Ajker Patrika

শরণখোলায় বিদ্যুতায়িত হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু 

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ১৫: ০৬
শরণখোলায় বিদ্যুতায়িত হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু 

বাগেরহাটের শরণখোলায় বিদ্যুতায়িত হয়ে হৃদয় হোসেন (২৪) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার উত্তর কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে। 

হৃদয়ের নিকটাত্মীয় রিয়াদুল ইসলাম হাওলাদার বলেন, হৃদয় উত্তর কদমতলা গ্রামের ফরিদ হাওলাদারের ছেলে। তিনি বৃহস্পতিবার উত্তর কদমতলা গ্রামের রুহুল আমীন গাজীর বাড়িতে রাজমিস্ত্রির সহযোগীর কাজ করছিলেন। এদিন সন্ধ্যায় রড কাটা মেশিনের তার খুলে নেওয়ার সময় তিনি বিদ্যুতায়িত হন। তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আশফাক হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই হৃদয়ের মৃত্যু হয়। 

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান বলেন, বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়ার খবর কেউ জানায়নি। তবে বিষয়টির খোঁজ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত