Ajker Patrika

যশোরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, বাড়ছে রোগী

যশোর প্রতিনিধি
যশোরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, বাড়ছে রোগী

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যশোরে রুমা বেগম (৪৫) নামের আরও একজন মারা গেছেন। এ নিয়ে চলতি মাসে যশোরে তিনজনের মৃত্যু হলো। দিন দিন জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম অবস্থায় পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

ডেঙ্গুতে মারা যাওয়া রুমা যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী। রুমার স্বজনেরা জানান, গত সোমবার অসুস্থ হয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন তিনি। অবস্থার অবনতি হলে পরদিন সকালে রুমাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বুধবার বিকেলে অবস্থা আশঙ্কাজনক হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। রাত ১০টার দিকে তিনি মারা যান।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন অর রশীদ বলেন, ‘লিভার ও ডায়াবেটিকের জটিলতা নিয়ে ওই নারী হাসপাতালে ভর্তি হন। পরে পরীক্ষা করে দেখা যায় তিনি ডেঙ্গুতেই আক্রান্ত। গতকাল বিকেলে তাঁকে আইসিইউতে নেওয়া হয় এবং রাতে তিনি মারা যান।’ 

ডেঙ্গু রোগী বাড়ছে
যশোর জেনারেল হাসপাতালের ৪০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে আজ ৩৭ জন ভর্তি আছেন। যা সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে ২০ শয্যার আরও একটি পুরুষ ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে। এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন অর রশীদ বলেন, ‘করোনার সময়ে মানুষ আতঙ্কে হাসপাতালে আসতে চাইতেন না। কিন্তু এখন তো সেই পরিস্থিতি না। ডেঙ্গু রোগী প্রতিদিনই বাড়ছে। সঙ্গে বিভিন্ন রোগী তো রয়েছেই। হাসপাতালে রোগীর জায়গা দেওয়া নিয়ে তো হিমশিম খেতে হচ্ছে।’

 ২৭৮ শয্যার যশোর জেনারেল হাসপাতালে আজ ৬১৫ রোগী ভর্তি রয়েছে। হাসপাতালের মেঝে-বারান্দায় সব জায়গায় বিছানা পেতে রোগী রাখতে হচ্ছে বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন অর রশীদ।

যশোর সিভিল সার্জন অফিস থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন। এখন জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন ৬১ জন। গত জানুয়ারি থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন ২৬১ জন। এর মধ্যে স্থানীয়ভাবে ডেঙ্গুতে আক্রান্ত হন ২২৮ জন। অন্যরা ঢাকা থেকে আক্রান্ত হয়ে যশোরে আসেন।

ডেঙ্গু আক্রান্ত রোগীর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯৭ জন। মৃত্যু হয়েছে মোট তিনজনের। এ ছাড়া হাসপাতালে ভর্তি হয়ে ৬১ জন চিকিৎসাধীন বলে যশোর সিভিল সার্জন অফিস থেকে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত