কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মেয়ে খুকুমণির এক পায়ের জুতো বুকে জড়িয়ে কাঁদছিলেন আর অন্য পায়ের জুতো খুঁজছিল বাবা শাহিন হোসেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত সবাইকে বলছিলেন মেয়ের শেষ স্মৃতি চিহ্ন আরেকটি জুতো খুঁজে দিতে। এমন দৃশ্যে জলে ভারী হয়ে উঠে সবার চোখ।
আজ শুক্রবার বেলা ১১টার সময় কোটচাঁদপুর পৌর কাশিপুর ডিগ্রি কলেজের সামনের সড়কের দুর্ঘটনাস্থলে দেখা যায় এ দৃশ্য।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কোটচাঁদপুর পৌর কাশিপুর ডিগ্রি কলেজের সামনের সড়কে লেগুনা ও ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষ হয়। ওই ভ্যানের যাত্রী ছিল সাত বছরের শিশু খুকুমণি। সে কালিগঞ্জ উপজেলার শাহিন হোসেনের মেয়ে। ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় সে।
স্থানীয় ও নিহত শিশুর পরিবার জানায়, ওই দিন বিকেলেই খুকুমণির দাফন সম্পন্ন হয়। সন্তান হারানোর শোকে কাতর বাবা শুক্রবার সকালে কোটচাঁদপুরের দুর্ঘটনাস্থলে আসেন। ঘটনাস্থলে এসে খুঁজে পান মেয়ে এক পায়ের একটি জুতো। সেটি বুকে জড়িয়ে কাঁদতে থাকেন।
শাহিন হোসেন বলেন, ‘আমার দুটি সন্তান। ছেলে জিহাদ হোসেন (১০) আর মেয়ে সারিকা (খুকুমণি)। স্কুল ছুটি থাকায় সে কোটচাঁদপুরের এলাঙ্গী গ্রামের নানির বাড়িতে এসেছিল। বৃহস্পতিবার ঘটে গেল এ দুর্ঘটনা।’
এরপর তিনি আর কিছু না বলে আবারও কাঁদতে লাগলেন আর মেয়ের পায়ের আরেকটি জুতো খুঁজছিলেন বাবা শাহিন।
অন্যদিকে একই অবস্থা চলছিল এলাঙ্গী খুকুমণির নানির বাড়িতে। ওখানেও দেখা যায় খুকুমণির মাকে কাঁদতে আর বারবার অচেতন হতে।

মেয়ে খুকুমণির এক পায়ের জুতো বুকে জড়িয়ে কাঁদছিলেন আর অন্য পায়ের জুতো খুঁজছিল বাবা শাহিন হোসেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত সবাইকে বলছিলেন মেয়ের শেষ স্মৃতি চিহ্ন আরেকটি জুতো খুঁজে দিতে। এমন দৃশ্যে জলে ভারী হয়ে উঠে সবার চোখ।
আজ শুক্রবার বেলা ১১টার সময় কোটচাঁদপুর পৌর কাশিপুর ডিগ্রি কলেজের সামনের সড়কের দুর্ঘটনাস্থলে দেখা যায় এ দৃশ্য।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কোটচাঁদপুর পৌর কাশিপুর ডিগ্রি কলেজের সামনের সড়কে লেগুনা ও ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষ হয়। ওই ভ্যানের যাত্রী ছিল সাত বছরের শিশু খুকুমণি। সে কালিগঞ্জ উপজেলার শাহিন হোসেনের মেয়ে। ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় সে।
স্থানীয় ও নিহত শিশুর পরিবার জানায়, ওই দিন বিকেলেই খুকুমণির দাফন সম্পন্ন হয়। সন্তান হারানোর শোকে কাতর বাবা শুক্রবার সকালে কোটচাঁদপুরের দুর্ঘটনাস্থলে আসেন। ঘটনাস্থলে এসে খুঁজে পান মেয়ে এক পায়ের একটি জুতো। সেটি বুকে জড়িয়ে কাঁদতে থাকেন।
শাহিন হোসেন বলেন, ‘আমার দুটি সন্তান। ছেলে জিহাদ হোসেন (১০) আর মেয়ে সারিকা (খুকুমণি)। স্কুল ছুটি থাকায় সে কোটচাঁদপুরের এলাঙ্গী গ্রামের নানির বাড়িতে এসেছিল। বৃহস্পতিবার ঘটে গেল এ দুর্ঘটনা।’
এরপর তিনি আর কিছু না বলে আবারও কাঁদতে লাগলেন আর মেয়ের পায়ের আরেকটি জুতো খুঁজছিলেন বাবা শাহিন।
অন্যদিকে একই অবস্থা চলছিল এলাঙ্গী খুকুমণির নানির বাড়িতে। ওখানেও দেখা যায় খুকুমণির মাকে কাঁদতে আর বারবার অচেতন হতে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে