খুবি প্রতিনিধি

দীর্ঘ ১৭ বছর পর খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবার ৩৩ জন প্রার্থীর মধ্যে ১৫ জন সিনেটে শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যায়, গতকাল বুধবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত ক্যাম্পাসের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর পরপরই ভোট গণনা শুরু হয়। গণনা শেষে রাত সাড়ে ৯টা নাগাদ ফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস।
১৫টি সদস্য পদে নির্বাচিতরা হলেন—অধ্যাপক ড. তরুণ কান্তি বোস, অধ্যাপক ড. লস্কার এরশাদ আলী, অধ্যাপক ড. মো. মতিউল ইসলাম, অধ্যাপক ড. মো. ইকবাল আহম্মেদ, অধ্যাপক ড. মো. নাসিফ আহসান, অধ্যাপক মো. সানাউল ইসলাম, অধ্যাপক ড. শেখ সিরাজুল হাকিম, অধ্যাপক ড. আবু রাশেদ মো. মোস্তাফিজুর রহমান।
নির্বাচিত শিক্ষকদের মধ্যে আরও রয়েছেন অধ্যাপক ড. শেখ মো. এনায়েতুল বাবর, সহযোগী অধ্যাপক ড. তানভীর আহমেদ সোহেল, অধ্যাপক ড. রামেশ্বর দেবনাথ, অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান, সহযোগী অধ্যাপক মো. রকিবুল হাসান সিদ্দিকী, অধ্যাপক ড. মো. জাকির হোসেন এবং অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।
এবারের নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ৩৩ জন শিক্ষক প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৩৯০ জন ভোটারের মধ্যে ৩৬৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। দীর্ঘদিন পর সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন হওয়ায় শিক্ষকদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করে। ভোটগ্রহণ শুরুর পর থেকে ভোটকেন্দ্র ও আশপাশের পরিবেশ ছিল উৎসবমুখর।
উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয় সিনেটে ১৬টি ক্যাটাগরিতে ৫৬ জন সদস্য থাকার বিধান রয়েছে। এ ছাড়া আরও একটি ক্যাটাগরিতে প্রাক্তন ভাইস চ্যান্সেলরবৃন্দও সিনেটের সদস্য হিসেবে থাকবেন। সিনেটে মনোনীত বা নির্বাচিত সদস্যদের মেয়াদ তিন বছর। তবে মেয়াদ শেষ হলেও উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত উক্ত সদস্যগণ পদে বহাল থাকবেন বলে বিশ্ববিদ্যালয় আইনে উল্লেখ রয়েছে।

দীর্ঘ ১৭ বছর পর খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবার ৩৩ জন প্রার্থীর মধ্যে ১৫ জন সিনেটে শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যায়, গতকাল বুধবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত ক্যাম্পাসের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর পরপরই ভোট গণনা শুরু হয়। গণনা শেষে রাত সাড়ে ৯টা নাগাদ ফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস।
১৫টি সদস্য পদে নির্বাচিতরা হলেন—অধ্যাপক ড. তরুণ কান্তি বোস, অধ্যাপক ড. লস্কার এরশাদ আলী, অধ্যাপক ড. মো. মতিউল ইসলাম, অধ্যাপক ড. মো. ইকবাল আহম্মেদ, অধ্যাপক ড. মো. নাসিফ আহসান, অধ্যাপক মো. সানাউল ইসলাম, অধ্যাপক ড. শেখ সিরাজুল হাকিম, অধ্যাপক ড. আবু রাশেদ মো. মোস্তাফিজুর রহমান।
নির্বাচিত শিক্ষকদের মধ্যে আরও রয়েছেন অধ্যাপক ড. শেখ মো. এনায়েতুল বাবর, সহযোগী অধ্যাপক ড. তানভীর আহমেদ সোহেল, অধ্যাপক ড. রামেশ্বর দেবনাথ, অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান, সহযোগী অধ্যাপক মো. রকিবুল হাসান সিদ্দিকী, অধ্যাপক ড. মো. জাকির হোসেন এবং অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।
এবারের নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ৩৩ জন শিক্ষক প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৩৯০ জন ভোটারের মধ্যে ৩৬৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। দীর্ঘদিন পর সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন হওয়ায় শিক্ষকদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করে। ভোটগ্রহণ শুরুর পর থেকে ভোটকেন্দ্র ও আশপাশের পরিবেশ ছিল উৎসবমুখর।
উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয় সিনেটে ১৬টি ক্যাটাগরিতে ৫৬ জন সদস্য থাকার বিধান রয়েছে। এ ছাড়া আরও একটি ক্যাটাগরিতে প্রাক্তন ভাইস চ্যান্সেলরবৃন্দও সিনেটের সদস্য হিসেবে থাকবেন। সিনেটে মনোনীত বা নির্বাচিত সদস্যদের মেয়াদ তিন বছর। তবে মেয়াদ শেষ হলেও উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত উক্ত সদস্যগণ পদে বহাল থাকবেন বলে বিশ্ববিদ্যালয় আইনে উল্লেখ রয়েছে।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৯ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৯ ঘণ্টা আগে