
চুয়াডাঙ্গার জীবননগরে আড়াই কোটি টাকার ১৪টি স্বর্ণের বারসহ চারজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবির মহেশপুর ব্যাটালিয়ন অধিনায়ক মাসুদ পারভেজ রানা।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার হাসাদাহ বাসস্ট্যান্ড থেকে স্বর্ণের বারসহ গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয় একটি প্রাইভেট কার। গ্রেপ্তাররা হলেন—নড়াইল জেলার লোহাগড়া থানার মো. এবাদুল মোল্লা (২৬), মো. মাহাবুর হাসান (২৭), রিয়াজ কাজী (২১), নড়াগতী থানার শেখ সোহেল রানা (৩৫)।
এদিকে গতকাল সকাল ও দুপুরে পুলিশ ও বিজিবি পৃথক অভিযান চালিয়ে ৩ কেজি স্বর্ণসহ (২৮টি বার) একজনকে গ্রেপ্তার করে।
বিজিবি জানায়, স্বর্ণ পাচারের উদ্দেশ্যে হাসাদাহ থেকে প্রাইভেটে কারে কয়েকজন সীমান্ত এলাকায় যাচ্ছে এমন তথ্য পেয়ে রাতে অভিযান চালায় বিজিবি। এ সময় ১৪টি স্বর্ণের বারসহ আটক করা হয় এবাদুল মোল্লা, মাহাবুর হাসান, রিয়াজ কাজী ও শেখ সোহেল রানাকে। শুক্রবার তাঁদের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে মামলা করে জীবননগর থানায় হস্তান্তর করে। জব্দ স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়।
মহেশপুর ৫৮-বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গতকাল সকালে উপজেলার পাতিলা গ্রামে অভিযান চালিয়ে ১ কেজি ৮৬৫ দশমিক ৫৭ গ্রাম স্বর্ণের ১৬টি বারসহ মো. সেলিম হোসেনকে আটক করা হয়। এ সময় পালিয়ে যান তাঁর আরও এক সহযোগী। জব্দ এসব স্বর্ণের বাজার মূল্য ১ কোটি ৫৯ লাখ ৯৮ হাজার ৯৫৮ টাকা।
মোহাম্মদ সাইফুল ইসলাম আরও বলেন, জব্দ স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে জীবননগর থানায় মামলা করে সেলিম হোসেনকে হস্তান্তর করেছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, গতকাল দুপুরে জীবননগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে রাস্তায় ফেলে রাখা একটি মোটরসাইকেল থেকে দেড় কেজি স্বর্ণ, ১৩৬ ভরি ওজনের একটি চেন ও ব্রেসলেট উদ্ধার করা হয়। এর বাজার মূল্য ১ কোটি ১৯ লাখ ৭৯ হাজার টাকা। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু সাঈদ বলেন, গতকাল সকালে স্বর্ণসহ গ্রেপ্তার সেলিম হোসেনকে বিজিবি থানায় হস্তান্তর করেছে। শুক্রবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়। এদিকে স্বর্ণসহ গ্রেপ্তার আরও চারজনের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে মামলা করে থানায় হস্তান্তর করেছে।

চুয়াডাঙ্গার জীবননগরে আড়াই কোটি টাকার ১৪টি স্বর্ণের বারসহ চারজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবির মহেশপুর ব্যাটালিয়ন অধিনায়ক মাসুদ পারভেজ রানা।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার হাসাদাহ বাসস্ট্যান্ড থেকে স্বর্ণের বারসহ গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয় একটি প্রাইভেট কার। গ্রেপ্তাররা হলেন—নড়াইল জেলার লোহাগড়া থানার মো. এবাদুল মোল্লা (২৬), মো. মাহাবুর হাসান (২৭), রিয়াজ কাজী (২১), নড়াগতী থানার শেখ সোহেল রানা (৩৫)।
এদিকে গতকাল সকাল ও দুপুরে পুলিশ ও বিজিবি পৃথক অভিযান চালিয়ে ৩ কেজি স্বর্ণসহ (২৮টি বার) একজনকে গ্রেপ্তার করে।
বিজিবি জানায়, স্বর্ণ পাচারের উদ্দেশ্যে হাসাদাহ থেকে প্রাইভেটে কারে কয়েকজন সীমান্ত এলাকায় যাচ্ছে এমন তথ্য পেয়ে রাতে অভিযান চালায় বিজিবি। এ সময় ১৪টি স্বর্ণের বারসহ আটক করা হয় এবাদুল মোল্লা, মাহাবুর হাসান, রিয়াজ কাজী ও শেখ সোহেল রানাকে। শুক্রবার তাঁদের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে মামলা করে জীবননগর থানায় হস্তান্তর করে। জব্দ স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়।
মহেশপুর ৫৮-বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গতকাল সকালে উপজেলার পাতিলা গ্রামে অভিযান চালিয়ে ১ কেজি ৮৬৫ দশমিক ৫৭ গ্রাম স্বর্ণের ১৬টি বারসহ মো. সেলিম হোসেনকে আটক করা হয়। এ সময় পালিয়ে যান তাঁর আরও এক সহযোগী। জব্দ এসব স্বর্ণের বাজার মূল্য ১ কোটি ৫৯ লাখ ৯৮ হাজার ৯৫৮ টাকা।
মোহাম্মদ সাইফুল ইসলাম আরও বলেন, জব্দ স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে জীবননগর থানায় মামলা করে সেলিম হোসেনকে হস্তান্তর করেছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, গতকাল দুপুরে জীবননগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে রাস্তায় ফেলে রাখা একটি মোটরসাইকেল থেকে দেড় কেজি স্বর্ণ, ১৩৬ ভরি ওজনের একটি চেন ও ব্রেসলেট উদ্ধার করা হয়। এর বাজার মূল্য ১ কোটি ১৯ লাখ ৭৯ হাজার টাকা। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু সাঈদ বলেন, গতকাল সকালে স্বর্ণসহ গ্রেপ্তার সেলিম হোসেনকে বিজিবি থানায় হস্তান্তর করেছে। শুক্রবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়। এদিকে স্বর্ণসহ গ্রেপ্তার আরও চারজনের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে মামলা করে থানায় হস্তান্তর করেছে।

রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
১৬ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
২ ঘণ্টা আগে
ভিডিওতে অজ্ঞাতনামা ব্যক্তির (ঠিকাদার প্রতিনিধি) সঙ্গে কথা বলার আগে কাজের বিলের ফাইল স্বাক্ষর করার সময় ৪৫ হাজার টাকা নেওয়ার বিষয়টিও উঠে আসে। এ ছাড়া নতুন করে আরও পাঁচ হাজার টাকা না দেওয়ায় গড়িমসি করতে থাকেন ওই প্রকৌশলী। একপর্যায়ে তাঁকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখতে দেখা যায়।
৩ ঘণ্টা আগে