
মনিরামপুর উপজেলা হাসপাতালের চিকিৎসক ও অন্য স্টাফরা প্রতিদিন বিকেল ৩টার মধ্যে হাসপাতাল ছেড়ে চলে যান। খোলা থাকে শুধু জরুরি বিভাগ। সেখানে একজন চিকিৎসক, একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও একজন ওয়ার্ড বয় দায়িত্বে থাকেন। ফলে রাত গভীর হলেই ফাঁকা থাকে জরুরি বিভাগ। এ সময়টায় হাসপাতালের জরুরি বিভাগের পুরো বারান্দা কয়েকটি কুকুরের দখলে থাকে।
সরেজমিনে দেখা গেছে, প্রতিদিন বিকেল ৩টার দিকে হাসপাতাল ছুটির পরপরই কয়েকটি কুকুর বারান্দায় অবস্থান নেয়। মাঝেমধ্যে কিছু সময়ের জন্য বারান্দা ছেড়ে বের হলেও রাত সাড়ে ১০টা থেকে ১১টার দিকে হাসপাতালে ৫-৭টি কুকুর শুয়ে থাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্বেচ্ছাসেবী বলেন, ‘বর্তমানে প্রতিদিন রাত ১২টা পর্যন্ত একাধিকবার হাসপাতালে রোগীদের খবর নিতে যাওয়া লাগে। প্রায়ই রাতে বারান্দায় কুকুর শুয়ে থাকতে দেখি। কিন্তু কোনো দিন নৈশপ্রহরীর দেখা পাইনি।’
তবে এ ব্যাপারে নৈশপ্রহরী শাহাবুদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রারানী দেবনাথ বলেন, ‘কুকুর সব সময় বারান্দায় ওঠে। প্রায়ই চিকিৎসক, নার্স ও স্টাফরা কুকুর তাড়াই। আমিও কয়েক দিন তাড়িয়েছি।’
নৈশপ্রহরীকে হাসপাতালে না পাওয়ার বিষয়ে জানতে চাইলে ডা. শুভ্রা বলেন, নৈশপ্রহরী শাহাবুদ্দিনের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। সে ঠিকমতো ডিউটি করে না। তার বিরুদ্ধে সিভিল সার্জন অফিসেও অভিযোগ জমা আছে। এসব কারণে তার বেতন-বোনাস মাঝে মাঝে বন্ধ থাকে।’

মনিরামপুর উপজেলা হাসপাতালের চিকিৎসক ও অন্য স্টাফরা প্রতিদিন বিকেল ৩টার মধ্যে হাসপাতাল ছেড়ে চলে যান। খোলা থাকে শুধু জরুরি বিভাগ। সেখানে একজন চিকিৎসক, একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও একজন ওয়ার্ড বয় দায়িত্বে থাকেন। ফলে রাত গভীর হলেই ফাঁকা থাকে জরুরি বিভাগ। এ সময়টায় হাসপাতালের জরুরি বিভাগের পুরো বারান্দা কয়েকটি কুকুরের দখলে থাকে।
সরেজমিনে দেখা গেছে, প্রতিদিন বিকেল ৩টার দিকে হাসপাতাল ছুটির পরপরই কয়েকটি কুকুর বারান্দায় অবস্থান নেয়। মাঝেমধ্যে কিছু সময়ের জন্য বারান্দা ছেড়ে বের হলেও রাত সাড়ে ১০টা থেকে ১১টার দিকে হাসপাতালে ৫-৭টি কুকুর শুয়ে থাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্বেচ্ছাসেবী বলেন, ‘বর্তমানে প্রতিদিন রাত ১২টা পর্যন্ত একাধিকবার হাসপাতালে রোগীদের খবর নিতে যাওয়া লাগে। প্রায়ই রাতে বারান্দায় কুকুর শুয়ে থাকতে দেখি। কিন্তু কোনো দিন নৈশপ্রহরীর দেখা পাইনি।’
তবে এ ব্যাপারে নৈশপ্রহরী শাহাবুদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রারানী দেবনাথ বলেন, ‘কুকুর সব সময় বারান্দায় ওঠে। প্রায়ই চিকিৎসক, নার্স ও স্টাফরা কুকুর তাড়াই। আমিও কয়েক দিন তাড়িয়েছি।’
নৈশপ্রহরীকে হাসপাতালে না পাওয়ার বিষয়ে জানতে চাইলে ডা. শুভ্রা বলেন, নৈশপ্রহরী শাহাবুদ্দিনের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। সে ঠিকমতো ডিউটি করে না। তার বিরুদ্ধে সিভিল সার্জন অফিসেও অভিযোগ জমা আছে। এসব কারণে তার বেতন-বোনাস মাঝে মাঝে বন্ধ থাকে।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৫ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৫ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৬ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৬ ঘণ্টা আগে