খুবি প্রতিনিধি

দীর্ঘ ১৭ বছর পর খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবার ৩৩ জন প্রার্থীর মধ্যে ১৫ জন সিনেটে শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যায়, গতকাল বুধবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত ক্যাম্পাসের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর পরপরই ভোট গণনা শুরু হয়। গণনা শেষে রাত সাড়ে ৯টা নাগাদ ফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস।
১৫টি সদস্য পদে নির্বাচিতরা হলেন—অধ্যাপক ড. তরুণ কান্তি বোস, অধ্যাপক ড. লস্কার এরশাদ আলী, অধ্যাপক ড. মো. মতিউল ইসলাম, অধ্যাপক ড. মো. ইকবাল আহম্মেদ, অধ্যাপক ড. মো. নাসিফ আহসান, অধ্যাপক মো. সানাউল ইসলাম, অধ্যাপক ড. শেখ সিরাজুল হাকিম, অধ্যাপক ড. আবু রাশেদ মো. মোস্তাফিজুর রহমান।
নির্বাচিত শিক্ষকদের মধ্যে আরও রয়েছেন অধ্যাপক ড. শেখ মো. এনায়েতুল বাবর, সহযোগী অধ্যাপক ড. তানভীর আহমেদ সোহেল, অধ্যাপক ড. রামেশ্বর দেবনাথ, অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান, সহযোগী অধ্যাপক মো. রকিবুল হাসান সিদ্দিকী, অধ্যাপক ড. মো. জাকির হোসেন এবং অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।
এবারের নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ৩৩ জন শিক্ষক প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৩৯০ জন ভোটারের মধ্যে ৩৬৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। দীর্ঘদিন পর সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন হওয়ায় শিক্ষকদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করে। ভোটগ্রহণ শুরুর পর থেকে ভোটকেন্দ্র ও আশপাশের পরিবেশ ছিল উৎসবমুখর।
উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয় সিনেটে ১৬টি ক্যাটাগরিতে ৫৬ জন সদস্য থাকার বিধান রয়েছে। এ ছাড়া আরও একটি ক্যাটাগরিতে প্রাক্তন ভাইস চ্যান্সেলরবৃন্দও সিনেটের সদস্য হিসেবে থাকবেন। সিনেটে মনোনীত বা নির্বাচিত সদস্যদের মেয়াদ তিন বছর। তবে মেয়াদ শেষ হলেও উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত উক্ত সদস্যগণ পদে বহাল থাকবেন বলে বিশ্ববিদ্যালয় আইনে উল্লেখ রয়েছে।

দীর্ঘ ১৭ বছর পর খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবার ৩৩ জন প্রার্থীর মধ্যে ১৫ জন সিনেটে শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যায়, গতকাল বুধবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত ক্যাম্পাসের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর পরপরই ভোট গণনা শুরু হয়। গণনা শেষে রাত সাড়ে ৯টা নাগাদ ফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস।
১৫টি সদস্য পদে নির্বাচিতরা হলেন—অধ্যাপক ড. তরুণ কান্তি বোস, অধ্যাপক ড. লস্কার এরশাদ আলী, অধ্যাপক ড. মো. মতিউল ইসলাম, অধ্যাপক ড. মো. ইকবাল আহম্মেদ, অধ্যাপক ড. মো. নাসিফ আহসান, অধ্যাপক মো. সানাউল ইসলাম, অধ্যাপক ড. শেখ সিরাজুল হাকিম, অধ্যাপক ড. আবু রাশেদ মো. মোস্তাফিজুর রহমান।
নির্বাচিত শিক্ষকদের মধ্যে আরও রয়েছেন অধ্যাপক ড. শেখ মো. এনায়েতুল বাবর, সহযোগী অধ্যাপক ড. তানভীর আহমেদ সোহেল, অধ্যাপক ড. রামেশ্বর দেবনাথ, অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান, সহযোগী অধ্যাপক মো. রকিবুল হাসান সিদ্দিকী, অধ্যাপক ড. মো. জাকির হোসেন এবং অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।
এবারের নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ৩৩ জন শিক্ষক প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৩৯০ জন ভোটারের মধ্যে ৩৬৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। দীর্ঘদিন পর সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন হওয়ায় শিক্ষকদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করে। ভোটগ্রহণ শুরুর পর থেকে ভোটকেন্দ্র ও আশপাশের পরিবেশ ছিল উৎসবমুখর।
উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয় সিনেটে ১৬টি ক্যাটাগরিতে ৫৬ জন সদস্য থাকার বিধান রয়েছে। এ ছাড়া আরও একটি ক্যাটাগরিতে প্রাক্তন ভাইস চ্যান্সেলরবৃন্দও সিনেটের সদস্য হিসেবে থাকবেন। সিনেটে মনোনীত বা নির্বাচিত সদস্যদের মেয়াদ তিন বছর। তবে মেয়াদ শেষ হলেও উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত উক্ত সদস্যগণ পদে বহাল থাকবেন বলে বিশ্ববিদ্যালয় আইনে উল্লেখ রয়েছে।

কক্সবাজারের টেকনাফ সীমান্তে এবার মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। তাঁর নাম কেফায়েত উল্লাহ (২২)। আজ সোমবার (১২ জানুয়ারি) ভোরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার রাতে উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের...
৩২ মিনিট আগে
গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন অবস্থায় শিশু আয়েশা ও তার ছোট ভাই মোর্শেদকে উদ্ধার করেন এক সিএনজিচালিত অটোরিকশার চালক। পরে জেলা ও উপজেলা প্রশাসন মানবিক বিবেচনায় শিশু দুটির দায়িত্ব নেয়। উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় আয়েশার ছোট ভাই মোর্শেদের মৃত্যু হলে ঘটনাটি ব্যাপক
৩৮ মিনিট আগে
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদের নির্বাচনী তফসিল ফের পরিবর্তন করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী, নির্বাচনের তারিখ ২১ জানুয়ারির পরিবর্তে ২৫ ফেব্রুয়ারি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
মেট্রোর র্যাপিড পাস ও এমআরটি পাস কার্ডে অনলাইনে রিচার্জের সুবিধা গত বছরের ২৫ নভেম্বর চালু হয়েছে। এতে যাত্রীরা ঘরে বসে মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করে র্যাপিড পাসের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে রিচার্জ করতে পারছেন। এবার সেই সেবাকে আরও সহজ ও ব্যবহারবান্ধব করতে চালু হলো র্যাপিড পাসের অ্যাপ।
১ ঘণ্টা আগে