মাগুরা প্রতিনিধি

মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান খুদে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘মোবাইল ফোনটা একটু কম ব্যবহার করবা। পড়াশোনায় মনোযোগী হবা। তোমরা হয়তো জানো, এই স্কুলের স্টুডেন্ট আমি ছিলাম। এই স্কুলে আমি পড়তাম। এখানে আরও অনেকে আছে যারা এই স্কুলে পড়াশোনা করেছে। তারা আজ ভালো জায়গায় অবস্থান করছে। তোমরাও এ রকম ভালো স্বপ্ন দেখবা।’
আজ বুধবার দুপুরে মাগুরা সরকারি উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান উদ্বোধন শেষে শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন সাকিব আল হাসান। তিনি বলেন, ‘যেখান থেকে তোমরা মাগুরার ভালোর জন্য ভালো কিছু করতে পারবা। সেটা যেকোনো সেক্টর হতে পারে। ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে রাজনীতি, খেলোয়াড়—যার যেটা ইচ্ছা হয়। ভালো দিকটা বেছে নিবা। আশা করি, তোমরা ফোনটা একটু কম ইউজ করবা। পড়াশোনায় মনোযোগী হবা। অবশ্যই তোমার বাবা-মায়ের কথা শুনবা।’

শিক্ষার্থীদের উদ্দেশে সাকিব বলেন, ‘মাদক থেকে দূরে থাকার চেষ্টা করবা। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। তোমরা যদি এটা থেকে দূরে থাকতে পারো, আমার মনে হয় তোমাদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল এবং দেশের ভবিষ্যৎও উজ্জ্বল। এ জন্য সবাই মিলে আমরা চেষ্টা করব, যেন তোমরা মাদক থেকে দূরে থাকতে পারো। এ জন্য সবচেয়ে বড় যে হাতিয়ার হতে পারে, সেটা হচ্ছে খেলাধুলা। যত বেশি তোমরা খেলাধুলায় মনোযোগী হবা, যত বেশি খেলাধুলায় সময় পার করবা, তত বেশি তোমাদের মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে। পড়াশোনাও তোমাদের ভালো হবে।’
বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে সাকিব বলেন, ‘আশা করছি, তোমাদের ক্রীড়া প্রতিযোগিতায় সবাই মনোযোগী হয়ে অংশ নিবা। কেউ জিতবে কেউ হারবে। সবার জন্য আমার শুভকামনা থাকল, স্কুলের জন্য আমার শুভকামনা থাকল।’

মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান খুদে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘মোবাইল ফোনটা একটু কম ব্যবহার করবা। পড়াশোনায় মনোযোগী হবা। তোমরা হয়তো জানো, এই স্কুলের স্টুডেন্ট আমি ছিলাম। এই স্কুলে আমি পড়তাম। এখানে আরও অনেকে আছে যারা এই স্কুলে পড়াশোনা করেছে। তারা আজ ভালো জায়গায় অবস্থান করছে। তোমরাও এ রকম ভালো স্বপ্ন দেখবা।’
আজ বুধবার দুপুরে মাগুরা সরকারি উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান উদ্বোধন শেষে শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন সাকিব আল হাসান। তিনি বলেন, ‘যেখান থেকে তোমরা মাগুরার ভালোর জন্য ভালো কিছু করতে পারবা। সেটা যেকোনো সেক্টর হতে পারে। ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে রাজনীতি, খেলোয়াড়—যার যেটা ইচ্ছা হয়। ভালো দিকটা বেছে নিবা। আশা করি, তোমরা ফোনটা একটু কম ইউজ করবা। পড়াশোনায় মনোযোগী হবা। অবশ্যই তোমার বাবা-মায়ের কথা শুনবা।’

শিক্ষার্থীদের উদ্দেশে সাকিব বলেন, ‘মাদক থেকে দূরে থাকার চেষ্টা করবা। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। তোমরা যদি এটা থেকে দূরে থাকতে পারো, আমার মনে হয় তোমাদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল এবং দেশের ভবিষ্যৎও উজ্জ্বল। এ জন্য সবাই মিলে আমরা চেষ্টা করব, যেন তোমরা মাদক থেকে দূরে থাকতে পারো। এ জন্য সবচেয়ে বড় যে হাতিয়ার হতে পারে, সেটা হচ্ছে খেলাধুলা। যত বেশি তোমরা খেলাধুলায় মনোযোগী হবা, যত বেশি খেলাধুলায় সময় পার করবা, তত বেশি তোমাদের মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে। পড়াশোনাও তোমাদের ভালো হবে।’
বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে সাকিব বলেন, ‘আশা করছি, তোমাদের ক্রীড়া প্রতিযোগিতায় সবাই মনোযোগী হয়ে অংশ নিবা। কেউ জিতবে কেউ হারবে। সবার জন্য আমার শুভকামনা থাকল, স্কুলের জন্য আমার শুভকামনা থাকল।’

শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা অনুষ্ঠিত না হওয়ায় টিকিটধারী দর্শকেরা রাজধানীর পল্লবীতে সড়ক অবরোধ করেছেন।
৩ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ডিবির দাখিল করা চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি দাখিলের পর মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই নির্দেশ দেন।
১২ মিনিট আগে
পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের আওতাধীন একটি পৌরসভা ও তিনটি উপজেলা বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২১ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীরা এখনো শনাক্ত হয়নি বলে দাবি করেছে মামলার বাদীপক্ষ। তারা বলছে, ডিবি পুলিশ তদন্ত করে একটি হাস্যকর প্রতিবেদন দিয়েছে। হত্যাকাণ্ডের মূল রহস্য তদন্ত প্রতিবেদনে স্পষ্ট হয়নি। এ কারণে আরও তদন্ত প্রয়োজন।
২৭ মিনিট আগে