খুলনা প্রতিনিধি

খুলনার দৌলতপুরে সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমান মোল্লা হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আরও দুজনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে হত্যার ঘটনায় চারজনকে আটক করা হলো।
ঘটনার ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে নতুন আটক করা দুজন হলেন কাজী রায়হান ইসলাম (৩০) ও হাসিব মোল্লা (৩২)। দৌলতপুর থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) দুটি দল আজ বৃহস্পতিবার সকালে পৃথক অভিযান চালিয়ে সাতক্ষীরার তালা উপজেলা থেকে দুজনকে আটক করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী জানান, আজ সকালে তালা মহিলা কলেজের পাশের একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে রায়হানকে আটক করা হয়।
রায়হানই সিসি ফুটেজে দেখা যাওয়া যুবক কি না—জানতে চাইলে ওসি বলেন, ‘আমরা যে রায়হানকে আটক করেছি, সে ওই ব্যক্তি কি না, তা জিজ্ঞাসাবাদে জানা যাবে। মাহবুব হত্যাকাণ্ডের পর রায়হান এলাকা ছেড়ে পালিয়ে যায়। তার অবস্থান নিশ্চিত হওয়ার জন্য উন্নত প্রযুক্তির সাহায্য নেওয়া হয়। তার অবস্থান নিশ্চিত হয়ে সকালে তালা মহিলা কলেজের পাশে একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে নিয়ে পাইকগাছা উপজেলায় অভিযান চালানো হয়।’
অপদিকে হাসিবকে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তালা থেকে আটক করে তাদের কার্যালয়ে নিয়ে আসে।
মহানগর গোয়েন্দা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সিসি ফুটেজ থেকে সংগৃহীত ছবির সঙ্গে হাসিবের চেহারার যথেষ্ট মিল রয়েছে। তবে তিনি সেই যুবক কি না, তা ওই কর্মকর্তা নিশ্চিত করে বলতে পারেননি। তাঁকে ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে সজল ও আলাউদ্দিন নামের দুই যুবককে আটক করা হয়। তাঁরা এ হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে পুলিশ জানায়।
উল্লেখ্য, বহিষ্কৃত যুবদল নেতা মাহবুবকে ১১ জুলাই বেলা দেড়টার দিকে নগরীর মহেশ্বরপাশা পশ্চিমপাড়ায় নিজের বাড়ির সামনে গুলি ও পায়ের রগ কেটে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের এক দিন পর তাঁর বাবা মো. আব্দুল করিম মোল্লা বাদী হয়ে হত্যা মামলা করেন। হত্যা মিশনে অংশ নেওয়া তিনজনকে ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করা হলেও এখনো তাঁদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

খুলনার দৌলতপুরে সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমান মোল্লা হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আরও দুজনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে হত্যার ঘটনায় চারজনকে আটক করা হলো।
ঘটনার ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে নতুন আটক করা দুজন হলেন কাজী রায়হান ইসলাম (৩০) ও হাসিব মোল্লা (৩২)। দৌলতপুর থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) দুটি দল আজ বৃহস্পতিবার সকালে পৃথক অভিযান চালিয়ে সাতক্ষীরার তালা উপজেলা থেকে দুজনকে আটক করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী জানান, আজ সকালে তালা মহিলা কলেজের পাশের একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে রায়হানকে আটক করা হয়।
রায়হানই সিসি ফুটেজে দেখা যাওয়া যুবক কি না—জানতে চাইলে ওসি বলেন, ‘আমরা যে রায়হানকে আটক করেছি, সে ওই ব্যক্তি কি না, তা জিজ্ঞাসাবাদে জানা যাবে। মাহবুব হত্যাকাণ্ডের পর রায়হান এলাকা ছেড়ে পালিয়ে যায়। তার অবস্থান নিশ্চিত হওয়ার জন্য উন্নত প্রযুক্তির সাহায্য নেওয়া হয়। তার অবস্থান নিশ্চিত হয়ে সকালে তালা মহিলা কলেজের পাশে একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে নিয়ে পাইকগাছা উপজেলায় অভিযান চালানো হয়।’
অপদিকে হাসিবকে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তালা থেকে আটক করে তাদের কার্যালয়ে নিয়ে আসে।
মহানগর গোয়েন্দা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সিসি ফুটেজ থেকে সংগৃহীত ছবির সঙ্গে হাসিবের চেহারার যথেষ্ট মিল রয়েছে। তবে তিনি সেই যুবক কি না, তা ওই কর্মকর্তা নিশ্চিত করে বলতে পারেননি। তাঁকে ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে সজল ও আলাউদ্দিন নামের দুই যুবককে আটক করা হয়। তাঁরা এ হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে পুলিশ জানায়।
উল্লেখ্য, বহিষ্কৃত যুবদল নেতা মাহবুবকে ১১ জুলাই বেলা দেড়টার দিকে নগরীর মহেশ্বরপাশা পশ্চিমপাড়ায় নিজের বাড়ির সামনে গুলি ও পায়ের রগ কেটে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের এক দিন পর তাঁর বাবা মো. আব্দুল করিম মোল্লা বাদী হয়ে হত্যা মামলা করেন। হত্যা মিশনে অংশ নেওয়া তিনজনকে ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করা হলেও এখনো তাঁদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ড্রাইভিং পরীক্ষায় পাস ও লাইসেন্স দেওয়ার নামে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নওগাঁ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) বিরুদ্ধে। পরীক্ষায় পাস করিয়ে দিতে জনপ্রতি ২ হাজার করে টাকা নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাসনগরে সোমেশ্বরী নদীর ওপর গার্ডার সেতুর নির্মাণকাজের মেয়াদ শেষ হয়েছে প্রায় দুই বছর আগে। এখন পর্যন্ত সেতুর খুঁটি (পিলার) নির্মাণ সম্পন্ন হয়েছে। অন্য কাজ আর হয়নি।
৫ ঘণ্টা আগে
ইটভাটার আগ্রাসনে চাঁদপুরে ফসলি জমির উর্বরতা শক্তি ক্রমে কমছে। প্রতিবছর শীত মৌসুমে ভাটাগুলো চালুর সময় জেলার বিভিন্ন এলাকায় অবাধে কাটা হয় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি। এতে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি নিচু হয়ে যাচ্ছে মাটির স্তর।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারিত রয়েছে ২১ জানুয়ারি। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ওই তারিখের আগে কোনো রাজনৈতিক দল, প্রার্থী কিংবা তাঁদের পক্ষে কেউ প্রচারে অংশ নিতে পারবেন না।
৫ ঘণ্টা আগে