বেনাপোল প্রতিনিধি

ইলিশ প্রজনন মৌসুমের কারণে কাল বৃহস্পতিবার থেকে ২২ দিন মাছ ধরার নিষেধাজ্ঞা জারিতে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ রয়েছে। সরকার অনুমোদিত ৩ হাজার ৯৫০ টনের মধ্যে গত ২০ দিনে মাত্র ৬০৯ টন ইলিশ রপ্তানি হয়েছে ভারতে। সব ইলিশ রপ্তানিতে সময় বৃদ্ধির প্রয়োজন বলছেন ব্যবসায়ীরা।
রপ্তানিকারক সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশের চাহিদার বিপরীতে ইলিশ আহরণ কমে যাওয়ায় রপ্তানি কার্যক্রম বন্ধ আছে। তবে দুর্গাপূজা উপলক্ষে সরকার প্রতি বছর নির্দিষ্ট পরিমাণে কেবল ভারতে ইলিশ রপ্তানি করে আসছে।
এ বছর দেশের ৭৯টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৩০ নভেম্বর পর্যন্ত সময় বেধে দিয়ে ৩ হাজার ৯৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় সরকার। গত ২১ সেপ্টেম্বর থেকে শুরু হয় ইলিশ রপ্তানি। এ পর্যন্ত ২৯টি প্রতিষ্ঠান মাত্র ৬০৯ টন ইলিশ রপ্তানির করতে পেরেছে।
কিন্তু এরই মধ্যে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ প্রজনন মৌসুমের কারণে ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ রয়েছে। এ অবস্থায় রপ্তানিকারকেরা বাকি ইলিশ পাঠাতে সময় বৃদ্ধির আবেদন করবেন বলে জানিয়েছেন।
বেনাপোল বন্দরে আমদানি পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাকচালক অশোক সরকার আজকের পত্রিকাকে বলেন, বাংলাদেশ থেকে আসা ইলিশ পূজায় অতিথি আপ্যায়নের ভরসায় থাকে পশ্চিমবঙ্গের বাঙালিরা।
ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠান সততা ফিশের রেজাউল জানান, যদি সরকার সময় বাড়ায় তবে বাকি ইলিশ রপ্তানি করা যাবে।
বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার মাহাবুবুর রহমান জানান, ইলিশ প্রজনন মৌসুমের কারণে ১২ অক্টোবর থেকে ২২ দিন ভারতে ইলিশ রপ্তানি বন্ধ থাকবে। এতে এ বছর সব ইলিশ রপ্তানি হচ্ছে না ভারতে। গেল বছর ইলিশ রপ্তানির অনুমতি ছিল ৩ হাজার টন। তখনো সময় স্বল্পতার কারণে মাত্র ১ হাজার ৩০০ টন ইলিশ রপ্তানি হয়েছিল ভারতে।

ইলিশ প্রজনন মৌসুমের কারণে কাল বৃহস্পতিবার থেকে ২২ দিন মাছ ধরার নিষেধাজ্ঞা জারিতে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ রয়েছে। সরকার অনুমোদিত ৩ হাজার ৯৫০ টনের মধ্যে গত ২০ দিনে মাত্র ৬০৯ টন ইলিশ রপ্তানি হয়েছে ভারতে। সব ইলিশ রপ্তানিতে সময় বৃদ্ধির প্রয়োজন বলছেন ব্যবসায়ীরা।
রপ্তানিকারক সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশের চাহিদার বিপরীতে ইলিশ আহরণ কমে যাওয়ায় রপ্তানি কার্যক্রম বন্ধ আছে। তবে দুর্গাপূজা উপলক্ষে সরকার প্রতি বছর নির্দিষ্ট পরিমাণে কেবল ভারতে ইলিশ রপ্তানি করে আসছে।
এ বছর দেশের ৭৯টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৩০ নভেম্বর পর্যন্ত সময় বেধে দিয়ে ৩ হাজার ৯৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় সরকার। গত ২১ সেপ্টেম্বর থেকে শুরু হয় ইলিশ রপ্তানি। এ পর্যন্ত ২৯টি প্রতিষ্ঠান মাত্র ৬০৯ টন ইলিশ রপ্তানির করতে পেরেছে।
কিন্তু এরই মধ্যে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ প্রজনন মৌসুমের কারণে ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ রয়েছে। এ অবস্থায় রপ্তানিকারকেরা বাকি ইলিশ পাঠাতে সময় বৃদ্ধির আবেদন করবেন বলে জানিয়েছেন।
বেনাপোল বন্দরে আমদানি পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাকচালক অশোক সরকার আজকের পত্রিকাকে বলেন, বাংলাদেশ থেকে আসা ইলিশ পূজায় অতিথি আপ্যায়নের ভরসায় থাকে পশ্চিমবঙ্গের বাঙালিরা।
ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠান সততা ফিশের রেজাউল জানান, যদি সরকার সময় বাড়ায় তবে বাকি ইলিশ রপ্তানি করা যাবে।
বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার মাহাবুবুর রহমান জানান, ইলিশ প্রজনন মৌসুমের কারণে ১২ অক্টোবর থেকে ২২ দিন ভারতে ইলিশ রপ্তানি বন্ধ থাকবে। এতে এ বছর সব ইলিশ রপ্তানি হচ্ছে না ভারতে। গেল বছর ইলিশ রপ্তানির অনুমতি ছিল ৩ হাজার টন। তখনো সময় স্বল্পতার কারণে মাত্র ১ হাজার ৩০০ টন ইলিশ রপ্তানি হয়েছিল ভারতে।

নির্বাচনকালীন দায়িত্ব প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণের আস্থা অর্জন ছাড়া কেবল শক্তি প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
৩৬ মিনিট আগে
নিহত আমেনা বেগমের বড় ভাই মোহাম্মদ ফোরকান বলেন, ‘বিয়ের সময় যৌতুক ও নগদ ২ লাখ ৬০ হাজার টাকা দেওয়া হয়েছিল। এরপরও বিভিন্ন সময়ে টাকা দাবি করে নির্যাতন চালানো হয়েছে। এখন আমার বোনকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
৩৯ মিনিট আগে
পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়।
১ ঘণ্টা আগে
উল্লাসরত নেতা-কর্মীরা বলেন, কমিটি বিলুপ্তির এই সিদ্ধান্ত তাঁদের জন্য নতুন করে কাজ করার সুযোগ তৈরি করেছে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে দলীয় সাংগঠনিক সীমাবদ্ধতার কারণে তাঁরা প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেননি।
২ ঘণ্টা আগে