Ajker Patrika

শিশুর কামড়ে সাপের বাচ্চার মৃত্যু, শিশুটি সুস্থ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ০৭ জুন ২০২২, ১৭: ০৮
শিশুর কামড়ে সাপের বাচ্চার মৃত্যু, শিশুটি সুস্থ

চুয়াডাঙ্গায় এক শিশুর কামড়ে একটি সাপের বাচ্চা মারা গেছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর উপজেলার উজলপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির কামড়ে সাপের বাচ্চাটি মারা গেছে বলে দাবি করছে পরিবারের সদস্যরা। এক বছর বয়সী শিশুটি সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। জান্নাতুল ফেরদৌস নামে শিশুটি ওই গ্রামের বিলপাড়ার রিয়াজুল ইসলামের মেয়ে।

শিশুটির মা শিলা খাতুন বলেন, ‘আজ সকালে চাচাতো ভাই কাউসারের সঙ্গে ঘরে খেলছিল জান্নাতুল। খেলতে খেলতে দুজনেই খাটের নিচে চলে যায়। খাটের নিচে থাকা একটি সাপের বাচ্চাকে ধরে দুই জায়গায় কামড় দেয় জান্নাতুল। পরে সাপের বাচ্চাসহ খাটের নিচ থেকে বের হয়ে আসে। সাপের বাচ্চাটি মারা গেছে। আমি মেয়েকে নিয়ে দ্রুত হাসপাতালে ভর্তি করি। ডাক্তার বলেছে আমার মেয়ে সুস্থ আছে।’ 

শিশুটি সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসকচুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান মিলন বলেন, ‘সাপটিকে মৃত অবস্থায় আনা হয়। শিশুটিকে ভর্তি রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। ২৪ ঘণ্টা গেলে বোঝা যাবে। 

তবে শিশুটির অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়ে এই চিকিৎসক বলেন, ‘শিশুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে।’

অবশ্য সাপের বাচ্চাটি কোন প্রজাতির সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের সদস্যরা গোখরার বাচ্চা বলে দাবি করলেও গ্রামের অনেকে বলছেন এটি ঘরে থাকা নির্বিষ সাপ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত