দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় স্ত্রীকে দিয়ে তালাক করিয়ে নেওয়ায় ক্ষোভে শ্বশুরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মাটিকুমড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।
নিহতের নাম আজগার আলী সরদার (৫৫)। তিনি দেবহাটা উপজেলার মাটিকুমড়া গ্রামের মৃত সুরত আলী সরদারর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত কালীগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নর বরয়া গ্রামের মুজিবর রহমানের ছেলে সালাহউদ্দিন (২৫)।
নিহতের ছোট ভাই মাটিকুমড়া গ্রামের আক্তার হাসেন সরদার জানান, তাঁর বড় ভাই আজগার আলীর ছোট মেয়ে শিল্পী খাতুনের সঙ্গে দুই বছর আগে বিয়ে হয় সালাউদ্দিনের। সালাহউদ্দিন বেকার হওয়ায় বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে শিল্পীকে প্রায়ই নির্যাতন করতেন। এ নিয়ে কয়েকবার সালিস হয়েছে। এর পরও নির্যাতন বন্ধ না হওয়ায় ১০ দিন আগে শিল্পীকে বাড়িতে নিয়ে এসে তালাকনামা পাঠিয়ে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে সালাহউদ্দিন গত রবিবার ও সোমবার গভীর রাতে তাদের বাড়ির পাশে ঘোরাঘুরি করতেন। কখনো তাঁকে গাছের ওপর উঠে বসে থাকতে দেখা গেছে।
আক্তার হোসেন অভিযোগ করে বলেন, ‘মঙ্গলবার রাত ১০টায় ভাত খেয়ে নিজের ঘরের বারান্দায় মশারি টানিয়ে ঘুমিয়ে পড়েন আজগার ভাই। দিবাগত রাত ১টার দিকে আগে থেকে ওত পেতে থাকা সালাহউদ্দিন ঘুমন্ত অবস্থায় মশারির ওপর দিয়ে তাঁকে রাম দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে চলে যায়। পরে ভাইয়ের চিৎকারে আমিসহ স্থানীয়রা ছুটে এসে ভাইকে রাত সোয়া ২টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখান ভর্তি না নেওয়ায় আজ বুধবার ভোর সোয়া ৪টার দিকে তাঁকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসি। সেখানে জরুরি বিভাগে চিকিৎসা চলাকালীন ভোর ৫টার দিকে ভাই আজগার আলীর মৃত্যু হয়। খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ময়নাতদন্ত শেষে বিকেলে মরদেহ গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।’
নিহত আজগার আলীর স্ত্রী মনোয়ারা খাতুন জানান, পূর্বপরিকল্পিতভাবে সাবেক শ্বশুরকে হত্যার পর সালাহউদ্দিন ভারতে পালিয় যাওয়ার লক্ষ্য নিয়ে আগে থেকেই ভিসা প্রস্তুত করে রেখেছেন। যেকোনো সময় তিনি ভোমরা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালাতে পারেন বলে তিনি আশঙ্কা করছেন।
এ ঘটনায় অভিযুক্ত সালাহউদ্দিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।
এ বিষয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

সাতক্ষীরার দেবহাটায় স্ত্রীকে দিয়ে তালাক করিয়ে নেওয়ায় ক্ষোভে শ্বশুরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মাটিকুমড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।
নিহতের নাম আজগার আলী সরদার (৫৫)। তিনি দেবহাটা উপজেলার মাটিকুমড়া গ্রামের মৃত সুরত আলী সরদারর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত কালীগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নর বরয়া গ্রামের মুজিবর রহমানের ছেলে সালাহউদ্দিন (২৫)।
নিহতের ছোট ভাই মাটিকুমড়া গ্রামের আক্তার হাসেন সরদার জানান, তাঁর বড় ভাই আজগার আলীর ছোট মেয়ে শিল্পী খাতুনের সঙ্গে দুই বছর আগে বিয়ে হয় সালাউদ্দিনের। সালাহউদ্দিন বেকার হওয়ায় বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে শিল্পীকে প্রায়ই নির্যাতন করতেন। এ নিয়ে কয়েকবার সালিস হয়েছে। এর পরও নির্যাতন বন্ধ না হওয়ায় ১০ দিন আগে শিল্পীকে বাড়িতে নিয়ে এসে তালাকনামা পাঠিয়ে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে সালাহউদ্দিন গত রবিবার ও সোমবার গভীর রাতে তাদের বাড়ির পাশে ঘোরাঘুরি করতেন। কখনো তাঁকে গাছের ওপর উঠে বসে থাকতে দেখা গেছে।
আক্তার হোসেন অভিযোগ করে বলেন, ‘মঙ্গলবার রাত ১০টায় ভাত খেয়ে নিজের ঘরের বারান্দায় মশারি টানিয়ে ঘুমিয়ে পড়েন আজগার ভাই। দিবাগত রাত ১টার দিকে আগে থেকে ওত পেতে থাকা সালাহউদ্দিন ঘুমন্ত অবস্থায় মশারির ওপর দিয়ে তাঁকে রাম দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে চলে যায়। পরে ভাইয়ের চিৎকারে আমিসহ স্থানীয়রা ছুটে এসে ভাইকে রাত সোয়া ২টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখান ভর্তি না নেওয়ায় আজ বুধবার ভোর সোয়া ৪টার দিকে তাঁকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসি। সেখানে জরুরি বিভাগে চিকিৎসা চলাকালীন ভোর ৫টার দিকে ভাই আজগার আলীর মৃত্যু হয়। খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ময়নাতদন্ত শেষে বিকেলে মরদেহ গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।’
নিহত আজগার আলীর স্ত্রী মনোয়ারা খাতুন জানান, পূর্বপরিকল্পিতভাবে সাবেক শ্বশুরকে হত্যার পর সালাহউদ্দিন ভারতে পালিয় যাওয়ার লক্ষ্য নিয়ে আগে থেকেই ভিসা প্রস্তুত করে রেখেছেন। যেকোনো সময় তিনি ভোমরা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালাতে পারেন বলে তিনি আশঙ্কা করছেন।
এ ঘটনায় অভিযুক্ত সালাহউদ্দিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।
এ বিষয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২৬ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
২ ঘণ্টা আগে