Ajker Patrika

কুমারখালীতে পাউবোর খালের মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ১১: ৪৮
কুমারখালীতে পাউবোর খালের মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাদপুর ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ‘গোবরা খাল’পাড়ের মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। এতে হুমকির মুখে পড়েছে খাল ও কৃষিজমি। এ ছাড়া যাতায়াতে ভোগান্তির শিকার হচ্ছেন কৃষক ও পথচারীরা। 

সরেজমিন গোবরা খাল এলাকায় গিয়ে দেখা যায়, খালপাড়ের ওপর দুটি এক্সকাভেটর (মাটি কাটার যন্ত্র) বসিয়েছে এলাকার একটি প্রভাবশালী চক্র। এক্সকাভেটর দিয়ে ২০ থেকে ৩০ ফুট গভীর করে মাটি কেটে ট্রাক্টর ও ট্রলিতে নেওয়া হচ্ছে বিভিন্ন ইটভাটায়। 

এলাকাবাসী জানায়, প্রতিদিন এখান থেকে অন্তত ৩০ থেকে ৪০ ট্রলি মাটি যাচ্ছে বিভিন্ন ইটভাটা ও বসতভিটায়। প্রতি ট্রলি মাটি ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি করা হচ্ছে। খালের জমি থেকেও গভীর গর্ত করে মাটি কাটা হচ্ছে। এতে বর্ষা মৌসুমে খালের পাড় রক্ষা করা কঠিন হয়ে পড়বে। এ ছাড়া গভীর করে মাটি কাটায় কৃষিজমিও নষ্ট হচ্ছে। 

নাম প্রকাশ না করার শর্তে এলাকার একাধিক কৃষক জানান, এলাকার রফিকুল ইসলাম (রফি), হাসান, আনিস ও মিলটনসহ আরও কয়েকজন মিলে মাটি বিক্রি করছেন। 

শরিফুল ইসলাম নামের একজন বলেন, ‘খালের মাটি নাকি তাঁদের (প্রভাবশালীদের) জায়গায় আছে। এ জন্য তাঁরা বিক্রি করছেন। আমি এর বেশি কিছু বলতে চাই না।’ 

তবে মাটি কাটার বিষয়ে অভিযুক্ত কেউই এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে চাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাশেদুজ্জামান তুষার বলেন, ‘খালের রাস্তার মাটি দুই-তিন দিন ধরে কাটছে একটি প্রভাবশালী চক্র। তারা ক্ষমতাধর হওয়ায় তাদের কিছু করা যায় না। বিষয়টি প্রশাসন দেখছে।’ 

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের উপপ্রকৌশলী মোহা. সালাহউদ্দিন বলেন, ‘বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত