Ajker Patrika

খুলনায় এক রাতে দুই খুন

খুলনা প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খুলনায় এক রাতে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত মধ্যরাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন ডেল্টা ভবনের (২২তলা) পেছনের গলিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গোলাম (২৫) এবং জেলার রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের মোছাব্বতপুর এলাকায় রনি (৩৮) নামের এক যুবক সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।

নগরীর সোনাডাঙ্গায় নিহত গোলাম হরিণটানা থানার ময়ূর ব্রিজ এলাকার পাশের মো. আলী হোসেনের ছেলে এবং রূপসায় নিহত রনি আইচগাতি মধ্যপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক সাড়ে ১২টায় একদল দুর্বৃত্ত সোনাডাঙ্গার ২২তলার কাছে গোলামকে ধারালো অস্ত্র দিয়ে পেটের মাঝখানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। চিকিৎসক রাত দেড়টার দিকে গোলামকে মৃত ঘোষণা করেন। গোলামের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সোনাডাঙ্গা মডেল থানার ডিউটি অফিসার এসআই হাসান গোলাম হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ হত্যার সঙ্গে জড়িত সন্দেহে দু-তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

অপর দিকে, রূপসায় নিহত রনির বাবা আনোয়ার হোসেন বলেন, ‘খুলনা থেকে একটি অস্ত্রধারী গ্রুপ গিয়ে গত রাত সাড়ে ১০টার দিকে তার ছেলেকে গুলি করে হত্যা করে। অবশ্য বছরখানেক আগে রনির ছোট ভাইও দুর্বৃত্তদের কোপে নিহত হন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত