সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় তালাবদ্ধ ঘর থেকে আগুনে পুড়ে যাওয়া আরিফ বিল্লাহ (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে সদর উপজেলার ধলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুকে ঘরে রেখে আগুন দেওয়ার অভিযোগে তার বাবা ইয়াসিন আলীকে (৪০) আটক করেছে পুলিশ।
নিহত আরিফ বিল্লাহ সদর উপজেলার ধলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
আরিফের মা রোকেয়া খাতুন বলেন, ‘সদর উপজেলার চুপড়িয়া গ্রামের নূর ইসলামের ছেলে ইয়াছিন আলীর সঙ্গে আমার ১০ বছর আগে বিয়ে হয়। তিন বছর আগে ধলবাড়িয়া মাঠপাড়ায় প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর পাই। এরপর থেকে একমাত্র সন্তান আরিফ বিল্লাহসহ স্বামীকে নিয়ে আমি সেখানে বসবাস করতে থাকি।’
রোকেয়া খাতুন আরও বলেন, ‘আমার স্বামী মাদকাসক্ত এবং অস্ত্র মামলার আসামি। এ নিয়ে স্বামীর সঙ্গে আমার বিরোধ লেগেই থাকে। গত মঙ্গলবার স্বামী আমাকে মারধর করলে আরিফকে নিয়ে ধূলিহর গ্রামে আমার নানা ইজ্জত আলীর বাড়িতে আশ্রয় নেই। গতকাল বৃহস্পতিবার বিকেলে নানার বাড়ি থেকে আরিফকে নিয়ে চলে আসে ইয়াছিন। পরে আর মোবাইলে যোগাযোগ হয়নি। আজ ভোরে খবর পাই, আমাদের বাড়ি আগুনে পুড়ে গেছে। তাৎক্ষণিক স্বজনদের নিয়ে এসে জানতে পারি, ছেলেকে হত্যা করে দরজা বাইরে থেকে লাগিয়ে ইয়াসিন ঘরে আগুন দিয়েছে।’
আরিফ বিল্লাহর দাদি মলুদা খাতুন বলেন, ‘ইয়াছিন তার ছেলেকে হত্যা করে ঘরে আগুন লাগিয়ে তার মামার বাড়ি আগরদাড়িতে চলে যায়। সেখানে সে সামনে যাকে পেয়েছে, তাকে পিটিয়েছে। পরে ইয়াছিনকে শিকল দিয়ে বেঁধে রেখে পুলিশে সোপর্দ করা হয়।’
ধলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোকন আল জামান বলেন, আরিফ বিল্লাহ এবার দ্বিতীয় শ্রেণিতে উঠেছে। এর আগে সে কয়েক পারা কোরআন মুখস্থ করেছিল।’ এ ঘটনায় অভিযুক্ত ইয়াসিন আলীর সর্বোচ্চ শাস্তি দাবি করেন রোকন আল জামান।
এ বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ইয়াছিন আলীকে আটক করা হয়েছে। তিনি সম্ভবত মাদকাসক্ত। থানায় অসংলগ্ন আচরণ করছেন। ছেলেটির দেহ পুড়ে কঙ্কাল হয়ে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।

সাতক্ষীরায় তালাবদ্ধ ঘর থেকে আগুনে পুড়ে যাওয়া আরিফ বিল্লাহ (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে সদর উপজেলার ধলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুকে ঘরে রেখে আগুন দেওয়ার অভিযোগে তার বাবা ইয়াসিন আলীকে (৪০) আটক করেছে পুলিশ।
নিহত আরিফ বিল্লাহ সদর উপজেলার ধলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
আরিফের মা রোকেয়া খাতুন বলেন, ‘সদর উপজেলার চুপড়িয়া গ্রামের নূর ইসলামের ছেলে ইয়াছিন আলীর সঙ্গে আমার ১০ বছর আগে বিয়ে হয়। তিন বছর আগে ধলবাড়িয়া মাঠপাড়ায় প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর পাই। এরপর থেকে একমাত্র সন্তান আরিফ বিল্লাহসহ স্বামীকে নিয়ে আমি সেখানে বসবাস করতে থাকি।’
রোকেয়া খাতুন আরও বলেন, ‘আমার স্বামী মাদকাসক্ত এবং অস্ত্র মামলার আসামি। এ নিয়ে স্বামীর সঙ্গে আমার বিরোধ লেগেই থাকে। গত মঙ্গলবার স্বামী আমাকে মারধর করলে আরিফকে নিয়ে ধূলিহর গ্রামে আমার নানা ইজ্জত আলীর বাড়িতে আশ্রয় নেই। গতকাল বৃহস্পতিবার বিকেলে নানার বাড়ি থেকে আরিফকে নিয়ে চলে আসে ইয়াছিন। পরে আর মোবাইলে যোগাযোগ হয়নি। আজ ভোরে খবর পাই, আমাদের বাড়ি আগুনে পুড়ে গেছে। তাৎক্ষণিক স্বজনদের নিয়ে এসে জানতে পারি, ছেলেকে হত্যা করে দরজা বাইরে থেকে লাগিয়ে ইয়াসিন ঘরে আগুন দিয়েছে।’
আরিফ বিল্লাহর দাদি মলুদা খাতুন বলেন, ‘ইয়াছিন তার ছেলেকে হত্যা করে ঘরে আগুন লাগিয়ে তার মামার বাড়ি আগরদাড়িতে চলে যায়। সেখানে সে সামনে যাকে পেয়েছে, তাকে পিটিয়েছে। পরে ইয়াছিনকে শিকল দিয়ে বেঁধে রেখে পুলিশে সোপর্দ করা হয়।’
ধলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোকন আল জামান বলেন, আরিফ বিল্লাহ এবার দ্বিতীয় শ্রেণিতে উঠেছে। এর আগে সে কয়েক পারা কোরআন মুখস্থ করেছিল।’ এ ঘটনায় অভিযুক্ত ইয়াসিন আলীর সর্বোচ্চ শাস্তি দাবি করেন রোকন আল জামান।
এ বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ইয়াছিন আলীকে আটক করা হয়েছে। তিনি সম্ভবত মাদকাসক্ত। থানায় অসংলগ্ন আচরণ করছেন। ছেলেটির দেহ পুড়ে কঙ্কাল হয়ে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।

শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
৪২ মিনিট আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
১ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২ ঘণ্টা আগে