
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এই মতবিনিময় সভা হয়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের জন্য ৪৬ দফা সংস্কার প্রস্তাবনা তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগের শিক্ষকবৃন্দ। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক সায়েম আহমেদ ও সাদিয়া মাহমুদা মিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের জন্য ৪৬ দফা সংস্কার প্রস্তাবনা তুলে ধরেন।
সংস্কার প্রস্তাবনার অন্যতম দাবিগুলো হলো—লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ, শিক্ষা কার্যক্রমের আধুনিকায়ন, আবাসন সংকট নিরসন, প্রযুক্তি ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, নিরাপত্তা ও ক্যাম্পাস সংস্কার।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘আমাদের ৪৬ দফা সংস্কার প্রস্তাবনার মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করতে চাইছে। যদি এই প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করা হয়, তবে এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিবেশে একটি যুগান্তকারী পরিবর্তন বয়ে আনতে সক্ষম হবে।’
এ সময় মতবিনিময় সভায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ মতবিনিময় সভায় বলেন, ‘শহীদদের রক্তের বিনিময়ে আমরা আজকের বাংলাদেশ পেয়েছি। আমার কাজ হবে সেই রক্তের ঋণ পরিশোধ করা। এ জন্য সবাইকে একসঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবিগুলো যৌক্তিক, এগুলো পেয়ে আমার ক্যাম্পাস সংস্কারের কাজ সহজ হয়েছে এবং নতুন করে ভাবতে হবে না।’

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
২ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে