মাগুরা প্রতিনিধি

মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান খুদে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘মোবাইল ফোনটা একটু কম ব্যবহার করবা। পড়াশোনায় মনোযোগী হবা। তোমরা হয়তো জানো, এই স্কুলের স্টুডেন্ট আমি ছিলাম। এই স্কুলে আমি পড়তাম। এখানে আরও অনেকে আছে যারা এই স্কুলে পড়াশোনা করেছে। তারা আজ ভালো জায়গায় অবস্থান করছে। তোমরাও এ রকম ভালো স্বপ্ন দেখবা।’
আজ বুধবার দুপুরে মাগুরা সরকারি উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান উদ্বোধন শেষে শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন সাকিব আল হাসান। তিনি বলেন, ‘যেখান থেকে তোমরা মাগুরার ভালোর জন্য ভালো কিছু করতে পারবা। সেটা যেকোনো সেক্টর হতে পারে। ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে রাজনীতি, খেলোয়াড়—যার যেটা ইচ্ছা হয়। ভালো দিকটা বেছে নিবা। আশা করি, তোমরা ফোনটা একটু কম ইউজ করবা। পড়াশোনায় মনোযোগী হবা। অবশ্যই তোমার বাবা-মায়ের কথা শুনবা।’

শিক্ষার্থীদের উদ্দেশে সাকিব বলেন, ‘মাদক থেকে দূরে থাকার চেষ্টা করবা। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। তোমরা যদি এটা থেকে দূরে থাকতে পারো, আমার মনে হয় তোমাদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল এবং দেশের ভবিষ্যৎও উজ্জ্বল। এ জন্য সবাই মিলে আমরা চেষ্টা করব, যেন তোমরা মাদক থেকে দূরে থাকতে পারো। এ জন্য সবচেয়ে বড় যে হাতিয়ার হতে পারে, সেটা হচ্ছে খেলাধুলা। যত বেশি তোমরা খেলাধুলায় মনোযোগী হবা, যত বেশি খেলাধুলায় সময় পার করবা, তত বেশি তোমাদের মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে। পড়াশোনাও তোমাদের ভালো হবে।’
বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে সাকিব বলেন, ‘আশা করছি, তোমাদের ক্রীড়া প্রতিযোগিতায় সবাই মনোযোগী হয়ে অংশ নিবা। কেউ জিতবে কেউ হারবে। সবার জন্য আমার শুভকামনা থাকল, স্কুলের জন্য আমার শুভকামনা থাকল।’

মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান খুদে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘মোবাইল ফোনটা একটু কম ব্যবহার করবা। পড়াশোনায় মনোযোগী হবা। তোমরা হয়তো জানো, এই স্কুলের স্টুডেন্ট আমি ছিলাম। এই স্কুলে আমি পড়তাম। এখানে আরও অনেকে আছে যারা এই স্কুলে পড়াশোনা করেছে। তারা আজ ভালো জায়গায় অবস্থান করছে। তোমরাও এ রকম ভালো স্বপ্ন দেখবা।’
আজ বুধবার দুপুরে মাগুরা সরকারি উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান উদ্বোধন শেষে শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন সাকিব আল হাসান। তিনি বলেন, ‘যেখান থেকে তোমরা মাগুরার ভালোর জন্য ভালো কিছু করতে পারবা। সেটা যেকোনো সেক্টর হতে পারে। ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে রাজনীতি, খেলোয়াড়—যার যেটা ইচ্ছা হয়। ভালো দিকটা বেছে নিবা। আশা করি, তোমরা ফোনটা একটু কম ইউজ করবা। পড়াশোনায় মনোযোগী হবা। অবশ্যই তোমার বাবা-মায়ের কথা শুনবা।’

শিক্ষার্থীদের উদ্দেশে সাকিব বলেন, ‘মাদক থেকে দূরে থাকার চেষ্টা করবা। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। তোমরা যদি এটা থেকে দূরে থাকতে পারো, আমার মনে হয় তোমাদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল এবং দেশের ভবিষ্যৎও উজ্জ্বল। এ জন্য সবাই মিলে আমরা চেষ্টা করব, যেন তোমরা মাদক থেকে দূরে থাকতে পারো। এ জন্য সবচেয়ে বড় যে হাতিয়ার হতে পারে, সেটা হচ্ছে খেলাধুলা। যত বেশি তোমরা খেলাধুলায় মনোযোগী হবা, যত বেশি খেলাধুলায় সময় পার করবা, তত বেশি তোমাদের মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে। পড়াশোনাও তোমাদের ভালো হবে।’
বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে সাকিব বলেন, ‘আশা করছি, তোমাদের ক্রীড়া প্রতিযোগিতায় সবাই মনোযোগী হয়ে অংশ নিবা। কেউ জিতবে কেউ হারবে। সবার জন্য আমার শুভকামনা থাকল, স্কুলের জন্য আমার শুভকামনা থাকল।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৩ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৪ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে