কেশবপুর (যশোর) প্রতিনিধি

লিবিয়ায় অপহরণ করে জিয়াউর রহমান (২৫) নামে এক প্রবাসী যুবককে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। জিয়াউর রহমান যশোরের কেশবপুর উপজেলার সন্ন্যাসগাছা গ্রামের শফিকুল ইসলামের ছেলে। নির্যাতনের ঘটনা জানাতে আজ মঙ্গলবার কেশবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে করেছেন জিয়াউরের ভাই বেলাল হোসেন। সংবাদ সম্মেলনে বেলাল বলেন, তাঁর ভাইকে নির্যাতনের ভিডিও পাঠিয়ে তাঁদের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বেলাল হোসেন বলেন, উপজেলার সন্ন্যাসগাছা গ্রামের আব্দুল গফুর সরদারের ছেলে আদম ব্যাপারী সোহাগ হোসেন ৪ বছর আগে তাঁর ভাই জিয়াউর রহমানের কাছ থেকে ৫ লাখ টাকা নিয়ে তাকে লিবিয়ায় পাঠান। বর্তমানে লিবিয়ায় অবস্থানরত আরেক আদম ব্যাপারী পার্শ্ববর্তী খুলনার ডুমুরিয়া উপজেলার বাদুড়িয়া গ্রামের আব্দুল আজিজ কিংয়ের কাছে তাঁর অবস্থান করছেন। আব্দুল আজিজের অধীনে থেকে জিয়াউর রহমান কাজ করায় ২ বছরের টাকা আব্দুল আজিজের ছেলে আরাফাত হোসেনের মাধ্যমে তাঁদের বাড়িতে পাঠিয়ে দেয়। বাকি ২ বছরের টাকা আব্দুল আজিজের কাছে চাইলে ক্ষিপ্ত হয়ে তিনি জিয়াউর রহমানকে অপহরণ করে অন্যত্র নিয়ে যান। আজিজ জিয়াউরের পাসপোর্ট, ভিসা ও ওই দেশীয় ১ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেন। সেখানেই জিয়াউরকে হাত-পা বেঁধে নির্যাতন করেন। ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠান আজিজ।
সংবাদ সম্মেলনে বলা হয়, এ ঘটনার পর জিয়াউর রহমানকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনতে যশোরের জেলা প্রশাসক এবং ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালকের কাছে গত ২৩ মে আবেদন করা হয়। এর জেরে সন্ন্যাসগাছা গ্রামের আব্দুল গফুরের ছেলে সোহাগ সরদার ও ডুমুরিয়া উপজেলার বাদুড়িয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে আরাফাত হোসেন তাদেরকে নানা রকম হুমকি দেওয়া শুরু করেন। তখন এই দুজনের নামে কেশবপুর থানায় অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে বেলাল লিবিয়ায় নির্যাতনের শিকার জিয়াউরকে দেশে ফেরত আনতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং দালাল ও নির্যাতনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এ বিষয়ে কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস বলেন, অভিযোগের ভিত্তিতে সোহাগ সরদার ও আরাফাত হোসেনকে গতকাল সোমবার রাতে মানবপাচার মামলায় গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার তাঁদেরকে যশোর আদালতে সোপর্দ করা হয়।

লিবিয়ায় অপহরণ করে জিয়াউর রহমান (২৫) নামে এক প্রবাসী যুবককে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। জিয়াউর রহমান যশোরের কেশবপুর উপজেলার সন্ন্যাসগাছা গ্রামের শফিকুল ইসলামের ছেলে। নির্যাতনের ঘটনা জানাতে আজ মঙ্গলবার কেশবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে করেছেন জিয়াউরের ভাই বেলাল হোসেন। সংবাদ সম্মেলনে বেলাল বলেন, তাঁর ভাইকে নির্যাতনের ভিডিও পাঠিয়ে তাঁদের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বেলাল হোসেন বলেন, উপজেলার সন্ন্যাসগাছা গ্রামের আব্দুল গফুর সরদারের ছেলে আদম ব্যাপারী সোহাগ হোসেন ৪ বছর আগে তাঁর ভাই জিয়াউর রহমানের কাছ থেকে ৫ লাখ টাকা নিয়ে তাকে লিবিয়ায় পাঠান। বর্তমানে লিবিয়ায় অবস্থানরত আরেক আদম ব্যাপারী পার্শ্ববর্তী খুলনার ডুমুরিয়া উপজেলার বাদুড়িয়া গ্রামের আব্দুল আজিজ কিংয়ের কাছে তাঁর অবস্থান করছেন। আব্দুল আজিজের অধীনে থেকে জিয়াউর রহমান কাজ করায় ২ বছরের টাকা আব্দুল আজিজের ছেলে আরাফাত হোসেনের মাধ্যমে তাঁদের বাড়িতে পাঠিয়ে দেয়। বাকি ২ বছরের টাকা আব্দুল আজিজের কাছে চাইলে ক্ষিপ্ত হয়ে তিনি জিয়াউর রহমানকে অপহরণ করে অন্যত্র নিয়ে যান। আজিজ জিয়াউরের পাসপোর্ট, ভিসা ও ওই দেশীয় ১ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেন। সেখানেই জিয়াউরকে হাত-পা বেঁধে নির্যাতন করেন। ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠান আজিজ।
সংবাদ সম্মেলনে বলা হয়, এ ঘটনার পর জিয়াউর রহমানকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনতে যশোরের জেলা প্রশাসক এবং ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালকের কাছে গত ২৩ মে আবেদন করা হয়। এর জেরে সন্ন্যাসগাছা গ্রামের আব্দুল গফুরের ছেলে সোহাগ সরদার ও ডুমুরিয়া উপজেলার বাদুড়িয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে আরাফাত হোসেন তাদেরকে নানা রকম হুমকি দেওয়া শুরু করেন। তখন এই দুজনের নামে কেশবপুর থানায় অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে বেলাল লিবিয়ায় নির্যাতনের শিকার জিয়াউরকে দেশে ফেরত আনতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং দালাল ও নির্যাতনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এ বিষয়ে কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস বলেন, অভিযোগের ভিত্তিতে সোহাগ সরদার ও আরাফাত হোসেনকে গতকাল সোমবার রাতে মানবপাচার মামলায় গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার তাঁদেরকে যশোর আদালতে সোপর্দ করা হয়।

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সাবেক এমপি আ ন ম সামসুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদী।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জের লৌহজংয়ে আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হয়েছে নতুন বছরের বই উৎসব। নতুন বছরে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে লৌহজং...
১ ঘণ্টা আগে
রাজশাহীতে রাস্তার কাজের সাইটে চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার হয়েছেন এক বিএনপির কর্মী। বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার নওহাটা কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ২৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন।
৩ ঘণ্টা আগে