Ajker Patrika

কুষ্টিয়ায় বৃদ্ধকে ডেকে নিয়ে হত্যা, লাশ মিলল মাঠে

কুষ্টিয়া প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুষ্টিয়া সদর উপজেলায় আতিয়ার খাঁ (৬৫) নামের এক বৃদ্ধকে হত্যা করে লাশ মাঠে ফেলে গেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকালে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামের ফসলের মাঠ থেকে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, আতিয়ার খাঁ বিভিন্ন সময় বিপ্লবী কমিউনিস্ট পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল–জাসদের সশস্ত্র সংগঠন গণবাহিনী ও শ্রমজীবী সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা শুকুর হত্যার আসামিও তিনি। গতকাল রোববার রাতে অপরিচিত কয়েক ব্যক্তি আতিয়ারকে ডেকে নিয়ে হত্যার পর লাশ মাঠে ফেলে যায়।

আতিয়ার খাঁ ওই গ্রামে নানার বাড়িতে দীর্ঘদিন ধরে পরিবারসহ বসবাস করতেন। তিনি উজানগ্রাম ইউনিয়নের শ্যামপুর দুর্বাচার গ্রামের ঝড়ু খাঁর ছেলে।

কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনিসুর রহমান ঝন্টু আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে একটি মাঠে আতিয়ারের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁর শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের জখমের চিহ্ন রয়েছে। বাড়ি থেকে আধা মাইল দূরে আতিয়ারের লাশ পাওয়া যায়। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানা যায়নি।’

কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক আব্দুল আলীম বলেন, ‘বৃদ্ধ আতিয়ার খাঁ হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। বিষয়টি তদন্ত চলছে। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন ফেডারেল সংস্থার

ভারত নিয়ে পশ্চিমবঙ্গে রিকশাচালকের সঙ্গে তর্ক, বাংলাদেশিকে ফেরত

আকরামদের প্রথম খবর দেওয়া হয়েছিল, তামিম আর নেই

চীনের আগে ভারত সফরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস: দ্য হিন্দুকে প্রেস সচিব

‘মদের বোতল’ হাতে বৈষম্যবিরোধী নেতা-নেত্রীর ভিডিও, সদস্যপদ স্থগিত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত