দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসির) বিরুদ্ধে মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আগামীকাল সোমবার এই মানববন্ধনের ডাক দিয়েছে। এ জন্য গতকাল শনিবার উপজেলায় দিনব্যাপী মাইকিং করা হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ গতকাল শনিবার উপজেলাজুড়ে দিনব্যাপী মাইকিং করে। এ সময় মাইকে বলতে শোনা যায়, ‘বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে ওসির দুর্ব্যবহার ও অবহেলার প্রতিবাদে আগামী ৮ এপ্রিল সোমবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। সভায় সব বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তান, নাতি-নাতনি এবং দৌলতপুর উপজেলার অবসরপ্রাপ্ত সৈনিক সংগঠনের সদস্যরা দলে দলে যোগদান করে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন, “ওসি রফিকুলের অপসারণ চাই”।’
জানা গেছে, গত ৩ মার্চ উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান এলাকায় খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা হয়। মামলার আসামিরা জামিনে এসে আবারও তিনি ও তাঁর পরিবারের লোকজনকে মারধর ও হত্যার হুমকি দেয়। এর পরিপ্রেক্ষিতে ৮ মার্চ দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও আহত বীর মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিনসহ আটজন মুক্তিযোদ্ধা ওসির সঙ্গে কথা বলতে গেলে তিনি দুর্ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে।
এ বিষয়ে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৮ মার্চ আমিসহ আটজন মুক্তিযোদ্ধা থানায় ওসির সঙ্গে দেখা করতে যাই। এ সময় তিনি আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তিনি সালামের জবাব দেননি, এমনকি বসতেও বলেননি। অভিযোগের বিষয়ে তাঁর সঙ্গে কথা বলতে গেলে তিনি আমাদের সবার সঙ্গে বাজে আচরণ করেন।’
দৌলতপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সেকেন্দার আলী আজকের পত্রিকাকে বলেন, ‘ওসির অফিসে গিয়ে দেখি তিনি চেয়ারে বসে টেবিলের ওপরে পা তুলে সিগারেট টানছেন। এ সময় তিনি আমাদের বসতেও বলেননি এবং আমরা তাঁকে সালাম দিলেও তিনি জবাব দেননি। আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়ের ওপর হামলা ও হুমকির বিষয়ে কথা বলতে গেলে তিনি আমাদের বলেন, এসব বিষয় নিয়ে আমরা কেন তাঁর কাছে গিয়েছি। এ সময় তিনি আমাদের থানা থেকে বের করে দেন।’
সেকেন্দার আলী আরও বলেন, ‘মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করার ঘটনায় আমরা বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছি। আমরা এ ঘটনার তদন্ত সাপেক্ষে অপসারণসহ ওসির কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।’
তবে অভিযোগ অস্বীকার করে দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বিরুদ্ধে করা অভিযোগ যদি সত্য হয় আপনারা লিখবেন। তাতে আমার কোনো আপত্তি নেই। আর মিথ্যা হলে লিখবেন না।’
এ বিষয়ে জানতে ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসীন আল মুরাদকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে জানতে চাইলে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওবায়দুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তবে মানববন্ধনের বিষয়টি আমার জানা নেই।’

কুষ্টিয়ার দৌলতপুরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসির) বিরুদ্ধে মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আগামীকাল সোমবার এই মানববন্ধনের ডাক দিয়েছে। এ জন্য গতকাল শনিবার উপজেলায় দিনব্যাপী মাইকিং করা হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ গতকাল শনিবার উপজেলাজুড়ে দিনব্যাপী মাইকিং করে। এ সময় মাইকে বলতে শোনা যায়, ‘বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে ওসির দুর্ব্যবহার ও অবহেলার প্রতিবাদে আগামী ৮ এপ্রিল সোমবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। সভায় সব বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তান, নাতি-নাতনি এবং দৌলতপুর উপজেলার অবসরপ্রাপ্ত সৈনিক সংগঠনের সদস্যরা দলে দলে যোগদান করে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন, “ওসি রফিকুলের অপসারণ চাই”।’
জানা গেছে, গত ৩ মার্চ উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান এলাকায় খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা হয়। মামলার আসামিরা জামিনে এসে আবারও তিনি ও তাঁর পরিবারের লোকজনকে মারধর ও হত্যার হুমকি দেয়। এর পরিপ্রেক্ষিতে ৮ মার্চ দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও আহত বীর মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিনসহ আটজন মুক্তিযোদ্ধা ওসির সঙ্গে কথা বলতে গেলে তিনি দুর্ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে।
এ বিষয়ে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৮ মার্চ আমিসহ আটজন মুক্তিযোদ্ধা থানায় ওসির সঙ্গে দেখা করতে যাই। এ সময় তিনি আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তিনি সালামের জবাব দেননি, এমনকি বসতেও বলেননি। অভিযোগের বিষয়ে তাঁর সঙ্গে কথা বলতে গেলে তিনি আমাদের সবার সঙ্গে বাজে আচরণ করেন।’
দৌলতপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সেকেন্দার আলী আজকের পত্রিকাকে বলেন, ‘ওসির অফিসে গিয়ে দেখি তিনি চেয়ারে বসে টেবিলের ওপরে পা তুলে সিগারেট টানছেন। এ সময় তিনি আমাদের বসতেও বলেননি এবং আমরা তাঁকে সালাম দিলেও তিনি জবাব দেননি। আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়ের ওপর হামলা ও হুমকির বিষয়ে কথা বলতে গেলে তিনি আমাদের বলেন, এসব বিষয় নিয়ে আমরা কেন তাঁর কাছে গিয়েছি। এ সময় তিনি আমাদের থানা থেকে বের করে দেন।’
সেকেন্দার আলী আরও বলেন, ‘মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করার ঘটনায় আমরা বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছি। আমরা এ ঘটনার তদন্ত সাপেক্ষে অপসারণসহ ওসির কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।’
তবে অভিযোগ অস্বীকার করে দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বিরুদ্ধে করা অভিযোগ যদি সত্য হয় আপনারা লিখবেন। তাতে আমার কোনো আপত্তি নেই। আর মিথ্যা হলে লিখবেন না।’
এ বিষয়ে জানতে ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসীন আল মুরাদকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে জানতে চাইলে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওবায়দুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তবে মানববন্ধনের বিষয়টি আমার জানা নেই।’

ড্রাইভিং পরীক্ষায় পাস ও লাইসেন্স দেওয়ার নামে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নওগাঁ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) বিরুদ্ধে। পরীক্ষায় পাস করিয়ে দিতে জনপ্রতি ২ হাজার করে টাকা নেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাসনগরে সোমেশ্বরী নদীর ওপর গার্ডার সেতুর নির্মাণকাজের মেয়াদ শেষ হয়েছে প্রায় দুই বছর আগে। এখন পর্যন্ত সেতুর খুঁটি (পিলার) নির্মাণ সম্পন্ন হয়েছে। অন্য কাজ আর হয়নি।
৬ ঘণ্টা আগে
ইটভাটার আগ্রাসনে চাঁদপুরে ফসলি জমির উর্বরতা শক্তি ক্রমে কমছে। প্রতিবছর শীত মৌসুমে ভাটাগুলো চালুর সময় জেলার বিভিন্ন এলাকায় অবাধে কাটা হয় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি। এতে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি নিচু হয়ে যাচ্ছে মাটির স্তর।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারিত রয়েছে ২১ জানুয়ারি। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ওই তারিখের আগে কোনো রাজনৈতিক দল, প্রার্থী কিংবা তাঁদের পক্ষে কেউ প্রচারে অংশ নিতে পারবেন না।
৬ ঘণ্টা আগে