সাতক্ষীরা প্রতিনিধি

চার দিনের ব্যবধানে দুইবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার ভুক্তভোগী এসএসসি পরীক্ষার্থী তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে সাতক্ষীরা শহরের কাটিয়ার চাচার বাড়ি থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
মৃত তরুণী শহরের একটি বালিকা বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।
এ বিষয়ে কাটিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান বলেন, গত ৩ মে সাতক্ষীরা শহরতলির ইটাগাছার বনলতা হাউজিং কমপ্লেক্স এলাকায় একসময়কার সহপাঠীর বাড়িতে গিয়ে পূর্বপরিচিত হৃদয় হোসেন নামের এক যুবক ওই তরুণীকে চেতনানাশক স্প্রে করে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। একইভাবে ৭ মে সন্ধ্যার পর বাড়ির পেছনে এক নারীর সহযোগিতায় গোয়ালঘরে হৃদয় তাকে আবারও ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। চার দিনের ব্যবধানে ওই তরুণী দুইবার ধর্ষণের অভিযোগে তার বাবা বাদী হয়ে ৯ মে সাতক্ষীরা সদর থানায় হৃদয় হোসেন ও দুই নারীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। অভিযুক্ত হৃদয়ের বাড়ি জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইরুনিয়নের খলিষাবুনিয়া গ্রামে। মামলা রেকর্ড করার পর ঘটনাস্থলে গিয়ে এবং অভিযুক্ত দুই নারীসহ চারজনকে থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ শেষে ভুক্তভোগীর বক্তব্যের সঙ্গে মামলায় বর্ণিত অভিযোগ গোলমেলে মনে হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়। ১০ মে ওই তরুণী সাতক্ষীরার বিচারিক হাকিম ইয়াসমিন নাহারের কাছে ২২ ধারায় জবানবন্দি দেয়। একই দিন সদর হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা করা হয়। মামলার পর থেকে মেয়েটি বিমর্ষ ছিল।
মিজানুর রহমান আরও বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে শিক্ষার্থীর মরদেহ তার বাড়িসংলগ্ন চাচার ঘর থেকে উদ্ধার করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম কবীর বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তরুণীর বাবা বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

চার দিনের ব্যবধানে দুইবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার ভুক্তভোগী এসএসসি পরীক্ষার্থী তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে সাতক্ষীরা শহরের কাটিয়ার চাচার বাড়ি থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
মৃত তরুণী শহরের একটি বালিকা বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।
এ বিষয়ে কাটিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান বলেন, গত ৩ মে সাতক্ষীরা শহরতলির ইটাগাছার বনলতা হাউজিং কমপ্লেক্স এলাকায় একসময়কার সহপাঠীর বাড়িতে গিয়ে পূর্বপরিচিত হৃদয় হোসেন নামের এক যুবক ওই তরুণীকে চেতনানাশক স্প্রে করে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। একইভাবে ৭ মে সন্ধ্যার পর বাড়ির পেছনে এক নারীর সহযোগিতায় গোয়ালঘরে হৃদয় তাকে আবারও ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। চার দিনের ব্যবধানে ওই তরুণী দুইবার ধর্ষণের অভিযোগে তার বাবা বাদী হয়ে ৯ মে সাতক্ষীরা সদর থানায় হৃদয় হোসেন ও দুই নারীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। অভিযুক্ত হৃদয়ের বাড়ি জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইরুনিয়নের খলিষাবুনিয়া গ্রামে। মামলা রেকর্ড করার পর ঘটনাস্থলে গিয়ে এবং অভিযুক্ত দুই নারীসহ চারজনকে থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ শেষে ভুক্তভোগীর বক্তব্যের সঙ্গে মামলায় বর্ণিত অভিযোগ গোলমেলে মনে হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়। ১০ মে ওই তরুণী সাতক্ষীরার বিচারিক হাকিম ইয়াসমিন নাহারের কাছে ২২ ধারায় জবানবন্দি দেয়। একই দিন সদর হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা করা হয়। মামলার পর থেকে মেয়েটি বিমর্ষ ছিল।
মিজানুর রহমান আরও বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে শিক্ষার্থীর মরদেহ তার বাড়িসংলগ্ন চাচার ঘর থেকে উদ্ধার করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম কবীর বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তরুণীর বাবা বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
২২ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১০ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১০ ঘণ্টা আগে