
সিলেটের গোলাপগঞ্জে তাজেল আহমদ (১৯) নামের এক নির্মাণ শ্রমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজন তরুণের বিরুদ্ধে। এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের আমনিয়া বড় মসজিদের পাশে এই ঘটনা ঘটে।
নিহত নির্মাণ শ্রমিক গোলাপগঞ্জ উপজেলার আমুড়া গ্রামের ময়েন আলীর ছেলে। সে পেশায় রাজমিস্ত্রির (নির্মাণ শ্রমিক) কাজ করত। আহত তরুণ তানভির আহমদ (১৯) একই গ্রামের সফিক উদ্দিনের ছেলে। আজ শুক্রবার বাদ আসর আমুড়া (নয়াটুল) জামে মসজিদ প্রাঙ্গণে নিহত তাজেলের জানাজা শেষে দাফন করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম আজ সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, মেসেঞ্জারে কটু কথোপকথনের জেরে এই ঘটনা ঘটেছে। জড়িত দুজনের নাম-পরিচয় পেয়েছি। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আহত তানভীর ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখনো কেউ এজাহার দাখিল করেননি, করলে আমরা তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেব।’
আজ সকালে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আহত তানভির আহমদ জানান, নিহত তাজেল আহমদের সঙ্গে প্রতিপক্ষ অপু আহমদের এক সপ্তাহ আগে কোনো কারণে মেসেঞ্জারে কটু কথোপকথন হয়। এরপর তাজেলকে দেখা করার কথা বলেন অপু। ঘটনার সময় তানভির ও তাজেল বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। তখন অপু, সাঈদসহ আরও ৫-৬ জন তাঁদের পিছু নেন। পেছন থেকে কদমরসুল গ্রামের অপু ডাক দিলে তাজেল কাছে যায়। তখন তানভীর যেতে নিষেধ করেন। কিন্তু ডাকার কারণ জানতে অপুর কাছে যাওয়া মাত্র তাজেলকে গলায় ছুরিকাঘাত করেন অপু। এ সময় তানভীর এগিয়ে গেলে তাকে পৌর এলাকার দাড়িপাতন গ্রামের সাঈদ আহমদ ছুরিকাঘাত করেন। দুজনকেই গুরুতর আহত অবস্থায় ফেলে পালিয়ে যান হামলাকারীরা।
স্থানীয় লোকজন জানান, ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তানভীর ও তাজেলকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের ওসমানী হাসপাতালে পাঠান। ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তাজেল আহমদ মারা যায়। অপর আহত তরুণ বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
৬ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফসহ ১৩ জন বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল বুধবার রাতে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজনের আলমিদিতরের বাসভবনে এক অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন তাঁরা।
৯ মিনিট আগে