যশোর প্রতিনিধি

যশোর শহরে এক প্রবাসীর ৩৫ শতক জমি দখলচেষ্টার অভিযোগ উঠেছে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। আজ বুধবার যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী এ বি জাকারিয়া মোহাম্মদ। তিনি শহরের ধর্মতলা এলাকার বাসিন্দা ও কানাডাপ্রবাসী। তাঁর পরিবার ঢাকায় বসবাস করেন।
সংবাদ সম্মেলনে জাকারিয়া মোহাম্মদ দাবি করেন, দখলচেষ্টাকারীরা শহরের কারবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে পাশে ২০ কোটি টাকা মূল্যের জমির সীমানা প্রাচীর ভেঙে বালি ফেলেছে। এখন থেকে তাঁদের উচ্ছেদসহ হত্যার হুমকি দিচ্ছে।
তিনি জানান, তাঁর বাবা ১৯৬৪ সালে মৃত আব্দুল জব্বার গাজী থেকে ৩৫ শতক জমি (২৫৯ দাগে) ক্রয় করেন। সেই থেকে ওই জমির খাজনা, নাম পত্তনসহ সব রেকর্ড তাঁদের নামে। ওই জমিতে ব্যাংক থেকে ঋণ নিয়ে একতলা বাড়ি নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে তিনি কানাডায় ও পরিবারের সদস্যরা ঢাকায় থাকেন। যে কারণ বাড়িটি ভাড়া দেওয়া হয়। সেখানে একটি প্রি-ক্যাডেট স্কুল পরিচালিত হয়।
২০২২ সালের শেষের দিকে জনৈক বখতিয়ার ও ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম ভুয়া দলিল তৈরি করে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করে একতরফা রায় নেন। বিষয়টি জানার পর হাইকোর্টে রিট পিটিশন করলে রায়ের বিরুদ্ধে স্থগিতাদেশ জারি হয়। একই সঙ্গে স্পেশাল ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালকে পুনরায় দেখার জন্য আদেশ দেন। এ অবস্থায় বখতিয়ার ও শাহারুল গং জোর করে বাড়ির সীমানা ভেঙে বালি ফেলে ভরাট করেন। এ ঘটনায় ১৪৪ ধারা জারি করা হয়।
জাকারিয়া মোহাম্মদ আরও জানান, বখতিয়ার ও শাহরুলের সঙ্গে স্থানীয় আব্দার হোসেন, শেখ শামছুর রহমান, আবু মুসা মধু ও জাহিদুল ইসলাম ডালিম এ দখল চেষ্টার সঙ্গে জড়িত। এখন তাঁরা একতলা বাড়িটি ভেঙে দেওয়াসহ প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এ অবস্থায় নিরাপত্তার পাশাপাশি জমির দখল অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এ বিষয়ে জানতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারণ ইসলামের মোবাইল ফোনে কয়েক দফা কল দিলেও তিনি রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা যায়নি। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর ছোট ভাই শিবলী নোমান উপস্থিত ছিলেন।

যশোর শহরে এক প্রবাসীর ৩৫ শতক জমি দখলচেষ্টার অভিযোগ উঠেছে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। আজ বুধবার যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী এ বি জাকারিয়া মোহাম্মদ। তিনি শহরের ধর্মতলা এলাকার বাসিন্দা ও কানাডাপ্রবাসী। তাঁর পরিবার ঢাকায় বসবাস করেন।
সংবাদ সম্মেলনে জাকারিয়া মোহাম্মদ দাবি করেন, দখলচেষ্টাকারীরা শহরের কারবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে পাশে ২০ কোটি টাকা মূল্যের জমির সীমানা প্রাচীর ভেঙে বালি ফেলেছে। এখন থেকে তাঁদের উচ্ছেদসহ হত্যার হুমকি দিচ্ছে।
তিনি জানান, তাঁর বাবা ১৯৬৪ সালে মৃত আব্দুল জব্বার গাজী থেকে ৩৫ শতক জমি (২৫৯ দাগে) ক্রয় করেন। সেই থেকে ওই জমির খাজনা, নাম পত্তনসহ সব রেকর্ড তাঁদের নামে। ওই জমিতে ব্যাংক থেকে ঋণ নিয়ে একতলা বাড়ি নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে তিনি কানাডায় ও পরিবারের সদস্যরা ঢাকায় থাকেন। যে কারণ বাড়িটি ভাড়া দেওয়া হয়। সেখানে একটি প্রি-ক্যাডেট স্কুল পরিচালিত হয়।
২০২২ সালের শেষের দিকে জনৈক বখতিয়ার ও ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম ভুয়া দলিল তৈরি করে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করে একতরফা রায় নেন। বিষয়টি জানার পর হাইকোর্টে রিট পিটিশন করলে রায়ের বিরুদ্ধে স্থগিতাদেশ জারি হয়। একই সঙ্গে স্পেশাল ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালকে পুনরায় দেখার জন্য আদেশ দেন। এ অবস্থায় বখতিয়ার ও শাহারুল গং জোর করে বাড়ির সীমানা ভেঙে বালি ফেলে ভরাট করেন। এ ঘটনায় ১৪৪ ধারা জারি করা হয়।
জাকারিয়া মোহাম্মদ আরও জানান, বখতিয়ার ও শাহরুলের সঙ্গে স্থানীয় আব্দার হোসেন, শেখ শামছুর রহমান, আবু মুসা মধু ও জাহিদুল ইসলাম ডালিম এ দখল চেষ্টার সঙ্গে জড়িত। এখন তাঁরা একতলা বাড়িটি ভেঙে দেওয়াসহ প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এ অবস্থায় নিরাপত্তার পাশাপাশি জমির দখল অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এ বিষয়ে জানতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারণ ইসলামের মোবাইল ফোনে কয়েক দফা কল দিলেও তিনি রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা যায়নি। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর ছোট ভাই শিবলী নোমান উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মহাসড়কের পিরোজপুর বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এবং রাজশাহী-২ (সদর) আসনের বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
২ ঘণ্টা আগে
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হুসাইন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি ট্রাকের চালকের সহকারী। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই ট্রাকের চালক ওবায়দুর রহমান। তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের বোয়ালখালীতে মুখোশধারীর ছুরিকাঘাতে বিএনপি নেতা আবুল বশর চৌধুরী (৪৫) জখম হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে