ইবির সমাজকল্যাণ বিভাগ সংস্কার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ইবি প্রতিনিধি 
Thumbnail image
প্রশাসন ভবনের সামনে সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থীরা ক্লাসরুম সংকট, শিক্ষক ঘাটতিসহ বিভিন্ন সমস্যা নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। আজ শনিবার প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন তাঁরা।

প্রায় দুই শতাধিক শিক্ষার্থী আন্দোলনে অংশ নিয়ে ‘অন্য বিভাগ স্বর্গ, সমাজকল্যাণ কেন মর্গে’, ‘আমাদের দাবি মানতে হবে’, ‘সেশনজট নিরসন করতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, বিভাগে মাত্র একটি ক্লাসরুম ও তিনজন শিক্ষক রয়েছেন, যা বিভাগের সাতটি ব্যাচের ক্লাস ও পরীক্ষার জন্য অপ্রতুল। ফলে যথাসময়ে ক্লাস-পরীক্ষা না হওয়ায় শিক্ষার্থীরা দীর্ঘ সেশনজটের শিকার হচ্ছেন। এ ছাড়া ফলাফল প্রকাশেও ধীর গতির অভিযোগ রয়েছে।

প্রশাসন ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা
প্রশাসন ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

এ সময় শিক্ষার্থীরা প্রশাসনের কাছে ১০ দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হলো—প্রতিটি কোর্সের ন্যূনতম ক্লাস নিশ্চিত করা, তিন মাসের মধ্যে সেমিস্টার সম্পন্ন করা, একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, নতুন ক্লাসরুম ও সেমিনার লাইব্রেরি বরাদ্দ।

দুপুরে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন।

বিভাগের সভাপতি আসমা সাদিয়া রুনা বলেন, ‘শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নেওয়া হয়েছে এবং বিভাগ সংস্কারের জন্য প্রশাসন প্রয়োজনীয় উদ্যোগ নেবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শপথ নিয়েই বাইডেনের নীতি বাতিল ও ১০০ নির্বাহী আদেশের ঘোষণা ট্রাম্পের

বিচার বিভাগের সমস্যা তুলে ধরলেন বিচারক, আনিসুল হক বললেন ‘সমস্যা কেটে যাবে’

শাহজালাল বিমানবন্দরে চাকরি নেননি মনোজ কুমার, বিজ্ঞাপনচিত্র নিয়ে বিভ্রান্তি

বিদ্যালয়ে একই পরিবারের ১৬ জনের চাকরি, তদন্তের নির্দেশ হাইকোর্টের

ভাতা নয়, সঞ্চয়পত্র কিনে দিচ্ছে সরকার

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত