
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। তবে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। আজ রোববার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। পরে সকাল ৯টায় উপজেলার ভাটই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটারশূন্য। ভোট গ্রহণের কাজে নিয়োজিত কর্মকর্তা, কর্মীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অলস সময় কাটাচ্ছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণে ৯টা পর্যন্ত ভাটই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ১০ বুথে মাত্র ২০টি ভোট কাস্ট হয়েছে। কিন্তু এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৭৬৬ জন। ভোটার উপস্থিতি কম থাকায় ভোট গ্রহণের কাজে নিয়োজিত কর্মকর্তা, কর্মীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অলস সময় কাটাচ্ছেন। শুধু এই কেন্দ্রে নয়, উপজেলার অন্যান্য কেন্দ্রেও একই অবস্থা দেখা গেছে।
জানা গেছে, নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে এম আব্দুল হাকিম আহমেদ, আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মোস্তফা আরিফ রেজা মুন্নু ও মোটরসাইকেল প্রতীকের আনিছুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলায় ১২০ ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এখানে মোট ভোটার ২ লাখ ৯৬ হাজার ৯৫৪ জন।
ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আল আজাদ বলেন, আজ সকাল থেকে ভোট গ্রহণ শুরু হলেও কেন্দ্রে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। এরই মধ্যে যাঁরা ভোট দিতে এসেছেন, তাঁরা সুশৃঙ্খলভাবে ভোট দিতে পেরেছেন। এক ঘণ্টায় ১০ বুথে ২০ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে বিধিনিষেধ, ভিসায় কড়াকড়ি, নানা শর্ত আরোপ আর ভ্রমণ কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরে। এক বছরের ব্যবধানে এই বন্দর দিয়ে ভারতগামী ও প্রত্যাবর্তনকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে ১৩ লাখ ৫০ হাজারের বেশি।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালের ওপর নির্মিত ৬৭ লাখ টাকার একটি গার্ডার সেতু পাঁচ বছরেও মানুষের ব্যবহারে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অকার্যকর। কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২ ঘণ্টা আগে