
ঝিনাইদহের কোটচাঁদপুরের দোরা গ্রামে সকালে টিকা নিয়ে রাতে নবম শ্রেণির এক স্কুলছাত্রী মারা গেছে। মৃত ওই স্কুল ছাত্রীর নাম ফারাজানা আক্তার বিন্দু (১৫)। গতকাল সোমবার রাতে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। তবে চিকিৎসকেরা বলছেন, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।
মৃত স্কুলছাত্রীর বাবা নুর ইসলাম জানান, সোমবার সকালে তাঁর মেয়ে করোনার দ্বিতীয় ডোজের টিকা দিতে যায়। টিকা দিয়ে আসার পর ওই দিন সন্ধ্যা থেকে অসুস্থ বোধ করতে থাকে। রাত ১১টার সময় অচেতন হয়ে পড়ে। এ সময় স্থানীয় পল্লি চিকিৎসক শাহাজান আলীকে ডাকা হয়। ওই চিকিৎসক এসে একটা ইনজেকশন পুশ করেন। পরে অবস্থা বেগতিক দেখে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দেন। এ অবস্থায় দ্রুত কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল বলে জানিয়েছেন কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রমিজ উদ্দিন তপু।
এ ব্যাপারে স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ বলেন, ‘হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। তবে সোমবার সকালে সে করোনার দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেছিল। আশঙ্কা করা হচ্ছিল, সে কারণে তার মৃত্যু হয়ে থাকতে। তবে মৃতের অবস্থা ও ঘটনা শুনে ও প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায়, সে ধরনের কোনো অবস্থা বোঝা যায়নি।’
এদিকে টিকা নিয়ে মৃত্যুর খবর পেয়ে ওই ছাত্রীর বাড়িতে দ্রুত ছুটে আসেন কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ, কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম, কোটচাঁদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন।
বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার ওসি মো. মঈন উদ্দিন বলেন, ‘রাতে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খবর পেয়ে যাই। চিকিৎসক তাকে স্বাভাবিক মৃত বলে ঘোষণা দেন। এ কারণে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়নি।’

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৪ ঘণ্টা আগে