বেনাপোল (যশোর) প্রতিনিধি

ভারত থেকে প্রথমবারের মতো অন্ন পূর্ণী রাজকুমার নামে এক নারী ট্রাকচালক পণ্য নিয়ে বাংলাদেশে এসেছেন। আজ রোববার বেলা ১১টায় ভারতের পেট্রাপোল বন্দর থেকে ওই নারী ট্রাক নিয়ে যশোরের বেনাপোল বন্দরে আসেন। এ সময় তাকে দেখতে বন্দর গেটে ভিড় জমে উৎসুক জনতার।
ওই নারী চালকের সহযোগী (হেলপার) হিসেবে ট্রাকে আরও আছেন তার স্বামী রাজকুমার মানি। তাদের বাড়ি ভারতের তামিলনাড়ু রাজ্যে। তামিলনাড়ু থেকে পণ্য নিয়ে তারা বেনাপোল বন্দরে আসেন।
এ সময় অন্ন পূর্ণী রাজকুমার সাংবাদিকদের জানান, ট্রাক চালিয়ে বাংলাদেশে আসতে পেরে তার ভালো লাগছে। এতে খুশি তিনি। বন্দরের পরিবেশেও তিনি খুশি।
বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আজিজ খান আজকের পত্রিকাকে বলেন, ‘অন্ন পূর্ণী রাজকুমার নামে এক নারী চালক Tn 05 cp-2452 নম্বরের ট্রাকটি নিয়ে বেনাপোল বন্দরে আসেন। দ্রুত ট্রাকটি খালাসের ব্যবস্থা করা হচ্ছে। ট্রাকে আমদানিকৃত পণ্যের কার্গো মেনিফেস্ট নম্বর-৬০১২০২৪০০২০০২৫৪৬৮। ওই ট্রাকে পাঁচ হাজার ৪৬৩ কেজি গার্মেন্টস পণ্য (কাপড়) রয়েছে।’
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের কার্গো বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রাকিব আজকের পত্রিকাকে বলেন, ‘পিছিয়ে নেই নারীরা। পুরুষের সঙ্গে সব ক্ষেত্রেই নারীদের সাফল্য ছড়িয়ে পড়েছে। বাস, বিমান, রেলসহ বিভিন্ন পরিবহনের পর এবার স্থলপথে ভারত থেকে পণ্যবোঝাই ট্রাক চালিয়ে বেনাপোলে এসেছেন নারী ড্রাইভার। দেশ স্বাধীনের পর এই প্রথম কোনো নারী চালক পণ্যবোঝাই ট্রাক নিয়ে ভারত থেকে বেনাপোল বন্দরে এসেছে।’
বেনাপোল বন্দরের আমদানি–রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘অন্নপূর্ণার এই যাত্রায় নারী জাগরণ আরেক ধাপ এগিয়ে গেল।’
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমদানিকৃত গেঞ্জির কাপড় বন্দরের ১ নম্বর শেডে আনলোড করা হয়েছে। পণ্য খালাসের পর বেলা ২টায় ট্রাকটি ভারতে ফেরত পাঠানো হয়েছে। এর আগে এভাবে কোনো নারী ট্রাক চালিয়ে বন্দরে আসেনি।’

ভারত থেকে প্রথমবারের মতো অন্ন পূর্ণী রাজকুমার নামে এক নারী ট্রাকচালক পণ্য নিয়ে বাংলাদেশে এসেছেন। আজ রোববার বেলা ১১টায় ভারতের পেট্রাপোল বন্দর থেকে ওই নারী ট্রাক নিয়ে যশোরের বেনাপোল বন্দরে আসেন। এ সময় তাকে দেখতে বন্দর গেটে ভিড় জমে উৎসুক জনতার।
ওই নারী চালকের সহযোগী (হেলপার) হিসেবে ট্রাকে আরও আছেন তার স্বামী রাজকুমার মানি। তাদের বাড়ি ভারতের তামিলনাড়ু রাজ্যে। তামিলনাড়ু থেকে পণ্য নিয়ে তারা বেনাপোল বন্দরে আসেন।
এ সময় অন্ন পূর্ণী রাজকুমার সাংবাদিকদের জানান, ট্রাক চালিয়ে বাংলাদেশে আসতে পেরে তার ভালো লাগছে। এতে খুশি তিনি। বন্দরের পরিবেশেও তিনি খুশি।
বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আজিজ খান আজকের পত্রিকাকে বলেন, ‘অন্ন পূর্ণী রাজকুমার নামে এক নারী চালক Tn 05 cp-2452 নম্বরের ট্রাকটি নিয়ে বেনাপোল বন্দরে আসেন। দ্রুত ট্রাকটি খালাসের ব্যবস্থা করা হচ্ছে। ট্রাকে আমদানিকৃত পণ্যের কার্গো মেনিফেস্ট নম্বর-৬০১২০২৪০০২০০২৫৪৬৮। ওই ট্রাকে পাঁচ হাজার ৪৬৩ কেজি গার্মেন্টস পণ্য (কাপড়) রয়েছে।’
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের কার্গো বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রাকিব আজকের পত্রিকাকে বলেন, ‘পিছিয়ে নেই নারীরা। পুরুষের সঙ্গে সব ক্ষেত্রেই নারীদের সাফল্য ছড়িয়ে পড়েছে। বাস, বিমান, রেলসহ বিভিন্ন পরিবহনের পর এবার স্থলপথে ভারত থেকে পণ্যবোঝাই ট্রাক চালিয়ে বেনাপোলে এসেছেন নারী ড্রাইভার। দেশ স্বাধীনের পর এই প্রথম কোনো নারী চালক পণ্যবোঝাই ট্রাক নিয়ে ভারত থেকে বেনাপোল বন্দরে এসেছে।’
বেনাপোল বন্দরের আমদানি–রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘অন্নপূর্ণার এই যাত্রায় নারী জাগরণ আরেক ধাপ এগিয়ে গেল।’
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমদানিকৃত গেঞ্জির কাপড় বন্দরের ১ নম্বর শেডে আনলোড করা হয়েছে। পণ্য খালাসের পর বেলা ২টায় ট্রাকটি ভারতে ফেরত পাঠানো হয়েছে। এর আগে এভাবে কোনো নারী ট্রাক চালিয়ে বন্দরে আসেনি।’

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটের বিষয়ে প্রচারণা চালাতে দেশব্যাপী ঘুরছে ভোটের গাড়ি। এই কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের নালিতাবাড়ীতেও ঘুরে গেছে ভোটের গাড়ি। তবে উপজেলা শহর ও গ্রামাঞ্চলের লোকজন বলছে, ভোটের গাড়ি কী, কবে ও কখন এসেছে; তা জানে না তারা।
১৫ মিনিট আগে
ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান অংশে থেমে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী বাস। এতে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হন অন্তত ছয় যাত্রী।
২ ঘণ্টা আগে
উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে হিমালয় থেকে নেমে আসা হিম বাতাস ও ঘন কুয়াশার প্রভাবে তীব্র শীত জেঁকে বসেছে। শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ।
২ ঘণ্টা আগে
পটুয়াখালীর বাউফল উপজেলায় ট্রাকের চাপায় মো. মোতালেব মুন্সি (১৯) নামের ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এই ঘটনায় অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হন। গতকাল বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কালাইয়া ইউনিয়নের পঞ্চায়েত বাড়ি মসজিদের সামনে বাউফল-দশমিনা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে