খুলনা প্রতিনিধি

খুলনার রূপসা রেলসেতুর পিলারে ধাক্কা লেগে সারবোঝাই একটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এ সময় জাহাজে থাকা ১৩ জন নাবিকের মধ্যে ১১ জন তীরে উঠতে পারলেও দুজন নিখোঁজ রয়েছেন। আজ রোববার দুপুরে রূপসা নদীতে এ ঘটনা ঘটে।
এদিকে, ডুবে যাওয়া থ্রি লাইট নেভিগেশন (টিএলএন-১) নামের কার্গো জাহাজের নিখোঁজ দুজন কর্মচারীর সন্ধানে স্থানীয় ডুবুরি দল, নৌ পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের পাঁচটি টিম তল্লাশি অভিযান চালাচ্ছে। আজ বিকেল ৫টা পর্যন্ত তাঁদের সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ দুজন হলেন—পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার কালাম শেখ ও নড়াইলের সাখাওয়াত হোসেন। কালাম শেখ ওই জাহাজের বাবুর্চি ও সাখাওয়াত গ্রিজার হিসেবে কাজ করতেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. হাসান বলেন, ‘দুপুর ১২টার দিকে নদীর পাশে আমি বসে ছিলাম। এ সময় হঠাৎ করে দেখি একটি জাহাজ রূপসা রেল সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। কিছু মানুষ সাঁতরে উঠলেও শুনেছি দুজন নিখোঁজ রয়েছে।’
জাহাজের ইঞ্জিনের দায়িত্বে থাকা মো. রাজিব বলেন, ‘ইঞ্জিন হঠাৎ করে বিকল হয়ে যায়। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজটি পিলারের সঙ্গে ধাক্কা লাগে। আমাদের দুজন নিখোঁজ রয়েছেন।’
টিএলএন-১ কার্গো জাহাজের মাস্টার মো. শহীদুল্লাহ বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে কার্গো জাহাজটি রেল সেতুর পিলারে ধাক্কা লাগে। এতে দ্রুত কার্গো জাহাজটি ডুবে যায়। কার্গো জাহাজে থাকা ১৩ জনের মধ্যে ১১ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। কার্গোর বাবুর্চি কালাম ও গ্রিজার সাখাওয়াত নিখোঁজ হয়।
তিনি জানান, কার্গো জাহাজে মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকা থেকে ১ হাজার ১৪০ টন টিএসপি সার বোঝাই করে তাঁরা নওয়াপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে রেলসেতুর পিলারে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম শেখ বলেন, ‘নদীতে ডুবে যাওয়া কার্গো জাহাজের নিখোঁজ দুজন কর্মচারীর সন্ধানে দুপুর দেড়টা থেকে স্থানীয় ডুবুরি দল, নৌ পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের পাঁচটি টিম তল্লাশি অভিযান চালাচ্ছে। কিন্তু বিকেল ৫টা পর্যন্ত তাঁদের সন্ধান পাওয়া যায় না। তবে রেলসেতুর ৫০ গজ উত্তর দিকে ডুবে যাওয়া কার্গো জাহাজটি শনাক্ত করা হয়েছে।’
খুলনা নৌ–পুলিশ সুপার শরিফুর রহমান বলেন, ‘আমরা কার্গো জাহাজ ডুবির ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে চলে আসি। আমরা নিখোঁজ দুজনকে উদ্ধারের চেষ্টা করছি।’

খুলনার রূপসা রেলসেতুর পিলারে ধাক্কা লেগে সারবোঝাই একটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এ সময় জাহাজে থাকা ১৩ জন নাবিকের মধ্যে ১১ জন তীরে উঠতে পারলেও দুজন নিখোঁজ রয়েছেন। আজ রোববার দুপুরে রূপসা নদীতে এ ঘটনা ঘটে।
এদিকে, ডুবে যাওয়া থ্রি লাইট নেভিগেশন (টিএলএন-১) নামের কার্গো জাহাজের নিখোঁজ দুজন কর্মচারীর সন্ধানে স্থানীয় ডুবুরি দল, নৌ পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের পাঁচটি টিম তল্লাশি অভিযান চালাচ্ছে। আজ বিকেল ৫টা পর্যন্ত তাঁদের সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ দুজন হলেন—পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার কালাম শেখ ও নড়াইলের সাখাওয়াত হোসেন। কালাম শেখ ওই জাহাজের বাবুর্চি ও সাখাওয়াত গ্রিজার হিসেবে কাজ করতেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. হাসান বলেন, ‘দুপুর ১২টার দিকে নদীর পাশে আমি বসে ছিলাম। এ সময় হঠাৎ করে দেখি একটি জাহাজ রূপসা রেল সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। কিছু মানুষ সাঁতরে উঠলেও শুনেছি দুজন নিখোঁজ রয়েছে।’
জাহাজের ইঞ্জিনের দায়িত্বে থাকা মো. রাজিব বলেন, ‘ইঞ্জিন হঠাৎ করে বিকল হয়ে যায়। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজটি পিলারের সঙ্গে ধাক্কা লাগে। আমাদের দুজন নিখোঁজ রয়েছেন।’
টিএলএন-১ কার্গো জাহাজের মাস্টার মো. শহীদুল্লাহ বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে কার্গো জাহাজটি রেল সেতুর পিলারে ধাক্কা লাগে। এতে দ্রুত কার্গো জাহাজটি ডুবে যায়। কার্গো জাহাজে থাকা ১৩ জনের মধ্যে ১১ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। কার্গোর বাবুর্চি কালাম ও গ্রিজার সাখাওয়াত নিখোঁজ হয়।
তিনি জানান, কার্গো জাহাজে মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকা থেকে ১ হাজার ১৪০ টন টিএসপি সার বোঝাই করে তাঁরা নওয়াপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে রেলসেতুর পিলারে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম শেখ বলেন, ‘নদীতে ডুবে যাওয়া কার্গো জাহাজের নিখোঁজ দুজন কর্মচারীর সন্ধানে দুপুর দেড়টা থেকে স্থানীয় ডুবুরি দল, নৌ পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের পাঁচটি টিম তল্লাশি অভিযান চালাচ্ছে। কিন্তু বিকেল ৫টা পর্যন্ত তাঁদের সন্ধান পাওয়া যায় না। তবে রেলসেতুর ৫০ গজ উত্তর দিকে ডুবে যাওয়া কার্গো জাহাজটি শনাক্ত করা হয়েছে।’
খুলনা নৌ–পুলিশ সুপার শরিফুর রহমান বলেন, ‘আমরা কার্গো জাহাজ ডুবির ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে চলে আসি। আমরা নিখোঁজ দুজনকে উদ্ধারের চেষ্টা করছি।’

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত ‘বাংলা চ্যানেল’ নামে পরিচিত সাগরপথ সাঁতরে পাড়ি দিচ্ছেন ৩৫ জন সাঁতারু। ১৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেল পাড়ি দিতে ৩৭ জন সাঁতারু নাম নিবন্ধন করলেও চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ৩৫ জন।
৮ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটায় ট্রেনে কাটা পড়ে মহাসিন আলী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার বোনারপাড়া স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক নজরুল ইসলামকে (৪৫) ছুরিকাঘাতে খুনের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আজ শনিবার (১৭ ডিসেম্বর) সকালে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগে
আনন্দের মিলনমেলা মুহূর্তেই পরিণত হলো শোকের পরিবেশে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী অনুষ্ঠানে এসে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক শিক্ষার্থী এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আবু সাদাত মোহাম্মদ সায়েম। গতকাল শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে