শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে পৃথক দুটি ঘটনায় এক নববধূসহ দুজন কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেছে। আজ বুধবার রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে উপজেলার নকিপুর ও পূর্ব কৈখালী গ্রামে ঘটনা দুটি ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সিদ্দিক গাজী (৪৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নববধূ খুকুমণির (১৮) অবস্থা উন্নতির দিকে। দুই সন্তানের জনক সিদ্দিক গাজী পূর্ব কৈখালী গ্রামের নুর আলী গাজীর ছেলে। আর খুকুমণি নকিপুর গ্রামের আল আমিন হোসেনের স্ত্রী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে স্বামীর ওপর অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করেন খুকুমণি। স্বামী বাইরে থেকে ধূমপান করে বাসায় প্রবেশ করায় বাগ্বিতণ্ডার একপর্যায়ে খুকুমণি কীটনাশক পান করেন। পরিবারের সদস্যরা তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মাত্র পাঁচ মাস আগে নকিপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে আল আমিনের সঙ্গে রতনপুর গ্রামের খুকুমণির বিয়ে হয়।
এদিকে আশিক হোসেন নামের এক ব্যক্তি নিজেকে সিদ্দিক গাজীর আত্মীয় পরিচয় দিয়ে জানান, পারিবারিক কলহের জেরে রাত ৯টার দিকে কীটনাশক পান করেন সিদ্দিক। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের দায়িত্বে থাকা সহকারী স্বাস্থ্য কর্মকর্তা রাশেদুল ইসলাম রিমেন জানান, চিকিৎসা শুরু করার আগেই সিদ্দিক গাজী মারা গেছেন। তাৎক্ষণিকভাবে শ্যামনগর থানাকে বিষয়টি জানানো হয়েছে। খুকুমণির পাকস্থলী ওয়াশ করার পর্যবেক্ষণে রাখা হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সাতক্ষীরার শ্যামনগরে পৃথক দুটি ঘটনায় এক নববধূসহ দুজন কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেছে। আজ বুধবার রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে উপজেলার নকিপুর ও পূর্ব কৈখালী গ্রামে ঘটনা দুটি ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সিদ্দিক গাজী (৪৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নববধূ খুকুমণির (১৮) অবস্থা উন্নতির দিকে। দুই সন্তানের জনক সিদ্দিক গাজী পূর্ব কৈখালী গ্রামের নুর আলী গাজীর ছেলে। আর খুকুমণি নকিপুর গ্রামের আল আমিন হোসেনের স্ত্রী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে স্বামীর ওপর অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করেন খুকুমণি। স্বামী বাইরে থেকে ধূমপান করে বাসায় প্রবেশ করায় বাগ্বিতণ্ডার একপর্যায়ে খুকুমণি কীটনাশক পান করেন। পরিবারের সদস্যরা তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মাত্র পাঁচ মাস আগে নকিপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে আল আমিনের সঙ্গে রতনপুর গ্রামের খুকুমণির বিয়ে হয়।
এদিকে আশিক হোসেন নামের এক ব্যক্তি নিজেকে সিদ্দিক গাজীর আত্মীয় পরিচয় দিয়ে জানান, পারিবারিক কলহের জেরে রাত ৯টার দিকে কীটনাশক পান করেন সিদ্দিক। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের দায়িত্বে থাকা সহকারী স্বাস্থ্য কর্মকর্তা রাশেদুল ইসলাম রিমেন জানান, চিকিৎসা শুরু করার আগেই সিদ্দিক গাজী মারা গেছেন। তাৎক্ষণিকভাবে শ্যামনগর থানাকে বিষয়টি জানানো হয়েছে। খুকুমণির পাকস্থলী ওয়াশ করার পর্যবেক্ষণে রাখা হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

দেশের উত্তরাঞ্চলের চা–বাগানের প্রুনিং (ছাঁটাই) কার্যক্রমের জন্য সবুজ চা-পাতা ক্রয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে বন্ধ রাখার এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ ছাড়া ৩ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত টানা দুই মাস চা প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম বন্ধ থাকবে।
৯ মিনিট আগে
রংপুর-১ (গঙ্গাচড়া ও রংপুর আংশিক ১ থেকে ৯ নম্বর) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে আটটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তথ্য অসম্পূর্ণ থাকায় জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
৩৮ মিনিট আগে
এতে বলা হয়, কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বাস ভাড়া ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ী) থেকে ৭০ টাকা, সাইনবোর্ড থেকে ১০০, চাষাঢ়া (নারায়ণগঞ্জ) থেকে ১২০, নরসিংদী থেকে ১০০ এবং গাজীপুর থেকে (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে) ৭৫ টাকা।
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। হামলাকারীরা পুলিশের কাছ থেকে জাহাঙ্গীর আলম নামে এক মাদক কারবারিকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় এসআইসহ চার পুলিশ সদস্য আহত হন।
২ ঘণ্টা আগে