Ajker Patrika

খুলনায় যুবককে গলা কেটে হত্যা

খুলনা প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খুলনায় আল আমিন (২৭) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার রাত ৯টার দিকে ওই যুবককে গলা কেটে হত্যা করে মহেশ্বরপাশা বণিকপাড়া খানাবাড়ী রাস্তার ওপর ফেলে যায় দুর্বৃত্তরা।

আল আমিন একজন মৎস্যঘের ব্যবসায়ী ছিলেন। রাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ছাড়া পুলিশের তদন্ত ব্যুরো (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, কালো রঙের একটি পালসার মোটরসাইকেলসহ গলাকাটা অবস্থায় এক যুবকের লাশ মহেশ্বরপাশা বণিকপাড়া খানাবাড়ীর সামনে পড়ে রয়েছে। এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে জানা যায়, মোটরসাইকেলটি চলন্ত অবস্থায় ছিল। কে বা কারা তাঁকে হত্যা করেছে, তা তাৎক্ষণিক জানা যায়নি।

জাহিদুল ইসলাম আরও বলেন, ধারালো অস্ত্র দিয়ে ওই যুবকের গলা কাটা হয়েছে। তবে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন না হলেও বিচ্ছিন্ন হওয়ার মতো ছিল। ওই যুবকের পরনে গেঞ্জি এবং গ্যাবার্ডিন প্যান্ট ছিল। ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের পর ওই এলাকার কেউ মুখ খুলছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত