প্রতিনিধি

সাতক্ষীরা: সাতক্ষীরায় গতকাল মঙ্গলবারের রেকর্ড ভেঙে আজ বুধবার ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শতকরা হার ৫৯ শতাংশ। এর আগের দিন করোনা সংক্রমণের হার ছিল ৫৫ শতাংশ। আজ বুধবার পর্যন্ত সাতক্ষীরায় করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৯৭ জন।
এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আরও চারজন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ২৩৬ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন জেলায় মোট ৪৮ জন। জেলায় করোনা পরিস্থিতি রীতিমতো ভয়ংকর হয়ে উঠেছে।
গত ১ জুন থেকে ৭ দিনে সাতক্ষীরায় মোট ৯৩২ জনের পরীক্ষা করে ৪৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। যা শতকরা হিসাবে ৫১ দশমিক ৩৯ ভাগ। এর পূর্বে মে মাসের ৩১ দিনে সাতক্ষীরা পিসিআর ল্যাবে ১৩৫৫ জনের নমুনা পরীক্ষা করে ৩০৫ জনের করোনা শনাক্ত হয়। শতকরা হিসাবে ২২ দশমিক ৫১ ভাগ। এর পূর্বে ২০২০ সালের ২৬ এপ্রিল থেকে ২০২১ সালের ৩০ এপ্রিল পর্যন্ত এক বছরে সাতক্ষীরা জেলায় করোনা শনাক্ত হয় ১৩১৩ জন।
এদিকে গত ১ জুন সাতক্ষীরা পিসিআর ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। ২ জুন ৯৪ জনে পাওয়া যায় ৫০ জন, ৩ জুন ৯৩ জনে পাওয়া যায় ৫০ জন, ৪ জুন ১৮৮ জনে করোনা পজিটিভ হয় ৮৯ জন। ৪ জুন শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় ৫ জুন কোন নমুনা পরীক্ষা হয়নি। ৬ জুন ৯৪ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের পজিটিভ পাওয়া যায়। ৭ জুন নমুনা পরীক্ষা করা হয় ১৮৭ জনের। পজিটিভ পাওয়া যায় ১০৩ জন। সর্বশেষ ৮ জুনের নমুনা পরীক্ষা করে ১০৮ জনের পজিটিভ পাওয়া যায়। অর্থাৎ জুন মাসের ১ তারিখ ছাড়া প্রতিদিনই শনাক্তের হার ছিল ৫০ শতাংশের বেশি। এর মধ্যে বর্তমানে ৫১৮জন করোনা আক্রান্ত চিকিৎসাধীন আছেন।
অন্যদিকে লকডাউন সফল করতে জেলাব্যাপী ব্যাপক তৎপরতা অব্যাহত রেখেছে প্রশাসন। মোড়ে মোড়ে বাঁশ দিয়ে অথবা চেকপোস্ট বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন অমান্যকারীদের জরিমানা করা হচ্ছে। তবে সকাল ১০টা পর্যন্ত পুলিশি তৎপরতা না থাকায় লোকসমাগম বেশি দেখা গেছে। গ্রামাঞ্চলেও ঢিলে-ঢালাভাবে লকডাউন চলছে। পুলিশি তৎপরতা বা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় প্রত্যন্ত অঞ্চলে তেমন একটা দেখা যায়নি।

সাতক্ষীরা: সাতক্ষীরায় গতকাল মঙ্গলবারের রেকর্ড ভেঙে আজ বুধবার ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শতকরা হার ৫৯ শতাংশ। এর আগের দিন করোনা সংক্রমণের হার ছিল ৫৫ শতাংশ। আজ বুধবার পর্যন্ত সাতক্ষীরায় করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৯৭ জন।
এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আরও চারজন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ২৩৬ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন জেলায় মোট ৪৮ জন। জেলায় করোনা পরিস্থিতি রীতিমতো ভয়ংকর হয়ে উঠেছে।
গত ১ জুন থেকে ৭ দিনে সাতক্ষীরায় মোট ৯৩২ জনের পরীক্ষা করে ৪৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। যা শতকরা হিসাবে ৫১ দশমিক ৩৯ ভাগ। এর পূর্বে মে মাসের ৩১ দিনে সাতক্ষীরা পিসিআর ল্যাবে ১৩৫৫ জনের নমুনা পরীক্ষা করে ৩০৫ জনের করোনা শনাক্ত হয়। শতকরা হিসাবে ২২ দশমিক ৫১ ভাগ। এর পূর্বে ২০২০ সালের ২৬ এপ্রিল থেকে ২০২১ সালের ৩০ এপ্রিল পর্যন্ত এক বছরে সাতক্ষীরা জেলায় করোনা শনাক্ত হয় ১৩১৩ জন।
এদিকে গত ১ জুন সাতক্ষীরা পিসিআর ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। ২ জুন ৯৪ জনে পাওয়া যায় ৫০ জন, ৩ জুন ৯৩ জনে পাওয়া যায় ৫০ জন, ৪ জুন ১৮৮ জনে করোনা পজিটিভ হয় ৮৯ জন। ৪ জুন শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় ৫ জুন কোন নমুনা পরীক্ষা হয়নি। ৬ জুন ৯৪ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের পজিটিভ পাওয়া যায়। ৭ জুন নমুনা পরীক্ষা করা হয় ১৮৭ জনের। পজিটিভ পাওয়া যায় ১০৩ জন। সর্বশেষ ৮ জুনের নমুনা পরীক্ষা করে ১০৮ জনের পজিটিভ পাওয়া যায়। অর্থাৎ জুন মাসের ১ তারিখ ছাড়া প্রতিদিনই শনাক্তের হার ছিল ৫০ শতাংশের বেশি। এর মধ্যে বর্তমানে ৫১৮জন করোনা আক্রান্ত চিকিৎসাধীন আছেন।
অন্যদিকে লকডাউন সফল করতে জেলাব্যাপী ব্যাপক তৎপরতা অব্যাহত রেখেছে প্রশাসন। মোড়ে মোড়ে বাঁশ দিয়ে অথবা চেকপোস্ট বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন অমান্যকারীদের জরিমানা করা হচ্ছে। তবে সকাল ১০টা পর্যন্ত পুলিশি তৎপরতা না থাকায় লোকসমাগম বেশি দেখা গেছে। গ্রামাঞ্চলেও ঢিলে-ঢালাভাবে লকডাউন চলছে। পুলিশি তৎপরতা বা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় প্রত্যন্ত অঞ্চলে তেমন একটা দেখা যায়নি।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৭ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৭ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৮ ঘণ্টা আগে