ইবি প্রতিনিধি

বিএনপির চলমান অবরোধের সমর্থনে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসন ভবনসহ বিভিন্ন ফটকে ব্যানার ঝুলিয়েছিল শাখা ছাত্রদল। আজ সোমবার সকালে ৮টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা-কর্মীরা এ কর্মসূচি পালন করেন।
পরে খবর পেয়ে ব্যানারগুলো সরিয়ে ফেলেন শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ছাড়া অবরোধের প্রতিবাদে আজ দুপুর ১২টার দিকে ক্যাম্পাস ও পাশের এলাকায় মোটরসাইকেল শোডাউন করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এর আগে সকালে অবরোধের সমর্থনে প্রশাসন ভবন, রবীন্দ্র নজরুল কলাভবন ও মীর মশাররফ হোসেন ভবনের ফটকে ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়। ব্যানারে লেখা ছিল, ‘এক দফা দাবিতে সর্বাত্মক অবরোধ। রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত!’
এ বিষয়ে ইবি ছাত্রদলের সদস্যসচিব মাসুদ রুমী মিথুন বলেন, ‘বাংলাদেশের সব শিক্ষার্থীরাই চলমান এক দফা আন্দোলন সমর্থন করেছে। ঢাকায় পুলিশ ও আওয়ামী লীগের বর্বর হামলার প্রতিবাদে সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে এই অবরোধ ব্যানার ঝোলানো হয়। আমাদের আন্দোলন চলছে, সামনে চলবে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘সচেতন শিক্ষার্থীরা দেশ বাঁচানোর আন্দোলনে পিছু হাঁটবে না। পেছনে যাওয়ার আর সুযোগ নেই। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে আমাদের আন্দোলনে সমর্থন জানাবে বলে আমরা বিশ্বাস করি।’
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ‘বিএনপি-জামায়াতের যেকোনো ধরনের অপতৎপরতার বিরুদ্ধে আমাদের সব সময় সজাগ দৃষ্টি রয়েছে। অবরোধের নামে যদি কেউ অরাজকতার চেষ্টা করে সেটা প্রতিহত করতে আমরা সব সময় রাজপথে আছি।’
জানতে চাইলে সহকারী প্রক্টর মিথুন বৈরাগী বলেন, ‘আমরা এ ব্যাপারে জানতে পেরে প্রশাসন ভবন ও একাডেমিক ভবনগুলো পরিদর্শন করেছি। কিন্তু সরেজমিন গিয়ে ব্যানার পাইনি।’

বিএনপির চলমান অবরোধের সমর্থনে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসন ভবনসহ বিভিন্ন ফটকে ব্যানার ঝুলিয়েছিল শাখা ছাত্রদল। আজ সোমবার সকালে ৮টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা-কর্মীরা এ কর্মসূচি পালন করেন।
পরে খবর পেয়ে ব্যানারগুলো সরিয়ে ফেলেন শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ছাড়া অবরোধের প্রতিবাদে আজ দুপুর ১২টার দিকে ক্যাম্পাস ও পাশের এলাকায় মোটরসাইকেল শোডাউন করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এর আগে সকালে অবরোধের সমর্থনে প্রশাসন ভবন, রবীন্দ্র নজরুল কলাভবন ও মীর মশাররফ হোসেন ভবনের ফটকে ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়। ব্যানারে লেখা ছিল, ‘এক দফা দাবিতে সর্বাত্মক অবরোধ। রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত!’
এ বিষয়ে ইবি ছাত্রদলের সদস্যসচিব মাসুদ রুমী মিথুন বলেন, ‘বাংলাদেশের সব শিক্ষার্থীরাই চলমান এক দফা আন্দোলন সমর্থন করেছে। ঢাকায় পুলিশ ও আওয়ামী লীগের বর্বর হামলার প্রতিবাদে সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে এই অবরোধ ব্যানার ঝোলানো হয়। আমাদের আন্দোলন চলছে, সামনে চলবে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘সচেতন শিক্ষার্থীরা দেশ বাঁচানোর আন্দোলনে পিছু হাঁটবে না। পেছনে যাওয়ার আর সুযোগ নেই। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে আমাদের আন্দোলনে সমর্থন জানাবে বলে আমরা বিশ্বাস করি।’
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ‘বিএনপি-জামায়াতের যেকোনো ধরনের অপতৎপরতার বিরুদ্ধে আমাদের সব সময় সজাগ দৃষ্টি রয়েছে। অবরোধের নামে যদি কেউ অরাজকতার চেষ্টা করে সেটা প্রতিহত করতে আমরা সব সময় রাজপথে আছি।’
জানতে চাইলে সহকারী প্রক্টর মিথুন বৈরাগী বলেন, ‘আমরা এ ব্যাপারে জানতে পেরে প্রশাসন ভবন ও একাডেমিক ভবনগুলো পরিদর্শন করেছি। কিন্তু সরেজমিন গিয়ে ব্যানার পাইনি।’

টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
২৭ মিনিট আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
১ ঘণ্টা আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২ ঘণ্টা আগে