মাগুরা প্রতিনিধি

দ্বাদশ সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে ক্রিকেটার সাকিব আল হাসান জয়লাভ করলেও নৌকার প্রাপ্ত ভোটের সংখ্যা কমেছে। ২০১৮ সালের নির্বাচনে প্রাপ্ত ভোটের তুলনায় এবার কমেছে ৮৩ হাজার। ওই নির্বাচনে অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর পেয়েছিলেন ২ লাখ ৬৯ হাজার ১৯৮ ভোট।
পাঁচ বছর পর ২০২৪ সালে দ্বাদশ সংসদ সংসদে সাকিব আল হাসান পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট। প্রদত্ত বৈধ ভোটের হিসাবেও দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট পড়েছে একাদশ সংসদ নির্বাচন থেকে ৯৬ হাজার ২৬১টি কম।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের তথ্য বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
২০১৮ সালের নির্বাচনে মাগুরা–১ আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ৫০ হাজার ৪৮ জন। পাঁচ বছর পর দ্বাদশ সংসদ নির্বাচনে ৫০ হাজার ৪৩৭ জন ভোটার যোগ হয়ে মোট ভোটার দাঁড়ায় ৪ লাখ ৪৮৫ জনে।
দ্বাদশ সংসদ নির্বাচনে মোট ভোটার বাড়লেও বাড়েনি প্রদত্ত মোট বৈধ ভোটের সংখ্যা। ২০১৮ সালে যেখানে বৈধ ভোট ছিল ২ লাখ ৯১ হাজার ৪৮৭টি। সেখানে এবার সাকিব আল হাসানের প্রার্থী হওয়ার পর বৈধ ভোট হয়েছে ১ লাখ ৯৫ হাজার ২২৬টি। মোট ভোটের প্রায় অর্ধেক এবার ভোট দেয়নি বলে হিসাবে উঠে আসে।
মাগুরার রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোট পড়েছে কম। এমনকি আওয়ামী লীগের ভোট পুরোপুরি পড়লেও প্রদত্ত ভোট ২ লাখের বেশি হওয়ার কথাও অনেকে মনে করছেন।
অন্যদিকে, ২০১৮ সালে নির্বাচনের প্রেক্ষাপট ও ২০২৪ সালের নির্বাচনে প্রেক্ষাপট বিবেচনা করলে নৌকার ভোট সাকিব আল হাসানের প্রাপ্ত ভোট থেকে বেশি হওয়ার কথা মনে করছেন স্থানীয় ভোটাররা।
সাইদুল মোল্লা নামে সদর এলাকার এক ভোটার বলেন, ‘নৌকার ভোট বেশি হওয়ার কথা। টানা তিনবার সরকার ক্ষমতায়। ভোটার নৌকার ছাড়া আছে কি। মনে হচ্ছে অনেকে ভোটই দিতে কেন্দ্রে যাননি।’ রাজনৈতিক নানা সমীকরণের কথা মনে করিয়ে দিলেন এই ভোটার।
শ্রীপুরের খামারপাড়ার এলাকার নান্নু শেখ বলেন, ‘শ্রীপুরে সাকিব আল হাসান ভোট পেয়েছেন বেশি। বরং সদরের থেকে শ্রীপুরের অন্য দল থেকেও সাকিবকে ভোট দিতে শুনেছি। তবে ২০১৮ সাল থেকে এবারের নির্বাচন সেরকম ভোটার উপস্থিত হয়নি বলে মোট ভোট ও নৌকার ভোট কমেছে।’

দ্বাদশ সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে ক্রিকেটার সাকিব আল হাসান জয়লাভ করলেও নৌকার প্রাপ্ত ভোটের সংখ্যা কমেছে। ২০১৮ সালের নির্বাচনে প্রাপ্ত ভোটের তুলনায় এবার কমেছে ৮৩ হাজার। ওই নির্বাচনে অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর পেয়েছিলেন ২ লাখ ৬৯ হাজার ১৯৮ ভোট।
পাঁচ বছর পর ২০২৪ সালে দ্বাদশ সংসদ সংসদে সাকিব আল হাসান পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট। প্রদত্ত বৈধ ভোটের হিসাবেও দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট পড়েছে একাদশ সংসদ নির্বাচন থেকে ৯৬ হাজার ২৬১টি কম।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের তথ্য বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
২০১৮ সালের নির্বাচনে মাগুরা–১ আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ৫০ হাজার ৪৮ জন। পাঁচ বছর পর দ্বাদশ সংসদ নির্বাচনে ৫০ হাজার ৪৩৭ জন ভোটার যোগ হয়ে মোট ভোটার দাঁড়ায় ৪ লাখ ৪৮৫ জনে।
দ্বাদশ সংসদ নির্বাচনে মোট ভোটার বাড়লেও বাড়েনি প্রদত্ত মোট বৈধ ভোটের সংখ্যা। ২০১৮ সালে যেখানে বৈধ ভোট ছিল ২ লাখ ৯১ হাজার ৪৮৭টি। সেখানে এবার সাকিব আল হাসানের প্রার্থী হওয়ার পর বৈধ ভোট হয়েছে ১ লাখ ৯৫ হাজার ২২৬টি। মোট ভোটের প্রায় অর্ধেক এবার ভোট দেয়নি বলে হিসাবে উঠে আসে।
মাগুরার রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোট পড়েছে কম। এমনকি আওয়ামী লীগের ভোট পুরোপুরি পড়লেও প্রদত্ত ভোট ২ লাখের বেশি হওয়ার কথাও অনেকে মনে করছেন।
অন্যদিকে, ২০১৮ সালে নির্বাচনের প্রেক্ষাপট ও ২০২৪ সালের নির্বাচনে প্রেক্ষাপট বিবেচনা করলে নৌকার ভোট সাকিব আল হাসানের প্রাপ্ত ভোট থেকে বেশি হওয়ার কথা মনে করছেন স্থানীয় ভোটাররা।
সাইদুল মোল্লা নামে সদর এলাকার এক ভোটার বলেন, ‘নৌকার ভোট বেশি হওয়ার কথা। টানা তিনবার সরকার ক্ষমতায়। ভোটার নৌকার ছাড়া আছে কি। মনে হচ্ছে অনেকে ভোটই দিতে কেন্দ্রে যাননি।’ রাজনৈতিক নানা সমীকরণের কথা মনে করিয়ে দিলেন এই ভোটার।
শ্রীপুরের খামারপাড়ার এলাকার নান্নু শেখ বলেন, ‘শ্রীপুরে সাকিব আল হাসান ভোট পেয়েছেন বেশি। বরং সদরের থেকে শ্রীপুরের অন্য দল থেকেও সাকিবকে ভোট দিতে শুনেছি। তবে ২০১৮ সাল থেকে এবারের নির্বাচন সেরকম ভোটার উপস্থিত হয়নি বলে মোট ভোট ও নৌকার ভোট কমেছে।’

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
২৭ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২ ঘণ্টা আগে