Ajker Patrika

খাগড়াছড়িতে ১ কোটি টাকার মোবাইল ফোন জব্দ

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়িতে ১ কোটি টাকার মোবাইল ফোন জব্দ

খাগড়াছড়ির রামগড়ে ভারত থেকে চোরাই পথে আসা প্রায় ১ কোটি টাকার মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দল। 

আজ রোববার জোন সদরে বিজিবির সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এর আগে গতকাল শনিবার বিজিবির-৪৩ ব্যাটালিয়নের আওতাধীন কাঁশিবাড়ী বিওপির আওতাধীন খেদাব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এসব মোবাইল জব্দ করা হয়। 

বিজিবি সংবাদ বিজ্ঞাপ্তিতে জানায়, খেদাব্রিজ এলাকায় চোরাকারবারিদের ভারত মালামাল নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দল। এ সময় চোরাকারবারিরা মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়। এ সময় টহল দল ঘটনাস্থল তল্লাশি করে ভারতীয় ১৪টি কোম্পানির ৩২০টি মোবাইল ফোন জব্দ করে। জব্দ করা মোবাইলের মূল্য প্রায় ১ কোটি টাকা। মোবাইলগুলো সীতাকুণ্ড কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। 

ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, অবৈধ এ চালানের মূল হোতাকে চিহ্নিত করার চেষ্টা অব্যাহত রয়েছে। বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি জোন এলাকার যাবতীয় অপরাধ কর্মকাণ্ড দমনে প্রতিনিয়ত কাজ করা হচ্ছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত