলে শিক্ষার্থীরা সেখান থেকে চলে যান। সেই সঙ্গে ফাইনাল ম্যাচটি স্থগিত ঘোষণা করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
আহত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক এস এম মোখলেসুর রহমান বলেন, ‘স্লেজিং করায় দুই পক্ষের শিক্ষার্থীরা উত্তেজনার একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে শিক্ষার্থীদের ধাক্কায় নিচে পড়ে যাই। পরে দাঁড়ালে সেখানে থাকা দড়ির সঙ্গে চোখে আঘাত পাই। পরে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছি।’
এ বিষয়ে শরীরচর্চা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ আলী বলেন, ‘আজকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ফাইনাল খেলাটি স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে খেলা হবে কি না বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নেবে। খেলা চলমান পয়েন্ট থেকে হবে, নাকি আবার নতুন করে শুরু হবে, সেই সিদ্ধান্তও পরে জানানো হবে।’
এ বিষয়ে জানতে অন্তবিভাগ খেলা উপ-কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল আলীমকে একাধিকবার ফোন কলা করা হলে তিনি কেটে দেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘আপাতত খেলা স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম বলেন, ‘খেলাধুলার মধ্যে বিশৃঙ্খলা আমাদের কাম্য নয়। আমরা শিক্ষার্থীদের সুন্দর পরিবেশে খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদন দিতে চাই। এ ঘটনায় দুই বিভাগের দুই শিক্ষার্থীকে চিহ্নিত করা হয়েছে। আগামীকাল (রোববার) বিভাগের চেয়ারম্যান ও চিহ্নিত দুইজনকে নিয়ে প্রক্টর দপ্তরে বসে বিষয়টির সমাধান করব।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে খেলোয়াড়দের স্লেজিং করাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে।
শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জিমনেসিয়ামে রাষ্ট্রবিজ্ঞান ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে একজন শিক্ষক আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আহত শিক্ষকের নাম ড. এস এম মোখলেসুর রহমান। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি চোখে আঘাত পেয়ে একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, অন্তবিভাগ বাস্কেটবল-২০২৩ প্রতিযোগিতার ফাইনালে রাষ্ট্রবিজ্ঞান ও মার্কেটিং বিভাগ মুখোমুখি হয়। শনিবার সন্ধ্যা ৬টায় ফাইনাল খেলা শুরু হয়। খেলার প্রথমার্ধ শেষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ২১-১৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের খেলা চলাকালে দুই পক্ষের শিক্ষার্থীরা নিজেদের দলের হয়ে ‘স্লেজিং’ করতে থাকেন। এতে অপর পক্ষ উত্তেজিত হয়ে পড়লে একপর্যায়ে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। এ সময় দুই পক্ষের শিক্ষকেরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসেন। একপর্যায়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক এস এম মোখলেসুর রহমান চোখে আঘাত পান।
ঘটনার সময় কয়েকজন শিক্ষার্থীর হাতে লাঠিসোঁটা দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও অন্য শিক্ষকদের সহায়তায় প্রায় আধা ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বিষয়টি মীমাংসার আশ্বাস দিলে শিক্ষার্থীরা সেখান থেকে চলে যান। সেই সঙ্গে ফাইনাল ম্যাচটি স্থগিত ঘোষণা করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
আহত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক এস এম মোখলেসুর রহমান বলেন, ‘স্লেজিং করায় দুই পক্ষের শিক্ষার্থীরা উত্তেজনার একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে শিক্ষার্থীদের ধাক্কায় নিচে পড়ে যাই। পরে দাঁড়ালে সেখানে থাকা দড়ির সঙ্গে চোখে আঘাত পাই। পরে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছি।’
এ বিষয়ে শরীরচর্চা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ আলী বলেন, ‘আজকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ফাইনাল খেলাটি স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে খেলা হবে কি না বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নেবে। খেলা চলমান পয়েন্ট থেকে হবে, নাকি আবার নতুন করে শুরু হবে, সেই সিদ্ধান্তও পরে জানানো হবে।’
এ বিষয়ে জানতে অন্তবিভাগ খেলা উপ-কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল আলীমকে একাধিকবার ফোন কলা করা হলে তিনি কেটে দেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘আপাতত খেলা স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম বলেন, ‘খেলাধুলার মধ্যে বিশৃঙ্খলা আমাদের কাম্য নয়। আমরা শিক্ষার্থীদের সুন্দর পরিবেশে খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদন দিতে চাই। এ ঘটনায় দুই বিভাগের দুই শিক্ষার্থীকে চিহ্নিত করা হয়েছে। আগামীকাল (রোববার) বিভাগের চেয়ারম্যান ও চিহ্নিত দুইজনকে নিয়ে প্রক্টর দপ্তরে বসে বিষয়টির সমাধান করব।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৭ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৭ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৮ ঘণ্টা আগে