নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের গোলাপগঞ্জে তাজেল আহমদ (১৯) নামের এক নির্মাণ শ্রমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজন তরুণের বিরুদ্ধে। এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের আমনিয়া বড় মসজিদের পাশে এই ঘটনা ঘটে।
নিহত নির্মাণ শ্রমিক গোলাপগঞ্জ উপজেলার আমুড়া গ্রামের ময়েন আলীর ছেলে। সে পেশায় রাজমিস্ত্রির (নির্মাণ শ্রমিক) কাজ করত। আহত তরুণ তানভির আহমদ (১৯) একই গ্রামের সফিক উদ্দিনের ছেলে। আজ শুক্রবার বাদ আসর আমুড়া (নয়াটুল) জামে মসজিদ প্রাঙ্গণে নিহত তাজেলের জানাজা শেষে দাফন করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম আজ সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, মেসেঞ্জারে কটু কথোপকথনের জেরে এই ঘটনা ঘটেছে। জড়িত দুজনের নাম-পরিচয় পেয়েছি। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আহত তানভীর ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখনো কেউ এজাহার দাখিল করেননি, করলে আমরা তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেব।’
আজ সকালে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আহত তানভির আহমদ জানান, নিহত তাজেল আহমদের সঙ্গে প্রতিপক্ষ অপু আহমদের এক সপ্তাহ আগে কোনো কারণে মেসেঞ্জারে কটু কথোপকথন হয়। এরপর তাজেলকে দেখা করার কথা বলেন অপু। ঘটনার সময় তানভির ও তাজেল বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। তখন অপু, সাঈদসহ আরও ৫-৬ জন তাঁদের পিছু নেন। পেছন থেকে কদমরসুল গ্রামের অপু ডাক দিলে তাজেল কাছে যায়। তখন তানভীর যেতে নিষেধ করেন। কিন্তু ডাকার কারণ জানতে অপুর কাছে যাওয়া মাত্র তাজেলকে গলায় ছুরিকাঘাত করেন অপু। এ সময় তানভীর এগিয়ে গেলে তাকে পৌর এলাকার দাড়িপাতন গ্রামের সাঈদ আহমদ ছুরিকাঘাত করেন। দুজনকেই গুরুতর আহত অবস্থায় ফেলে পালিয়ে যান হামলাকারীরা।
স্থানীয় লোকজন জানান, ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তানভীর ও তাজেলকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের ওসমানী হাসপাতালে পাঠান। ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তাজেল আহমদ মারা যায়। অপর আহত তরুণ বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

সিলেটের গোলাপগঞ্জে তাজেল আহমদ (১৯) নামের এক নির্মাণ শ্রমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজন তরুণের বিরুদ্ধে। এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের আমনিয়া বড় মসজিদের পাশে এই ঘটনা ঘটে।
নিহত নির্মাণ শ্রমিক গোলাপগঞ্জ উপজেলার আমুড়া গ্রামের ময়েন আলীর ছেলে। সে পেশায় রাজমিস্ত্রির (নির্মাণ শ্রমিক) কাজ করত। আহত তরুণ তানভির আহমদ (১৯) একই গ্রামের সফিক উদ্দিনের ছেলে। আজ শুক্রবার বাদ আসর আমুড়া (নয়াটুল) জামে মসজিদ প্রাঙ্গণে নিহত তাজেলের জানাজা শেষে দাফন করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম আজ সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, মেসেঞ্জারে কটু কথোপকথনের জেরে এই ঘটনা ঘটেছে। জড়িত দুজনের নাম-পরিচয় পেয়েছি। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আহত তানভীর ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখনো কেউ এজাহার দাখিল করেননি, করলে আমরা তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেব।’
আজ সকালে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আহত তানভির আহমদ জানান, নিহত তাজেল আহমদের সঙ্গে প্রতিপক্ষ অপু আহমদের এক সপ্তাহ আগে কোনো কারণে মেসেঞ্জারে কটু কথোপকথন হয়। এরপর তাজেলকে দেখা করার কথা বলেন অপু। ঘটনার সময় তানভির ও তাজেল বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। তখন অপু, সাঈদসহ আরও ৫-৬ জন তাঁদের পিছু নেন। পেছন থেকে কদমরসুল গ্রামের অপু ডাক দিলে তাজেল কাছে যায়। তখন তানভীর যেতে নিষেধ করেন। কিন্তু ডাকার কারণ জানতে অপুর কাছে যাওয়া মাত্র তাজেলকে গলায় ছুরিকাঘাত করেন অপু। এ সময় তানভীর এগিয়ে গেলে তাকে পৌর এলাকার দাড়িপাতন গ্রামের সাঈদ আহমদ ছুরিকাঘাত করেন। দুজনকেই গুরুতর আহত অবস্থায় ফেলে পালিয়ে যান হামলাকারীরা।
স্থানীয় লোকজন জানান, ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তানভীর ও তাজেলকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের ওসমানী হাসপাতালে পাঠান। ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তাজেল আহমদ মারা যায়। অপর আহত তরুণ বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
১০ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
২২ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
১ ঘণ্টা আগে
ফিরোজ দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ঢাকায় থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকের কারবার করে আসছিলেন। ঢাকায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় প্রায় পাঁচ বছর আগে তিনি টঙ্গিবাড়ীর দক্ষিণ বেতকা গ্রামে খালুর বাড়িতে এসে বসবাস শুরু করেন। সেখানে থেকেই তিনি মাদকের কারবার চালিয়ে যাচ্ছিলেন।
১ ঘণ্টা আগে