কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাদপুর ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ‘গোবরা খাল’পাড়ের মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। এতে হুমকির মুখে পড়েছে খাল ও কৃষিজমি। এ ছাড়া যাতায়াতে ভোগান্তির শিকার হচ্ছেন কৃষক ও পথচারীরা।
সরেজমিন গোবরা খাল এলাকায় গিয়ে দেখা যায়, খালপাড়ের ওপর দুটি এক্সকাভেটর (মাটি কাটার যন্ত্র) বসিয়েছে এলাকার একটি প্রভাবশালী চক্র। এক্সকাভেটর দিয়ে ২০ থেকে ৩০ ফুট গভীর করে মাটি কেটে ট্রাক্টর ও ট্রলিতে নেওয়া হচ্ছে বিভিন্ন ইটভাটায়।
এলাকাবাসী জানায়, প্রতিদিন এখান থেকে অন্তত ৩০ থেকে ৪০ ট্রলি মাটি যাচ্ছে বিভিন্ন ইটভাটা ও বসতভিটায়। প্রতি ট্রলি মাটি ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি করা হচ্ছে। খালের জমি থেকেও গভীর গর্ত করে মাটি কাটা হচ্ছে। এতে বর্ষা মৌসুমে খালের পাড় রক্ষা করা কঠিন হয়ে পড়বে। এ ছাড়া গভীর করে মাটি কাটায় কৃষিজমিও নষ্ট হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে এলাকার একাধিক কৃষক জানান, এলাকার রফিকুল ইসলাম (রফি), হাসান, আনিস ও মিলটনসহ আরও কয়েকজন মিলে মাটি বিক্রি করছেন।
শরিফুল ইসলাম নামের একজন বলেন, ‘খালের মাটি নাকি তাঁদের (প্রভাবশালীদের) জায়গায় আছে। এ জন্য তাঁরা বিক্রি করছেন। আমি এর বেশি কিছু বলতে চাই না।’
তবে মাটি কাটার বিষয়ে অভিযুক্ত কেউই এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
এ বিষয়ে চাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাশেদুজ্জামান তুষার বলেন, ‘খালের রাস্তার মাটি দুই-তিন দিন ধরে কাটছে একটি প্রভাবশালী চক্র। তারা ক্ষমতাধর হওয়ায় তাদের কিছু করা যায় না। বিষয়টি প্রশাসন দেখছে।’
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের উপপ্রকৌশলী মোহা. সালাহউদ্দিন বলেন, ‘বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাদপুর ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ‘গোবরা খাল’পাড়ের মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। এতে হুমকির মুখে পড়েছে খাল ও কৃষিজমি। এ ছাড়া যাতায়াতে ভোগান্তির শিকার হচ্ছেন কৃষক ও পথচারীরা।
সরেজমিন গোবরা খাল এলাকায় গিয়ে দেখা যায়, খালপাড়ের ওপর দুটি এক্সকাভেটর (মাটি কাটার যন্ত্র) বসিয়েছে এলাকার একটি প্রভাবশালী চক্র। এক্সকাভেটর দিয়ে ২০ থেকে ৩০ ফুট গভীর করে মাটি কেটে ট্রাক্টর ও ট্রলিতে নেওয়া হচ্ছে বিভিন্ন ইটভাটায়।
এলাকাবাসী জানায়, প্রতিদিন এখান থেকে অন্তত ৩০ থেকে ৪০ ট্রলি মাটি যাচ্ছে বিভিন্ন ইটভাটা ও বসতভিটায়। প্রতি ট্রলি মাটি ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি করা হচ্ছে। খালের জমি থেকেও গভীর গর্ত করে মাটি কাটা হচ্ছে। এতে বর্ষা মৌসুমে খালের পাড় রক্ষা করা কঠিন হয়ে পড়বে। এ ছাড়া গভীর করে মাটি কাটায় কৃষিজমিও নষ্ট হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে এলাকার একাধিক কৃষক জানান, এলাকার রফিকুল ইসলাম (রফি), হাসান, আনিস ও মিলটনসহ আরও কয়েকজন মিলে মাটি বিক্রি করছেন।
শরিফুল ইসলাম নামের একজন বলেন, ‘খালের মাটি নাকি তাঁদের (প্রভাবশালীদের) জায়গায় আছে। এ জন্য তাঁরা বিক্রি করছেন। আমি এর বেশি কিছু বলতে চাই না।’
তবে মাটি কাটার বিষয়ে অভিযুক্ত কেউই এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
এ বিষয়ে চাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাশেদুজ্জামান তুষার বলেন, ‘খালের রাস্তার মাটি দুই-তিন দিন ধরে কাটছে একটি প্রভাবশালী চক্র। তারা ক্ষমতাধর হওয়ায় তাদের কিছু করা যায় না। বিষয়টি প্রশাসন দেখছে।’
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের উপপ্রকৌশলী মোহা. সালাহউদ্দিন বলেন, ‘বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
১ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
২ ঘণ্টা আগে