Ajker Patrika

ট্রলি ও ইজিবাইকের সংঘর্ষে মারা গেলেন স্বামী ও স্ত্রী

নড়াইল প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নড়াইলের কালিয়া উপজেলায় ট্রলি ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের যাত্রী জাফর মামুন (৭২) ও তাঁর স্ত্রী মর্জিনা বেগম (৬২) নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের বাড়ি কালিয়া পৌরসভা এলাকার বড় কালিয়া বেপারীপাড়ায়। এ সময় ইজিবাইকচালক বাবুল শরীফ (৬৫) গুরুতর আহত হন।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার নড়াগাতি থানার খাশিয়াল ইউনিয়নের তালবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুরে কালিয়া পৌরসভা এলাকার বড় কালিয়া বেপারীপাড়ার বাসিন্দা জাফর মামুন ও তাঁর স্ত্রী মর্জিনা ইজিবাইকযোগে কালিয়া থেকে বড়দিয়া মহাজনের দিকে যাচ্ছিলেন।

পথিমধ্যে তালবাড়িয়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রলির সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মামুন ও তাঁর স্ত্রী গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক হাসিবুর রহমান মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নড়াগাতি থানার ওসি মো. আশিকুর রহমান জানান, ট্রলিটি জব্দ করা হয়েছে। ড্রাইভার পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ছেড়ে দিলে কী আর করার: মোস্তাফিজ

ভেনেজুয়েলায় নজিরবিহীন সামরিক আগ্রাসন চালিয়ে মাদুরো ও তাঁর স্ত্রীকে ‘ধরে নিয়ে গেল’ যুক্তরাষ্ট্র

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র—নিশ্চিত করল ভেনেজুয়েলা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত