প্রতিনিধি, কুষ্টিয়া

ঢাকা থেকে কুষ্টিয়াতে সময় মত কোভিড-১৯ ভ্যাকসিন এসে না পৌঁছানোর কারণে টিকাদান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার একযোগে কুষ্টিয়া জেলার সব কেন্দ্রে করোনার এই টিকা কার্যক্রম বন্ধ ঘোষণা করেন সংশ্লিষ্ট টিকাদান কর্তৃপক্ষ। কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে কুষ্টিয়া জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন কার্যালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণাও দেওয়া হয়েছে।
সেখানে বলা হয়েছে ‘অনিবার্য কারণবশত আজ ১৩ সেপ্টেম্বর সোমবার কুষ্টিয়া জেলার সব কেন্দ্রে কোভিড-১৯ টিকা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।'
তবে সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, জেলায় এ পর্যন্ত ১ম এবং ২য় ডোজ মিলিয়ে প্রায় ২ লাখ ৮৭ হাজার মানুষকে টিকা প্রদান করা হয়েছে। এর মধ্যে উভয় ডোজ টিকা নিয়েছেন প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ। জেলায় বর্তমানে সিনোফার্মের উভয় ডোজ টিকা কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ সাতটি কেন্দ্রে প্রদান করা হচ্ছিল।
খুলনা বিভাগের বরাদ্দের মধ্যে এবার দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ টিকা ঢাকা থেকে কুষ্টিয়ায় এসে পৌঁছানোর কথা ছিল রোববার। কিন্তু পথিমধ্যে গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে টিকা কুষ্টিয়ায় এসে পৌঁছায়নি।
এর আগে ৬-৭ দফায় ঢাকা থেকে সময় মত টিকা কুষ্টিয়ায় পৌঁছতে কোনো সমস্যা হয়নি। স্টকে থাকা টিকা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। তিনি জানান, এ ব্যাপারে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ঢাকায় যোগাযোগ করা হয়েছে। সোমবার রাত ১২টার দিকে ঢাকা থেকে টিকাবাহী গাড়ি কুষ্টিয়ায় এসে পৌঁছানোর কথা রয়েছে। ভোরের মধ্যে গাড়ি কুষ্টিয়ায় এসে না পৌঁছালে মঙ্গলবারও টিকা কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার রাত ৯টা থেকে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে তিনি মন্তব্য করেন।

ঢাকা থেকে কুষ্টিয়াতে সময় মত কোভিড-১৯ ভ্যাকসিন এসে না পৌঁছানোর কারণে টিকাদান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার একযোগে কুষ্টিয়া জেলার সব কেন্দ্রে করোনার এই টিকা কার্যক্রম বন্ধ ঘোষণা করেন সংশ্লিষ্ট টিকাদান কর্তৃপক্ষ। কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে কুষ্টিয়া জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন কার্যালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণাও দেওয়া হয়েছে।
সেখানে বলা হয়েছে ‘অনিবার্য কারণবশত আজ ১৩ সেপ্টেম্বর সোমবার কুষ্টিয়া জেলার সব কেন্দ্রে কোভিড-১৯ টিকা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।'
তবে সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, জেলায় এ পর্যন্ত ১ম এবং ২য় ডোজ মিলিয়ে প্রায় ২ লাখ ৮৭ হাজার মানুষকে টিকা প্রদান করা হয়েছে। এর মধ্যে উভয় ডোজ টিকা নিয়েছেন প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ। জেলায় বর্তমানে সিনোফার্মের উভয় ডোজ টিকা কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ সাতটি কেন্দ্রে প্রদান করা হচ্ছিল।
খুলনা বিভাগের বরাদ্দের মধ্যে এবার দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ টিকা ঢাকা থেকে কুষ্টিয়ায় এসে পৌঁছানোর কথা ছিল রোববার। কিন্তু পথিমধ্যে গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে টিকা কুষ্টিয়ায় এসে পৌঁছায়নি।
এর আগে ৬-৭ দফায় ঢাকা থেকে সময় মত টিকা কুষ্টিয়ায় পৌঁছতে কোনো সমস্যা হয়নি। স্টকে থাকা টিকা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। তিনি জানান, এ ব্যাপারে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ঢাকায় যোগাযোগ করা হয়েছে। সোমবার রাত ১২টার দিকে ঢাকা থেকে টিকাবাহী গাড়ি কুষ্টিয়ায় এসে পৌঁছানোর কথা রয়েছে। ভোরের মধ্যে গাড়ি কুষ্টিয়ায় এসে না পৌঁছালে মঙ্গলবারও টিকা কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার রাত ৯টা থেকে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে তিনি মন্তব্য করেন।

যশোর সরকারি এম এম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে