ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। তবে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। আজ রোববার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। পরে সকাল ৯টায় উপজেলার ভাটই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটারশূন্য। ভোট গ্রহণের কাজে নিয়োজিত কর্মকর্তা, কর্মীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অলস সময় কাটাচ্ছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণে ৯টা পর্যন্ত ভাটই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ১০ বুথে মাত্র ২০টি ভোট কাস্ট হয়েছে। কিন্তু এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৭৬৬ জন। ভোটার উপস্থিতি কম থাকায় ভোট গ্রহণের কাজে নিয়োজিত কর্মকর্তা, কর্মীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অলস সময় কাটাচ্ছেন। শুধু এই কেন্দ্রে নয়, উপজেলার অন্যান্য কেন্দ্রেও একই অবস্থা দেখা গেছে।
জানা গেছে, নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে এম আব্দুল হাকিম আহমেদ, আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মোস্তফা আরিফ রেজা মুন্নু ও মোটরসাইকেল প্রতীকের আনিছুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলায় ১২০ ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এখানে মোট ভোটার ২ লাখ ৯৬ হাজার ৯৫৪ জন।
ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আল আজাদ বলেন, আজ সকাল থেকে ভোট গ্রহণ শুরু হলেও কেন্দ্রে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। এরই মধ্যে যাঁরা ভোট দিতে এসেছেন, তাঁরা সুশৃঙ্খলভাবে ভোট দিতে পেরেছেন। এক ঘণ্টায় ১০ বুথে ২০ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। তবে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। আজ রোববার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। পরে সকাল ৯টায় উপজেলার ভাটই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটারশূন্য। ভোট গ্রহণের কাজে নিয়োজিত কর্মকর্তা, কর্মীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অলস সময় কাটাচ্ছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণে ৯টা পর্যন্ত ভাটই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ১০ বুথে মাত্র ২০টি ভোট কাস্ট হয়েছে। কিন্তু এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৭৬৬ জন। ভোটার উপস্থিতি কম থাকায় ভোট গ্রহণের কাজে নিয়োজিত কর্মকর্তা, কর্মীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অলস সময় কাটাচ্ছেন। শুধু এই কেন্দ্রে নয়, উপজেলার অন্যান্য কেন্দ্রেও একই অবস্থা দেখা গেছে।
জানা গেছে, নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে এম আব্দুল হাকিম আহমেদ, আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মোস্তফা আরিফ রেজা মুন্নু ও মোটরসাইকেল প্রতীকের আনিছুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলায় ১২০ ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এখানে মোট ভোটার ২ লাখ ৯৬ হাজার ৯৫৪ জন।
ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আল আজাদ বলেন, আজ সকাল থেকে ভোট গ্রহণ শুরু হলেও কেন্দ্রে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। এরই মধ্যে যাঁরা ভোট দিতে এসেছেন, তাঁরা সুশৃঙ্খলভাবে ভোট দিতে পেরেছেন। এক ঘণ্টায় ১০ বুথে ২০ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে