ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি ও চট্টগ্রামের ফটিকছড়ি সীমান্তে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ মগ লিবারেশন পার্টির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। আজ রোববার থানায় মামলা দায়েরের পর গ্রেপ্তার পাঁচজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গত শনিবার রাতে গুইমারা রিজিয়নের সেনাবাহিনী ও ফটিকছড়ি থানা-পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন–খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দেবাতলী গ্রামের অং থুই কারবারী বাড়ির মৃত আপ্রুসি মারমার ছেলে অং তোয়াই (২৫), মানিকছড়ির তিনট্যহরী ইউপির দেবাতলী অং থুই কারবারী বাড়ির কংক্য মারমার ছেলে চহলা মারমা (২১), বান্দরবান সদরের রেইচা ইউপির রওজাপাড়া মনু সিং মারমার ছেলে উমং সিং মারমা (২২), খাগড়াছড়ি জেলার মানিকছড়ির তিনট্যহরী ইউপির অং থুই কারবারী বাড়ির ক্যউ চিং মারমার ছেলে উসাজাই মারমা (২১) ও রাঙামাটি জেলার বিলাইছড়ি তুনুকছড়ির থুইবাই মারমার ছেলে অংথোয়াই চিং মারমা (২৫)।
বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাসুদ ইবনে আনোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘যৌথবাহিনীর অভিযানে আটক সন্ত্রাসীদের বিরুদ্ধে অন্ত্র আইনের বিভিন্ন ধারায় মামলা হয়েছে। গ্রেপ্তার পাঁচজনই পাহাড়ি সন্ত্রাসী গ্রুপের সদস্য। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়ন ও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের দুইল্যাছড়ি ও বটতলী গ্রামের গহিন জঙ্গলে অভিযান চালায় যৌথবাহিনী। টানা ১০ ঘণ্টার অভিযানে একটি বসত ঘরের নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদসহ মগ লিবারেশন পার্টির পাঁচজনকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছে বলে জানা গেছে।
উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ হলো– একটি একে-৪৭, চারটি মর্টার, একটি পয়েন্ট ২২ রাইফেল, একটি এম-১, পাঁচ জোড়া ইউনিফর্ম, একটি চায়না পিস্তল, একটি এলজি শর্ট ব্যারেল, ৩৬ রাউন্ড এলজি এ্যামো, সাত রাউন্ড একে-৪৭ এ্যামো, ২৪ রাউন্ড এম-১ এ্যামো, ছয়টি মোবাইল ফোন, ১১০ ভারতীয় রুপি, দুটি ওয়াকিটকি, ছয়টি বাউন্ডার, ৩৭টি কাচের বোতল ও মাইন তৈরির সরঞ্জামাদিসহ ৪৪ প্রকার আগ্নেয়াস্ত্র–সরঞ্জামাদি।

পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি ও চট্টগ্রামের ফটিকছড়ি সীমান্তে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ মগ লিবারেশন পার্টির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। আজ রোববার থানায় মামলা দায়েরের পর গ্রেপ্তার পাঁচজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গত শনিবার রাতে গুইমারা রিজিয়নের সেনাবাহিনী ও ফটিকছড়ি থানা-পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন–খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দেবাতলী গ্রামের অং থুই কারবারী বাড়ির মৃত আপ্রুসি মারমার ছেলে অং তোয়াই (২৫), মানিকছড়ির তিনট্যহরী ইউপির দেবাতলী অং থুই কারবারী বাড়ির কংক্য মারমার ছেলে চহলা মারমা (২১), বান্দরবান সদরের রেইচা ইউপির রওজাপাড়া মনু সিং মারমার ছেলে উমং সিং মারমা (২২), খাগড়াছড়ি জেলার মানিকছড়ির তিনট্যহরী ইউপির অং থুই কারবারী বাড়ির ক্যউ চিং মারমার ছেলে উসাজাই মারমা (২১) ও রাঙামাটি জেলার বিলাইছড়ি তুনুকছড়ির থুইবাই মারমার ছেলে অংথোয়াই চিং মারমা (২৫)।
বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাসুদ ইবনে আনোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘যৌথবাহিনীর অভিযানে আটক সন্ত্রাসীদের বিরুদ্ধে অন্ত্র আইনের বিভিন্ন ধারায় মামলা হয়েছে। গ্রেপ্তার পাঁচজনই পাহাড়ি সন্ত্রাসী গ্রুপের সদস্য। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়ন ও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের দুইল্যাছড়ি ও বটতলী গ্রামের গহিন জঙ্গলে অভিযান চালায় যৌথবাহিনী। টানা ১০ ঘণ্টার অভিযানে একটি বসত ঘরের নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদসহ মগ লিবারেশন পার্টির পাঁচজনকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছে বলে জানা গেছে।
উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ হলো– একটি একে-৪৭, চারটি মর্টার, একটি পয়েন্ট ২২ রাইফেল, একটি এম-১, পাঁচ জোড়া ইউনিফর্ম, একটি চায়না পিস্তল, একটি এলজি শর্ট ব্যারেল, ৩৬ রাউন্ড এলজি এ্যামো, সাত রাউন্ড একে-৪৭ এ্যামো, ২৪ রাউন্ড এম-১ এ্যামো, ছয়টি মোবাইল ফোন, ১১০ ভারতীয় রুপি, দুটি ওয়াকিটকি, ছয়টি বাউন্ডার, ৩৭টি কাচের বোতল ও মাইন তৈরির সরঞ্জামাদিসহ ৪৪ প্রকার আগ্নেয়াস্ত্র–সরঞ্জামাদি।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
৬ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
১৩ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
১৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের দুটি শরিকদের ছেড়ে দিয়েছে বিএনপি। ফলে ওই দুই আসনে সুযোগ নিতে চায় জামায়াত নেতৃত্বাধীন ১২ দলীয় সমমনা জোট ও স্বতন্ত্র প্রার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর): এবার আসনটিতে বিএনপির প্রার্থী এম এ হান্নান, বাংলাদেশ জামায়াত ইসলামীর অধ্যাপক...
২৫ মিনিট আগে