
কার্ড আছে, কিন্তু মাসিক ভাতা পান না নয়ন তরপদার। জন্ম থেকে অন্ধ ও বাক্প্রতিবন্ধী এই যুবক হুইলচেয়ারে বসে বাবার সাহায্যে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন।
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের নয়নের বয়স প্রায় ২৫ বছর। কথা বলতে পারেন না, চলাফেরাও করতে পারেন না। স্থানীয় একটি এনজিওর সহায়তায় পাওয়া হুইলচেয়ারে বসিয়ে নয়নকে নিয়ে তাঁর বাবা মন্টু তরপদার প্রতিদিন রাস্তায় বের হন, মানুষের কাছে হাত পাতেন। এভাবেই কোনোরকমে চলে তাঁদের সংসার।
মন্টু তরপদার বলেন, ‘ছেলেকে নিয়ে দুবেলা দুমুঠো ভাত জোগাড় করতে দ্বারে দ্বারে ঘুরি। পরিষদ থেকে একটি কার্ড করা হয়েছিল। একবার ভাতা পেয়েছি। তারপর আর কিছুই পাইনি। মনে হচ্ছে, কেউ হয়তো আমাদের ভাতা আত্মসাৎ করছে।’
মন্টু তরপদার জানান, সংসারে স্ত্রী, ছোট মেয়ে ও প্রতিবন্ধী নয়নকে নিয়েই তাঁদের মূল ভরসা। বড় ছেলে শ্বশুরবাড়িতে থাকেন।
এই অবস্থায় নয়নের বাবা মন্টু তরপদার প্রশ্ন রাখেন, ‘আমার প্রতিবন্ধী ছেলে কি সমাজের বোঝা হয়ে বাঁচবে?’ তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ছেলের নিয়মিত ভাতা পাওয়ার ব্যবস্থা করে দেওয়ার দাবি জানান।
এ বিষয়ে ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম বলেন, ‘তারা তো আমাকে কিছু বলেনি। তবে এখন হ্যাকাররা বিভিন্নভাবে ভাতার টাকা তুলছে—এমন ঘটনাও ঘটছে। আমি বিষয়টি খতিয়ে দেখব।’
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সাবীর হোসেন বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। সমাজসেবা অধিদপ্তরে খোঁজ নিতে হবে।’
তালা উপজেলার সমাজসেবা কার্যালয়ের সহকারী কর্মকর্তা ইমদাদুল হোসেন বলেন, ‘আমি তালায় নতুন এসেছি, তাই বিষয়টি জানি না। তবে মন্টু তরপদার যদি ছেলের জাতীয় পরিচয়পত্র নিয়ে আসেন, তাহলে আমি বিষয়টি দেখব।’

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
১৯ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২৯ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে