খুলনা প্রতিনিধি

খুলনা বিভাগে গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে ২৩১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল শুক্রবার বিভাগে ৬২৬ জনের করোনাভাইরাস শনাক্ত এবং ২ জনের মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এ প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায় দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঝিনাইদহে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছে ২৩১ জনের। এর মধ্যে শনাক্তেরও শীর্ষে রয়েছে খুলনা জেলা। জেলায় শনাক্ত ৯৭ জন। কুষ্টিয়ায় ৬০ ও চুয়াডাঙ্গায় ৪০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এ ছাড়া যশোরে তিনজন, ঝিনাইদহে ৯ জন, নড়াইল ও মেহেরপুরে ১১ জন করে শনাক্ত হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭১ জন।
স্বাস্থ্য বিভাগের এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, খুলনা বিভাগে করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ২৫ হাজার ১২৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ১০ হাজার ৮২৫ জন। মোট প্রাণহানি ঘটেছে ৩ হাজার ২২৭ জনের।
শনাক্ত সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ৩১ হাজার ১৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যায় সবচেয়ে কম মাগুরায় ৪ হাজার ৫৩০ জন।
এ ছাড়া করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনায়। এই জেলায় মারা গেছেন মোট ৮১৯ জন। অপরদিকে প্রাণহানির সংখ্যায় সবচেয়ে কম ঘটেছে সাতক্ষীরা জেলায়, ৮৯ জনের।

খুলনা বিভাগে গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে ২৩১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল শুক্রবার বিভাগে ৬২৬ জনের করোনাভাইরাস শনাক্ত এবং ২ জনের মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এ প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায় দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঝিনাইদহে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছে ২৩১ জনের। এর মধ্যে শনাক্তেরও শীর্ষে রয়েছে খুলনা জেলা। জেলায় শনাক্ত ৯৭ জন। কুষ্টিয়ায় ৬০ ও চুয়াডাঙ্গায় ৪০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এ ছাড়া যশোরে তিনজন, ঝিনাইদহে ৯ জন, নড়াইল ও মেহেরপুরে ১১ জন করে শনাক্ত হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭১ জন।
স্বাস্থ্য বিভাগের এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, খুলনা বিভাগে করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ২৫ হাজার ১২৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ১০ হাজার ৮২৫ জন। মোট প্রাণহানি ঘটেছে ৩ হাজার ২২৭ জনের।
শনাক্ত সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ৩১ হাজার ১৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যায় সবচেয়ে কম মাগুরায় ৪ হাজার ৫৩০ জন।
এ ছাড়া করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনায়। এই জেলায় মারা গেছেন মোট ৮১৯ জন। অপরদিকে প্রাণহানির সংখ্যায় সবচেয়ে কম ঘটেছে সাতক্ষীরা জেলায়, ৮৯ জনের।

কুমিল্লায় নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় চিরশায়িত হলেন র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সদর উপজেলার কালিবাজার ইউনিয়নের অলিপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
২৭ মিনিট আগে
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, এত টাকা খরচ করে পদ্মা সেতু না বানিয়ে যদি ইরিগেশনে ব্যয় করা যেত, চালের দাম পাঁচ টাকা কমে যেত। আজ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে। তিনি প্রশ্ন রেখে বলেন, এতে কী লাভ হলো অর্থনীতিতে?
২৯ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত মোতালেব হোসেন ভূঁইয়া মাত্র দেড় বছর আগে র্যাবে যোগদান করেছিলেন। এর আগে তিনি বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) টেকনাফ ব্যাটালিয়ন-২-এর নায়েব সুবেদার হিসেবে কর্মরত ছিলেন।
৩৪ মিনিট আগে
সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের অভিযানে চার নম্বর বাংলাবাজারের রাংপানি নদীতে ১০টি বারকি নৌকা ধ্বংস ও বালুভর্তি তিনটি ট্রাক আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে