ইবি প্রতিনিধি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত তিনজনকে বিশ্ববিদ্যালয় মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়েছে।
ক্যাম্পাস সূত্র জানায়, আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ‘অবতরণিকা উৎসব’ চলছিল। এ সময় ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাসিন ইসলাম রাহিন, রাব্বি ফকির ও ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের মোবারক হোসেন আশিকের নেতৃত্বে ব্যবস্থাপনা, মার্কেটিং, আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের অর্ধশত শিক্ষার্থী একত্র হয়ে অনুষ্ঠানে শিক্ষার্থীদের ওপর হামলা চালান। অনুষ্ঠানের আয়োজন নিয়ে এ সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে আহতদের বিশ্ববিদ্যালয় মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত শিক্ষার্থী মুশফিকুর রহমান বলেন, ‘অনুষ্ঠান চলাকালে হুট করে আমাদের ওপর পরিকল্পিত অতর্কিত হামলা চালায়। আমরা কিছু বুঝে ওঠার আগেই তারা বাঁশ ও লাঠি দ্বারা আমাদের মারধর করে পালিয়ে। এ হামলা পূর্বপরিকল্পিত। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের ডা. এস এম শাহেদ হাসান বলেন, ‘আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এখন আপাতত পর্যবেক্ষণে রেখেছি। লাঠি দিয়ে মারার ফলে কয়েকজন ঘাড়ে ও মাথায় গুরুতর আঘাত পেয়েছে। আপাতত ওদের বাসায় পাঠিয়ে দিয়েছি। পরবর্তী সময় গুরুতর কিছু দেখলে আমি সদরে হাসপাতালে স্থানান্তর করে দেব।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুর্শিদ আলম বলেন, ‘মারামারির ঘটনা শুনেই আমি দ্রুত হাসপাতালে এসেছি। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা লিখিত অভিযোগ দিয়েছে। লিখিত অভিযোগ অনুসারে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত তিনজনকে বিশ্ববিদ্যালয় মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়েছে।
ক্যাম্পাস সূত্র জানায়, আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ‘অবতরণিকা উৎসব’ চলছিল। এ সময় ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাসিন ইসলাম রাহিন, রাব্বি ফকির ও ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের মোবারক হোসেন আশিকের নেতৃত্বে ব্যবস্থাপনা, মার্কেটিং, আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের অর্ধশত শিক্ষার্থী একত্র হয়ে অনুষ্ঠানে শিক্ষার্থীদের ওপর হামলা চালান। অনুষ্ঠানের আয়োজন নিয়ে এ সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে আহতদের বিশ্ববিদ্যালয় মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত শিক্ষার্থী মুশফিকুর রহমান বলেন, ‘অনুষ্ঠান চলাকালে হুট করে আমাদের ওপর পরিকল্পিত অতর্কিত হামলা চালায়। আমরা কিছু বুঝে ওঠার আগেই তারা বাঁশ ও লাঠি দ্বারা আমাদের মারধর করে পালিয়ে। এ হামলা পূর্বপরিকল্পিত। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের ডা. এস এম শাহেদ হাসান বলেন, ‘আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এখন আপাতত পর্যবেক্ষণে রেখেছি। লাঠি দিয়ে মারার ফলে কয়েকজন ঘাড়ে ও মাথায় গুরুতর আঘাত পেয়েছে। আপাতত ওদের বাসায় পাঠিয়ে দিয়েছি। পরবর্তী সময় গুরুতর কিছু দেখলে আমি সদরে হাসপাতালে স্থানান্তর করে দেব।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুর্শিদ আলম বলেন, ‘মারামারির ঘটনা শুনেই আমি দ্রুত হাসপাতালে এসেছি। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা লিখিত অভিযোগ দিয়েছে। লিখিত অভিযোগ অনুসারে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
২ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে