মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির মানিকছড়িতে গণপিটুনিতে ইউপিডিএফের কর্মী নিহতের ঘটনায় সড়ক অবরোধ চলছে। আজ বুধবার ভোর সাড়ে ৫টা থেকে ইউপিডিএফের (মূল) ডাকে এই কর্মসূচি শুরু হয়। তাই জেলার পাঁচ উপজেলা ও চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে বন্ধ ছিল গাড়ি চলাচল। পুলিশের প্রহরায় গাড়ি চললেও মানিকছড়ি-লক্ষ্মীছড়ি সড়কে বেশ কয়েকটি সিএনজি অটোরিকশা ও একটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এ নিয়ে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনছারুল করিম বলেন, ‘ইউপিডিএফের ডাকা অবরোধে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে দূরপাল্লার যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করেছে। এ ছাড়া অভ্যন্তরীণ সড়কেও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য নজরদারি বাড়ানো হয়েছে।
আজ সকাল ৬টার দিকে মানিকছড়ি কলেজ ও কলেজিয়েট স্কুলসংলগ্ন মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধের চেষ্টা করেন ইউপিডিএফের (মূল) কর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর আগুন নিভিয়ে এবং গাছের গুঁড়ি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা গাড়িগুলোকে পুলিশি নিরাপত্তাও দেওয়া হয়।
অন্যদিক একই সময়ে মানিকছড়ি-লক্ষ্মীছড়ি সড়কে ইউপিডিএফ (মূল) দলের ডাকা আধাবেলা সড়ক অবরোধের সমর্থনে পিসিপি ও গণতান্ত্রিক যুব ফোরামের নেতা-কর্মীরা লক্ষ্মীছড়িগামী ছয়টি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল ভাঙচুর করেন। এ ছাড়া অটোরিকশাচালক ও যাত্রীদের কাছ থেকে ১৭টি মোবাইল ফোন ছিনিয়ে নেন পিকেটাররা।
এ সময় পিসিপি ও গণতান্ত্রিক যুব ফোরামের নেতা-কর্মীরা গাড়িগুলো জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করলে অটো ও মোটরসাইকেলচালকেরা অনুরোধ করে রক্ষা পান।
উল্লেখ্য, খাগড়াছড়ির মানিকছড়িতে গত রোববার হ্লাচিং মং মারমা (উষা) নামের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী গণপিটুনিতে আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই ঘটনার পর আজ বুধবার সকাল সাড়ে ৫ থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক অবরোধের ডাক দেয় দলটি।

খাগড়াছড়ির মানিকছড়িতে গণপিটুনিতে ইউপিডিএফের কর্মী নিহতের ঘটনায় সড়ক অবরোধ চলছে। আজ বুধবার ভোর সাড়ে ৫টা থেকে ইউপিডিএফের (মূল) ডাকে এই কর্মসূচি শুরু হয়। তাই জেলার পাঁচ উপজেলা ও চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে বন্ধ ছিল গাড়ি চলাচল। পুলিশের প্রহরায় গাড়ি চললেও মানিকছড়ি-লক্ষ্মীছড়ি সড়কে বেশ কয়েকটি সিএনজি অটোরিকশা ও একটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এ নিয়ে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনছারুল করিম বলেন, ‘ইউপিডিএফের ডাকা অবরোধে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে দূরপাল্লার যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করেছে। এ ছাড়া অভ্যন্তরীণ সড়কেও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য নজরদারি বাড়ানো হয়েছে।
আজ সকাল ৬টার দিকে মানিকছড়ি কলেজ ও কলেজিয়েট স্কুলসংলগ্ন মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধের চেষ্টা করেন ইউপিডিএফের (মূল) কর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর আগুন নিভিয়ে এবং গাছের গুঁড়ি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা গাড়িগুলোকে পুলিশি নিরাপত্তাও দেওয়া হয়।
অন্যদিক একই সময়ে মানিকছড়ি-লক্ষ্মীছড়ি সড়কে ইউপিডিএফ (মূল) দলের ডাকা আধাবেলা সড়ক অবরোধের সমর্থনে পিসিপি ও গণতান্ত্রিক যুব ফোরামের নেতা-কর্মীরা লক্ষ্মীছড়িগামী ছয়টি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল ভাঙচুর করেন। এ ছাড়া অটোরিকশাচালক ও যাত্রীদের কাছ থেকে ১৭টি মোবাইল ফোন ছিনিয়ে নেন পিকেটাররা।
এ সময় পিসিপি ও গণতান্ত্রিক যুব ফোরামের নেতা-কর্মীরা গাড়িগুলো জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করলে অটো ও মোটরসাইকেলচালকেরা অনুরোধ করে রক্ষা পান।
উল্লেখ্য, খাগড়াছড়ির মানিকছড়িতে গত রোববার হ্লাচিং মং মারমা (উষা) নামের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী গণপিটুনিতে আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই ঘটনার পর আজ বুধবার সকাল সাড়ে ৫ থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক অবরোধের ডাক দেয় দলটি।

চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
১৬ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১৮ মিনিট আগে
শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
৪৪ মিনিট আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে