খুলনা প্রতিনিধি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ক্লাস আপাতত শুরু হচ্ছে না। আজ সোমবার সভার পর শিক্ষক সমিতি জানায়, ক্লাসে না ফেরার সিদ্ধান্তে অটল আছে তারা। তারা অবিলম্বে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ চায়।
টানা চার মাস বন্ধ কুয়েটের একাডেমিক কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের ৬ হাজারের বেশি শিক্ষার্থীর শিক্ষাজীবন ঝুঁকিতে পড়েছে। অচলাবস্থা নিরসনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান কুয়েট শিক্ষক সমিতির নেতাদের ফোন করে একাডেমিক কার্যক্রম শুরু করার অনুরোধ জানানোর পর আজ শিক্ষক সমিতির সভা থেকে ক্লাস শুরু হওয়ার সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু শিক্ষক সমিতির সভায় একাডেমিক কার্যক্রম চালুর কোনো সিদ্ধান্ত হয়নি। তারা তাদের আগের অবস্থানেই অটল রয়েছে।
আজ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতিতে করণীয় নির্ধারণ ঠিক করতে শিক্ষক সমিতির সভা শুরু হয়। সভা চলে বেলা ১টা পর্যন্ত। সভায় সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. সাহিদুল ইসলাম। সভা শেষে সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. ফারুক হোসেন বলেন, ‘কুয়েটের অচলাবস্থা নিরসনের জন্য দ্রুত ভিসি নিয়োগ দিতে আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। শিক্ষকদের আগের অবস্থান অপরিবর্তিত থাকবে।’ তিনি বলেন, সভায় শিক্ষকেরা বিস্তারিত আলোচনা করেছেন। একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যেকোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য ভাইস চ্যান্সেলার দরকার। তাঁর অবর্তমানে অনেক সিদ্ধান্ত ও সংকট নিরসন করা সম্ভব নয়। এ কারণে শিক্ষক সমিতি সরকারের কাছে অবিলম্বে একজন ভাইস চ্যান্সেলর নিয়োগ দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছে। সুতরাং ক্লাস আপাতত চালু হচ্ছে না।
সভা শেষে কুয়েট শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. নুরুন্নবী মোল্লা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের সংসদ থেকে পাস করা যে আইন, ওই আইনে কিন্তু বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক দায়ভার উনার ওপর। আমরা কিন্তু শুরু করতে চাই, বাট উই নিড আ লিডার। আমরা করতে গেলে কে অ্যাপ্রুভাল দেবে? একটা একাডেমিক ক্যালেন্ডার লাগবে। কে দেবে? প্রথম বর্ষের ক্লাস কখন শুরু হবে, একাডেমিক কাউন্সিলে পাস হতে হবে। এই মেসেজটা আমরা বুঝাতে পারছি না। ভিসি আসা মানে ক্লাসে যাওয়ার রাস্তা তৈরি হওয়া। এ জন্য সরকারকে দ্রুত ভিসি নিয়োগ দিতে হবে।’
এদিকে আজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে ছাত্র কল্যাণ কমিটি রেজিস্ট্রার বরাবর একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর আবেদন করা হয়েছে। ওই আবেদনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ১০১তম সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক ৪ মে থেকে একাডেমিক কার্যক্রম চালু হওয়ার যে সিদ্ধান্ত, সেটি বাস্তবায়ন হয়নি। আমরা সেশনজটে পড়ে আছি। সিন্ডিকেটের ওই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবি জানাচ্ছি। আবেদনে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ভিসি না থাকায় আপনি আমাদের সর্বোচ্চ অভিভাবকের দায়িত্বে আছেন। সিন্ডিকেটের ওই সভার সিদ্ধান্ত বাস্তবায়নের বিনীত অনুরোধ জানাচ্ছি।
দীর্ঘদিন ক্লাস না হওয়ায় সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকেরাও। আজ রাজশাহী থেকে এক অভিভাবক অভিযোগ করেন, কুয়েটের দায়িত্বশীল কেউ ফোনও ধরেন না। তিনি অবিলম্বে ক্লাস শুরুর দাবি জানান।
এদিকে বিশ্ববিদ্যালয়ের এই অচলাবস্থা নিরসনে ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাদিসহ অন্যান্য আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম চলমান রাখার স্বার্থে বিকল্প নির্দেশনা চেয়ে শিক্ষা উপদেষ্টা বরাবর গতকাল চিঠি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারী সমিতির নেতারা।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ক্লাস আপাতত শুরু হচ্ছে না। আজ সোমবার সভার পর শিক্ষক সমিতি জানায়, ক্লাসে না ফেরার সিদ্ধান্তে অটল আছে তারা। তারা অবিলম্বে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ চায়।
টানা চার মাস বন্ধ কুয়েটের একাডেমিক কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের ৬ হাজারের বেশি শিক্ষার্থীর শিক্ষাজীবন ঝুঁকিতে পড়েছে। অচলাবস্থা নিরসনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান কুয়েট শিক্ষক সমিতির নেতাদের ফোন করে একাডেমিক কার্যক্রম শুরু করার অনুরোধ জানানোর পর আজ শিক্ষক সমিতির সভা থেকে ক্লাস শুরু হওয়ার সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু শিক্ষক সমিতির সভায় একাডেমিক কার্যক্রম চালুর কোনো সিদ্ধান্ত হয়নি। তারা তাদের আগের অবস্থানেই অটল রয়েছে।
আজ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতিতে করণীয় নির্ধারণ ঠিক করতে শিক্ষক সমিতির সভা শুরু হয়। সভা চলে বেলা ১টা পর্যন্ত। সভায় সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. সাহিদুল ইসলাম। সভা শেষে সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. ফারুক হোসেন বলেন, ‘কুয়েটের অচলাবস্থা নিরসনের জন্য দ্রুত ভিসি নিয়োগ দিতে আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। শিক্ষকদের আগের অবস্থান অপরিবর্তিত থাকবে।’ তিনি বলেন, সভায় শিক্ষকেরা বিস্তারিত আলোচনা করেছেন। একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যেকোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য ভাইস চ্যান্সেলার দরকার। তাঁর অবর্তমানে অনেক সিদ্ধান্ত ও সংকট নিরসন করা সম্ভব নয়। এ কারণে শিক্ষক সমিতি সরকারের কাছে অবিলম্বে একজন ভাইস চ্যান্সেলর নিয়োগ দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছে। সুতরাং ক্লাস আপাতত চালু হচ্ছে না।
সভা শেষে কুয়েট শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. নুরুন্নবী মোল্লা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের সংসদ থেকে পাস করা যে আইন, ওই আইনে কিন্তু বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক দায়ভার উনার ওপর। আমরা কিন্তু শুরু করতে চাই, বাট উই নিড আ লিডার। আমরা করতে গেলে কে অ্যাপ্রুভাল দেবে? একটা একাডেমিক ক্যালেন্ডার লাগবে। কে দেবে? প্রথম বর্ষের ক্লাস কখন শুরু হবে, একাডেমিক কাউন্সিলে পাস হতে হবে। এই মেসেজটা আমরা বুঝাতে পারছি না। ভিসি আসা মানে ক্লাসে যাওয়ার রাস্তা তৈরি হওয়া। এ জন্য সরকারকে দ্রুত ভিসি নিয়োগ দিতে হবে।’
এদিকে আজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে ছাত্র কল্যাণ কমিটি রেজিস্ট্রার বরাবর একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর আবেদন করা হয়েছে। ওই আবেদনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ১০১তম সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক ৪ মে থেকে একাডেমিক কার্যক্রম চালু হওয়ার যে সিদ্ধান্ত, সেটি বাস্তবায়ন হয়নি। আমরা সেশনজটে পড়ে আছি। সিন্ডিকেটের ওই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবি জানাচ্ছি। আবেদনে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ভিসি না থাকায় আপনি আমাদের সর্বোচ্চ অভিভাবকের দায়িত্বে আছেন। সিন্ডিকেটের ওই সভার সিদ্ধান্ত বাস্তবায়নের বিনীত অনুরোধ জানাচ্ছি।
দীর্ঘদিন ক্লাস না হওয়ায় সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকেরাও। আজ রাজশাহী থেকে এক অভিভাবক অভিযোগ করেন, কুয়েটের দায়িত্বশীল কেউ ফোনও ধরেন না। তিনি অবিলম্বে ক্লাস শুরুর দাবি জানান।
এদিকে বিশ্ববিদ্যালয়ের এই অচলাবস্থা নিরসনে ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাদিসহ অন্যান্য আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম চলমান রাখার স্বার্থে বিকল্প নির্দেশনা চেয়ে শিক্ষা উপদেষ্টা বরাবর গতকাল চিঠি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারী সমিতির নেতারা।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক শিক্ষানবিশ চিকিৎসকের ওপর হামলা চালিয়েছে রোগীর স্বজনেরা। পরে রোগীর স্বজন ও চিকিৎসকদের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। এদিকে হামলার প্রতিবাদে কর্মবিরতি শুরু করেছেন শিক্ষানবিশ চিকিৎসকেরা।
৬ মিনিট আগে
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপির কমিটি বিলুপ্ত করেছে দলটির কেন্দ্রীয় কমিটি। দলীয় সূত্র বলছে, বিএনপি-সমর্থিত প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের পক্ষে সাংগঠনিকভাবে কাজ না করায় গলাচিপা ও দশমিনা উপজেলা কমিটির বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব।
৩৪ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শনিবার দুই শিফটে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বেলা ১১টায় এক শিফটের পরীক্ষা শেষ হয়েছে। বেলা ৩টায় আরেক শিফটে পরীক্ষা হবে।
১ ঘণ্টা আগে
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুগদা, বনানী ও রূপনগর থানা-পুলিশ। এর মধ্যে মুগদা থানায় ৯ জন, বনানী থানায় ৭ জন ও রূপনগর থানায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে